You are viewing a single comment's thread from:

RE: Indian Museum ভ্রমণ -পর্ব ৪৬

দাদা, আপনার লেখাগুলো পড়ে বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠলো। মনে হচ্ছে হৃদয়টা বুঝি ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। কষ্টের এই অনুভূতিকে প্রকাশ করার মত নয়। ইউক্রেনের সমস্ত হাসপাতালগুলোর অক্সিজেনের সরবরাহ আর মাত্র ২৪ ঘন্টা এটা ভাবতেই শরীরে যেন শিহরন দিয়ে উঠছে। কি হবে দাদা এরপরে। আমাদের শুধু দুই হাত তুলে উপরওয়ালার কাছে প্রার্থনা করা ছাড়া আর বা কি করার আছে। তাই এখন মন প্রাণ দিয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করছি ইউক্রেনের মানুষগুলো যেন সুস্থ ও সুন্দর স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। যাইহোক দাদা, আপনাকে ধন্যবাদ জানাতে চাই ইন্ডিয়ান মিউজিয়াম এর মাধ্যমে আমাদেরকে সুপ্রাচীন তৈরি দ্রব্য সামগ্রী গুলোকে পরিচয় করিয়ে দেবার জন্য। আমাদের সৌভাগ্য, আমার বাংলা ব্লগের মাধ্যমে, আমাদের দাদার মাধ্যমে, ইন্ডিয়ান মিউজিয়াম এর সুপ্রাচীনকালের তৈরি দ্রব্যসামগ্রী গুলোকে দেখতে পারছি এবং এর বর্ণনা গুলো ভালোভাবে জানতে পারছি। এজন্য আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি সব সময়।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.037
BTC 93459.77
ETH 3481.21
USDT 1.00
SBD 3.78