চশমা পরিহিত অবস্থায় নবিতার চিত্রাংকন ||10% beneficiary for shy-fox||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুয়ালাইকুম/ আদাব নমস্কার

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আমাদের সবার প্রিয় কমিউনিটি @amarbanglablog এর এর সদস্যরা প্রতিনিয়ত আমরা নতুন নতুন পোস্ট করার মাধ্যমে আমাদের কমিউনিটিকে সমৃদ্ধ করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি আমার অংকন করা চিত্র নিয়ে হাজির হলাম।

আমার অংকন করা চিত্রটি অঙ্কনের পদ্ধতি ধাপ আকারে উপস্থাপন করা হলো:

আমার সমগ্র পোষ্টের বিষয়বস্তু

received_434727411563606.jpeg

প্রয়োজনীয় উপকরণ

received_314174387006112.jpeg

  • অফসেট পেপার।
  • পেন্সিল ।
  • রাবার ।
  • কাটার।

প্রথম ধাপ

received_650107946157095.jpeg

প্রথম ধাপে নবিতার মাথার অংশটি অংকন করে নেই। মাথার চুলের ডিজাইন কান এবং মুখের অবয়ব পেন্সিল দিয়ে হালকা করে তৈরি করে নেই।

দ্বিতীয় ধাপ

received_444851553653448.jpeg

এ ধাপে নবিতার দেহের অংশ অংকন করি। দেহের অংশে পকেট ওয়ালা শার্ট এবং হাত একে নেই। এ পর্যায় দেহের অংশটিও পেন্সিল দিয়ে হালকা করে একে নেই।

তৃতীয় ধাপ

received_953880051907025.jpeg

এধাপে আমার অঙ্কন করা সম্পূর্ণ চিত্র টি পেন্সিল দিয়ে গারো করে নেই। এরপর মুখের অবয়বের অংশটি সম্পন্ন করি। চোখের চশমা, চোখ, নাক ও মুখ একে নেই।

চতুর্থ ধাপ

received_1605873676471286.jpeg

এ ধাপে মাথায় এখানে চুলের অংশে পেন্সিল দিয়ে গাঢ় রং করে চুলগুলো অঙ্কন করি। চশমা পরিহিত অবস্থায় নবিতার চিত্রটি অংকন করা সম্পন্ন হল।

পঞ্চম ধাপ

received_976904339848976.jpeg

এ ধাপে আমার অংকন করা চিত্রের নিচে আমার স্টিমিট আইডি নামের লোগো যুক্ত করে দেই।

উপরোক্ত সকল ধাপগুলো অনুসরণ করে আমি চশমা পরিহিত অবস্থায় নবিতার চিত্রটি সম্পন্ন করলাম। আমার অংকন করা চিত্র টি আপনাদের সবার কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।

ধন্যবাদ সবাইকে।

@mahamuddipu

Photography@mahamuddipu
DeviceVivo Y19
LocationLink

আমি মাহমুদ দিপু। আমি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থান করছি।আমি পেশায় একজন ছাত্র। বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও লেখালেখি করতে আমার খুব ভালো লাগে। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন ধরনের খাবার খাওয়া আমার সখ। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 
  • এখন দেখছি নবিতা অনেক বড় হয়ে গেছে, হাহাহা, নবিতা শিজুকা আমি ছোটবেলা থেকেই দেখি এখন তেমন একটা দেখা হয় না কেননা যে চ্যানেলটি দেখতাম সেই চ্যানেলটি এখন আর আসে না। আমার প্রিয় একটা সি্রিজ ছিল নোবিতা এবং শিজুকা। ছবিগুলো এখনো চোখের মধ্যে ভাসে, নবিতার স্কেচটি অসাধারণ ভাবে আমাদের মাঝে তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট টি। ডোরেমন কাটুন এর কথা মনে পড়ে গেলো। আমার খুবই পছন্দের কাটুন। কিছুদিন আগেও টিভিতে দেখেছিলাম তবে বর্তমানে বন্ধ করে দেয়ায় আর দেখা হয়না। তবে আপনার নবিতা কে দেখে মনে হচ্ছে সে অনেকটা বড় হয়ে গেছে। খুব সুন্দর করে করেছেন ড্রয়িং টি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

চশমা পরিহিত অবস্থায় নবিতার অনেক সুন্দর একটি আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আসলে আপনার আর্ট এর প্রশংসা করতে হয়, আপনি খুবই সুন্দর ভাবে নিপুণ হাতে দক্ষতার সাথে আপনার অংকন টি সম্পূর্ণ করেছেন, যেটা দেখেই বোঝা যাচ্ছে। অনেক চমৎকার ভাবে প্রতিটা স্টেপ আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক দারুন ভাবে তুলে ধরেছেন। এত সুন্দর একটি নবিতার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তীতেও এরকম সুন্দর ও মনমুগ্ধকর আর্ট পাব বলে আশা রাখছি শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্যটি গঠনমূলক এবং অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago (edited)

আপনার আর্ট টি অসাধারণ হয়েছে। ছবিগুলো খাঁড়া ভাবে হলে আরো ভালো লাগতো ভাইয়া। আর তা ছাড়া আপনার আর্ট দেখে ডোরেমন কার্টুন এর কথা মনে পড়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সত্যিই আজকে অংকনটা আমার খুবই ভাল লাগল। চশমা পরিহিত অবস্থায় নবিতা চিত্র অংকন। আমরা কমবেশি সবাই চিনি ।। পনার আঁকার পদ্ধতি দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।। দেখার মত ছিল। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া।

 3 years ago 

চশমা পরিহিত অবস্থায় নবিতার চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে এই চিত্রটি উপস্থাপন করেছেন। আপনার চিত্রটি উপস্থাপন দেখে আমি এই চিত্রটি অঙ্কন করা শিখতে পেরেছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

নবীতা আমার খুব পছন্দের একটা চরিত্র এক সময় কতো দেখেছি এটা।আপনি খুব সুন্দর ভাবে চিত্র টি অংকন করেছেন সাথে ধাপ গুলোও। শুভ কামনা রইলো।

 3 years ago 

সুন্দর মন্তব্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক সুন্দর নবিতার চিত্রের আছেন ভাই। চশমা পরিহিত অবস্থায় নবিতাকে বেশ ভদ্র মনে হচ্ছে। চিত্র অঙ্কনের পদ্ধতি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ভালোবাসা রইলো ভাই।

 3 years ago 

আপনার চশমা পড়া নবিতার চিত্রটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এইরকম কার্টুন চিত্র অংকন দেখে খুবই ভালো লাগলো। তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

সুন্দর মন্তব্য করেছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ ভাইয়া পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন। আমি খুবই ভক্ত ছিলাম এই নবিতার কার্টুনটি। ঘণ্টার পর ঘণ্টা বসে কার্টুন দেখতাম। আপনি খুব সুন্দর করে নবিতাকে আর্ট করেছেন। দেখতে অনেক চমৎকার লাগছে। কিন্তু আপনার কিছু ছবি বাঁকা হয়ে আছে। এগুলো সোজা হলে আরও বেশি ভালো লাগতো দেখতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 90148.80
ETH 2267.32
SBD 0.87