সুস্বাদু চিকেন সাসলিক রেসিপি
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোষ্ট নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে চিকেন সাসলিক রেসিপি। চিকেন সাসলিক খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। হোক সেই চিকেন সাসলিক রেস্টুরেন্টের তৈরি অথবা বাসায় তৈরি। তবে আমার কাছে তো বাসায় তৈরি চিকেন সাসলিক গুলো খেতে ভীষণ ভালো লাগে। কেননা বাসায় তৈরি খাবারগুলোর মধ্যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। যা কখনো রেস্টুরেন্টের খাবার খেয়ে সেই তৃপ্তি অনুভব করা যায় না।
যাইহোক আজ আমি তিন রঙের ক্যাপসিকাম ব্যবহার করে চিকেন সাসলিক রেসিপি তৈরি করেছি। যার কারণে এই রেসিপি খেতে যতটা স্বাদ হয়েছিল, ঠিক ততটাই দেখতে লোভনীয় হয়েছিল। চিকেন সাসলিক যখন তৈরি করছিলাম, তখন থেকেই চিকেন সাসলিক গুলো এতটাই কালারফুল লাগছিল, যা দেখে মনে হচ্ছিল রান্না করার আগেই খেয়ে ফেলি হাহাহা। আমি তো অনেকদিন ধরেই অসুস্থ ছিলাম, যার কারণে আমার মুখের রুচি একদম নেই বললেই চলে।
তাই মুখের রুচির পরিবর্তন করার জন্য, কিছুটা ভিন্ন স্বাদ পাওয়ার জন্য, এই রোজার মধ্যেই আমি এই চিকেন সাসলিক রেসিপি তৈরি করেছি। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যখন আমি এই চিকেন সসলিক খেয়েছিলাম, তখন খুবই স্বাদ পেয়েছিলাম। যদি আপনাদেরকেও একটু খাওয়াতে পারতাম, তাহলে আপনারাও এই স্বাদ উপলব্ধি করতে পারতেন খেতে কতটা মজার হয়েছিল।
যাইহোক আমি তিন রংয়ের ক্যাপসিকাম আলু ও গাজর দিয়ে কিভাবে এই চিকেন সাসলিক তৈরি করেছি, তার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনারা সকলে আমার এই চিকেন সাসলিক রেসিপির রন্ধন প্রণালীর ধাপ গুলো দেখে তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন, আর বেশি কথা না বাড়িয়ে আমার তৈরি চিকেন সাসলিক রেসিপিটি দেখে আসি।
ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
---|---|---|
১ | মুরগির মাংস | ৪০০ গ্রাম |
২ | ক্যাপসিকাম | ৩ রঙের ৩ টি |
৩ | গাজর | ১ টি |
৪ | আলু | ১ টি |
৫ | পেঁয়াজ | ২ টি |
৬ | বাঁশের স্টিক | প্রয়োজন অনুযায়ী |
৭ | ধনিয়া গুঁড়ো | ২ টেবিল চামচ |
৮ | জিরা গুঁড়ো | ২ টেবিল চামচ |
৯ | গরম মসলা গুঁড়ো | ১ টেবিল চামচ |
১০ | আদা বাটা | ১ টেবিল চামচ |
১১ | রসুন বাটা | ১ টেবিল চামচ |
১২ | শুকনো মরিচ গুঁড়ো | ১ টেবিল চামচ |
১৩ | হলুদ গুঁড়ো | প্রয়োজন অনুযায়ী |
১৪ | সরিষার তেল | প্রয়োজন অনুযায়ী |
১৫ | সয়াবিন তেল | প্রয়োজন অনুযায়ী |
১৬ | লবণ | স্বাদ অনুযায়ী |
" ধাপ : ১ "
" ধাপ : ২ "
" ধাপ : ৩ "
" ধাপ : ৪ "
" ধাপ : ৫ "
" ধাপ : ৬ "
" ধাপ : ৭ "
" ধাপ : ৮ "
" ধাপ : ৯ "
" ধাপ : ১০ "
" ধাপ : ১১ "
আশা করি আমার রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
X Promotion: https://twitter.com/mahbubullemon/status/1777248054653194475?t=ZuFmi1R2e0SVjZyiCPYpLg&s=19
সুস্বাদু চিকেন সাসলিক রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। এত সুস্বাদু এবং লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার তৈরি চিকেন সাসলিক রেসিপি দেখে খুব সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপনি চিকেন সাসলিক রেসিপি করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু, আমার তৈরি চিকেন সাসলিক রেসিপিটি দেখে আপনিও একদিন এই রেসিপি তৈরি করে খাবেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
রেসিপিটি দেখতো খুব আফসোস এবং লোভ হচ্ছে।
আমার খুব লোভনীয় একটি খাবারের রেসিপি আজা আপনি শেয়ার করেছেন।
প্রস্তুত প্রণালী অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন ফটোগ্রাফির সাথে শুভকামনা রইল আপনার জন্য।
ভাই, আমার রেসিপি দেখে লোভ লেগে থাকলে আমার বাসায় চলে আসুন, নতুন করে আবারো এই রেসিপি তৈরি করে খাওয়াবো। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন ভাইয়া নিজের হাতের তৈরি জিনিস এর তুলনা হয় না। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে। আসলে এই রেসিপি মজার খাবার। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু, আমার তৈরি রেসিপি খেতে খুবই মজার হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাই এরকম মজাদার একটা রেসিপি তৈরি করেছেন দাওয়াত দিলেও পারতেন। রেসিপিটা দেখেই তো জিভে জল চলে আসলো আমার। আসলে অসুস্থ হলে মুখের রুচিটাই যেন চলে যায়। তখন এই ধরনের খাবারগুলো ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে খেলে খুব ভালোই লাগে। ঘরোয়া পদ্ধতিতে খুবই মজাদার চিকেন সাসলিক তৈরি করেছেন। এটা নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল আর মজা করে খেয়েছেন। তিন কালারের ক্যাপসিকাম ছিল দেখছি। ঘরে তৈরি করা খাবারগুলো আসলেই তৃপ্তি সহকারে খাওয়া যায়।
ভাই আপনার দাওয়াত রইলো আমার বাসায়, পুরো পরিবারসহ আসবেন শুধু চিকেন সাসলিক নয় বরং আরো নিত্য নতুন রেসিপি তৈরি করে খাওয়াবো।আর হ্যাঁ ভাই চিকেন সাসলিক রেসিপি খেয়ে খুবই তৃপ্তি পেয়েছিলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চিকেন সাসলিক তো আমার অত্যন্ত পছন্দের একটা খাবার। রেস্টুরেন্টে গেলে মাঝে মাঝেই এটা আমার খাওয়া হয়ে থাকে। তবে এভাবে আমি কখনো ঘরোয়া পদ্ধতিতে চিকেন সাসলিক তৈরি করিনি। যার কারনে ঘরোয়া পদ্ধতিতে এটা তৈরি করলে কি রকম হয়, এটাও আমার জানা নেই। তবে আপনার কাছ থেকে সহজেই শিখে নিলাম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন সাসলিক তৈরি করতে হবে। আমি অবশ্যই এটা তৈরি করব। আশা করছি তৈরি করলে খেতে ভালো লাগবে।
আপু আপনার পছন্দের খাবারটি তৈরি করতে পেরেছি জেনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
বেশ অসাধারণ একটি ইউনিক রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার রেসিপি আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি রান্নার কার্যক্রম দেখিয়েছেন এদিকে আবার প্রয়োজনীয় জিনিসের বিশাল এক টেবিল তৈরি করেছেন। সবমিলে বেশ ভালো লাগলো।
ভাই, আমার তৈরি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।