ঈদ উপলক্ষে বাংলা ব্লগ বাসীর উদ্দেশ্যে কিছু উপদেশ||১০% shy-fox 🦊🦊 by mahamuddipu
প্রাণপ্রিয়,আমার বাংলা ব্লগ পরিবার।আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। মুসলিমদের প্রধান দুটি ধর্মীয় উৎসব গুলোর মধ্যে অন্যতম। প্রতিবছর দুটি ঈদ হয়ে থাকে। এই দুটি হলো রোজার ঈদ এবং কোরবানির ঈদ।দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর রোজার ঈদ উদযাপিত হয়।যার ফলে রোজার ঈদকে ঘিরে ভালোই আমেজ থাকে। সকলে উৎসবে মেতে ওঠে। রোজার ঈদের উৎসব অবশ্য বেশ কয়েকদিন আগে থেকেই মনের মধ্যে লেগে থাকে। কারনটা হল এ ঈদ কবে সম্পন্ন হবে তা নিশ্চিত করে বলা যায় না।চাঁদ উঠার উপর নির্ভর করে। যার ফলে ঈদ উপলক্ষে ২৯ তম রোজার পর থেকে মানুষ চাঁদ দেখা এবং ঈদ নিয়ে বেশ আগ্রহী হয়ে ওঠে।
ঈদ উপলক্ষে কমিউনিটির সকলের জন্য কিছু উপদেশ:
১. ঈদের আগের দিন রাতে আনন্দ করুন তবে সেটা অনেক বেশি সময়ের জন্য নয় এবং কাউকে কষ্ট দিয়ে নয়। বক্সে উচ্চস্বরে গান বাজানো কিংবা পটকা ফোটানো থেকে বিরত থাকবেন।
২. ঈদের আগের দিন কখনো বেশি রাত জাগবেন না। এতে করে পরের দিন সকালে উঠতে কষ্ট হবে। ঈদের দিন খুব সকালে উঠে নিজের গ্রামের আশেপাশে হাঁটাহাঁটি করা এবং গোসল করা উচিত।
৩. আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পরিবারের সকলের সঙ্গে নিয়মিত খাওয়া পারেন আবার অনেকে তা করেন না। কিন্তু ঈদের দিন সকালে সকলের উচিৎ পরিবারের সঙ্গে সেমাই,অন্যান্য সকল মিষ্টিজাতীয় খাবার এবং পোলাও খাওয়া উচিত।
৪. খাওয়া-দাওয়া শেষ করে চেষ্টা করবেন পরিবারের সকল পুরুষ সদস্যরা মিলে একত্রে পাঞ্জাবি পায়জামা পড়ে ঈদের মাঠে গিয়ে সালাত আদায় করে সকলে নিজেদের মধ্যে এবং প্রতিবেশীদের সঙ্গে কোলাকুলি করতে।
৫. পরিবারের কাছের কেউ মারা গেলে তাদের কবর জিয়ারত করতে কিন্তু ভুলবেন না। এদিন কবরবাসীরা আপনাদের কাছ থেকে দোয়া পাওয়ার অপেক্ষায় থাকেন।
৬.আমাদের আশেপাশে অনেক গরীব দুঃখী মানুষ রয়েছেন। এছাড়াও জীবিকার প্রয়োজনে এমন কিছু মানুষ রয়েছে যারা ঈদ করতে পর্যন্ত বাড়িতে যায় না। আপনার পরিচিত এমন কোন মানুষ থাকলে তার সঙ্গে মিশবেন এবং তাকে বাসায় দাওয়াত করবেন এবং খাওয়া-দাওয়া পাবেন।
৭.নিজেদের যত আত্মীয়-স্বজন রয়েছে সকলের বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। কাছাকাছি কিংবা একটু দূরে হোক। আত্মীয়স্বজনের বাসা দুরে কোথাও হলে মোটরসাইকেল নিয়ে হলেও এ দিন চলে যাবেন। খুশি হয়ে যাবেন তারা।
৮. বন্ধুবান্ধব দের সঙ্গে ঘুরতে যেতে পারেন অথবা তাদেরকে বাসায় এনে দাওয়াত করে খাওয়াতে পারেন। এক্ষেত্রে চেষ্টা করবেন অন্যান্য ধর্মাবলম্বী বন্ধু-বান্ধবদের কিংবা পরিচিত যারা রয়েছে চেষ্টা করবেন তাদেরকেও বাড়িতে নিয়ে এসে খাওয়ানোর জন্য। কারণ-"ধর্ম যার যার উৎসব সবার"। উৎসবের আনন্দ বিরাজ করুক সকলের মাঝে।
৯.আরেকটি বিষয় হলো আমাদের সকলের প্রিয় সাই ফক্সকেও বেশি বেশি সালামি প্রদান করবেন। কারণ আপনারা এই সাই-ফক্সের সাপোর্টের জন্য অনেকেই স্বাবলম্বী হয়ে উঠছেন।সকলে নিজেদের ঈদ উৎসবকে আরো ভালোভাবে রাঙিয়ে তুলতে পারছেন।
এই ছিল আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের প্রতি আমার ঈদের শুভেচ্ছা বার্তা এবং উপদেশ। আশাকরি উপদেশগুলো সকলের ভালো লাগবে।
আপনার উপদেশগুলো মেনে চলি আমি প্রতি ঈদেই। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ভাবে গুছিয়ে কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন ভাই।
আপনার এত সুন্দর দক্ষতা ও শিক্ষনীয় পোস্ট পড়ে আমার খুবই ভালো লেগেছে ভাই। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে বিশেষ কিছু বিষয় তুলে ধরেছেন। যার ফলে আমার খুবই ভালো লাগলো। আসলেই মানুষের অনেক সচেতনতার অভাব রয়েছে। আশা করি এই পোস্টটির মাধ্যমে অনেক মানুষ সচেতন হতে পারবে।
খুব ভালো লাগলো ভাই আপনার উপদেশ বাণী গুলো। আসলে আমরা এভাবে কখনো ভাবি না। অনেক সময় আমাদের নিজেদের কারণে মানুষের অনেক প্রবলেম হয়। যাহোক আপনার উপদেশ বাণী গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ঈদের দিনে এরকম উপদেশ বাণী আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভাই। শুভকামনা রইল আপনার জন্য ভাই।
ঈদ মোবারক,আপনার উপদেশ বাণী গুলো পড়ে আমার কাছে ভালো লাগলো। এভাবে নিয়ম মেনে কখনও ভাবা হয়নি এমনকি করা হয়নি। কিন্তু হ্যা কিছু কিছু বিষয় এমনিতেই মানা হয়। আপনার উপদেশ গুলো পড়ে, আরো বেশি মানার চেষ্টা করব।
ঈদ উপলক্ষে আপনার প্রত্যেকটি উপদেশ ছিল অসাধারণ। আপনার জন্য শুভকামনা রইল।
বাহ আপনি আপনার পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কথা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার প্রত্যেকটি কথায় অনেক মূল্যবান। আপনি অনেক ভালো ভালো কথা আপনার পোষ্টের মাধ্যমে শেয়ার করেছেন আশা করি সামনের দিনগুলোতে সব সময় এইভাবে ঈদ পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ।