পরিচয় পর্ব। হ্যালো প্রিয় সদস্যগন আমার বাংলা ব্লগ

পরিচয় পর্ব। হ্যালো প্রিয় সদস্যগন আমার বাংলা ব্লগ

IMG_20220611_102903.jpg

আমি মিনহাজুল আবেদীন, আমার বয়স ২৮ বছর। আমার জন্ম বাংলাদেশের সর্ব দক্ষিণে পৃথিবীর সর্ববৃহত সমূদ্র সৈকত এবং বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং এ গ্রামে। আমি আমার পরিবারের ৩য় সন্তান। আমরা ৫ ভাই আর মা-বাবা নিয়ে সুন্দর সুখী জীবন যাপন করি আলহামদুলিল্লাহ। আমি আমার মাধ্যমিক পড়াশুনা করি আমাদের গ্রামের হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হতে। তারপর উচ্চ মাধ্যমিক পড়াশুনা শেষ করি আমাদের পাশের উপজেলা লোহাগাড়া আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ থেকে। তারপর আমার অনার্স পড়াশুনার জন্য চলে আসি কক্সবাজার সদরে। আগেই বরে রাখি আমি খুব পরিশ্রমী একজন ছেলে। পড়াশুনার পাশাপাশি আমি সবসময় চাইতাম কিছু একটা করি। সেই চাওয়া থেকে আমার উচ্চ মাধ্যমিক পড়াশুনার পাশাপাশি আমি কম্পিউটার কোর্স করি। সেই থেকে শুরু হয় আমার পড়াশুনা এবং ক্যারিয়ার জার্নি। এডমিশন নিই কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অনার্সে। আমার সাবজেক্ট ছিল ম্যানেজমেন্ট। পড়াশুনার পাশাপাশি বিজনেস চলতে থাকে আমার। দেখতে অনার্স শেষেরে দিকে, বিজনেস ও গ্রু হতে লাগলো। অনার্স শেষে ভর্তি হই কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমবিএ করার জন্য। আমার পছন্দের সাবজেক্ট ছিলো হিউম্যান রিরোর্স ম্যানেজমেন্ট (এইচ.আর.এম)

Digital Marketing, Data Entry, Social Media manager, Facebook marketing, Facebook Ads manager, Facbooke Promotions, Youtube Marketing, Youtube promotion, Video SEO, SEO, Data Mining, Data Scraping, Web Scraping, Web Resear.jpg

Digital Marketing, Data Entry, Social Media manager, Facebook marketing, Facebook Ads manager, Facbooke Promotions, Youtube Marketing, Youtube promotion, Video SEO, SEO, Data Mining, Data Scraping, Web Scraping, Web Research.jpg

আমার আব্বুর নাম জনাব জয়নাল আবেদীন। উনার বয়স ৬০ বছর। উনি একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবি। তিনি একজন সৎ, দায়িত্ববান এবং উত্তম চরিত্রের অধিকারী। উনি আমাকে অনেক ভালোবাসে, উনি আমার দেখা সেরা একজন পিতা। আমার প্রতি উনার স্নেহের সমপরিমাণ শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা হয়ে উঠে না। আল্লাহ্ আমার বাবাকে নেক হায়াত দারাজ করুন।

Screenshot_150.jpg

আমার মা <3। আমার দেখা পৃথিবীর এবং বিধাতার সৃষ্টির সবচেয়ে সুন্দর এবং আশ্চর্যের একটি। এত সুন্দর, এত্ত এত্ত মায়া, এত্ত এত্ত দায়িত্ববোধ নিয়ে আল্লাহ্ উনাকে বানিয়েছেন। উনি আমার প্রথম এবং সর্বশেষ সেরা এবং প্রিয় শিক্ষক। জানিনা উনার ভালো ছাত্র বা ছেলে হতে পেরেছি কিনা। আল্লাহ্র সবসময় প্রার্থণা করি আল্লাহ্ যেন আমাকের সারাজীবন উনার সঠিক খেদমত করার তৌফিক এনায়েত করেন। আল্লহর কাছে আরও প্রার্থণা করি উনি যেন আমার মাকে হাজার হাজার বছর সুস্থ্য রেখে আমাদের মাঝে ভালোবাসা বিতরণের সুযোগ দান করেন। আল্লাহ্র আমার এক অপ্রাকাশিত ইচ্ছা, আল্লাহ যেনো আমাকে আমার মাকে নিয়ে হজ্জ্ব করতে নিয়ে যাওয়ার সুযোগ দেন এবং আমার মাকে যেনো সুস্থ্য রাখেন। আমিন।

1653384169494111.jpg

এবার আমি যেখানে থাকি তার সম্পর্কে কিছু বলি। বাংলাদেশের সর্ব দক্ষিণে পৃথিবীর সর্ববৃহত সমূদ্র সৈকত এবং বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং এ গ্রামে। এটি চট্টগ্রাম বিভাগের খুব বেশি দুরে নয়। এটি একটি খুব সুন্দর মনোরম পরিবেশ এর গ্রাম্য এলাকা, যেখানে আমি আমার শৈশব কৈশোর কাঠিয়েছি। গ্রাম্য এলাকা হলেও এখানে আধুনিকায়নের সমস্ত কিছু হয়েছে।

1645076939833.jpg

1645077002360.jpg

1650197194152.jpg

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিঃ আমি এখানে ভর্তি হয়েছিলাম কারণ আমার কক্সবাজার ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকা ভালো লাগে না। আমি এখানে আমার খুব পছন্দের একটা সাবজেক্ট নিয়ে এমবিএ শুরু করি এবং সফলতার সাথে শেষ করি। আমি এই সাবজেক্ট এবং উক্ত ইউনিভার্সিটিতে পড়া দুইটাই খুবই সাচ্ছন্ধের উপভোগ করি।

102707360_106018667818863_4395676958156644003_n.jpg

আমার অনেক বন্ধুবান্ধব আছে, আমার অনেক ভালো লাগে যখন আমি তাদের আমার মনের কথা শেয়ার করি। আমার পছন্দের রং কালো এবং আমি আমার অবসর সময় বই পড়া, টিভি দেখা এবং সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করতে পছন্দ করি। আমার ধুমপান করা এবং মিথ্যা বলা মানুষগুলাকে অনেক অপছন্দ করি। আমি আমার চারপাশের মানুষগুলার সাথে খুব জমপেশ আড্ডা দিয়ে সময় কাঠাতে পছন্দ করি।
আমার স্বপ্ন হচ্ছে প্রথমত একজন ভালো মানুষ হওয়া। চাকরির পাশাপাশি আমি ডিজাটাল মার্কেটিং করি। আমি চাই আমি একজন সৎ এবং বড়মাপের একজন ডিজিটাল মার্কেটার হই। সময় দিয়ে আমাকে পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

1650197088470.JPEG

আমার শখ এবং আগ্রহঃ আমার খুব উপভোগ্য শখ এবং আগ্রহ নিম্মে বর্ণনা করা হলোঃ

১। ভ্রমণঃ আমার খুব পছন্দের শখের ভ্রমণ প্রধান এবং অন্যতম। আমি সব ধরণের ভ্রমণ পছন্দ করি, যেমন; বাইক ভ্রমণ, কার ভ্রমণ, ট্রেইন ভ্রমণ, প্লেন, জাহাজ, শীপ ইত্যাদি ইত্যাদি, যদিও আমার শীপে করে কোথাও ভ্রমণ করা হয়নি। আমি গ্রুপ ছাড়া এবং কোন ধরণের গাইড ছাড়া ভ্রমণ করতে খুব পছন্দ করি। আমার প্রায়ই নিজেকে অপরিচিত জায়গায় যেকোন ধরণের কঠিন পরিস্থিতিতে ভালো লাগে। ব্যাপার টা আমার কাছে অনেটা থ্রিলি এবং এডভান্সার টাইপের লাগে। আমি সবথেকে বেশি পছন্দ করি বাইকে ঘুরতে এবং বিভিন্ন নতুন নতুন জায়গায় খুব উপভোগ্য সময় কাটাতে। যদিও দীর্ঘ যাত্রা আমার পক্ষে সম্ভব হয়ে উঠে না এবং এটা মাঝে মাঝে খুব ক্লান্তিকর হয় কিন্তু সেটা আমাকে কখনো থামায় রাখতে পারে না। পথমত, আমি আমার মানসিক প্রশান্তির জন্য সবসময় ভিন্ন ভিন্ন জায়গা ঘুরতে পছন্দ করি। দ্বিতীয়ত, আমি নতুন দর্শনীয় স্থান দেখতে এবং বিভিন্ন সংস্কৃতির অন্বেশণ করতে খুব পছন্দ করি। তৃতীয়ত, আমি সুন্দর জায়গায় সুন্দর সময় কাটাতে এবং প্রাকৃতিক আকর্ষণ যেমন; পাহাড়, জলপ্রপাত, বন, লেক, সমুদ্র, মহাসাগর, উপত্যকা ইত্যাদির সৌন্দর্যের প্রশংসা করতে খুব পছন্দ করি।
আমি আমার বন্ধুদের সাথে পাহাড়ে অনেকবার ঘুরতে গেছি। এছাড়াও আমি পুরো বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর স্থান পরিদর্শন করেছি যেমন; কক্সবাজার, রাঙ্গামাটি, কাপ্তাই, সাজেক ভ্যালি, বান্দরবান, সিলেট ইত্যাদি। ভ্রমণের সবচেয়ে মজার দিকটা হচ্ছে, দেশের ইতিহাস সম্পর্কে জানা যায়, সাংস্কৃতিক, প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থান গুলো দেখা, বিভিন্ন জাতির মানুষের সাথে দেখা করা তাদের সাথে কথা বলা, তাদের সাথে মিশার যে একটা অদ্ভুদ সেটা আমি আর কিছুতেই পাই না। তাদের ঐতিহ্য, রীতিনীতি এবং সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শিখা যায়। এক কথায়, ভ্রমণের মাধ্যমে আমি আমার পৃথিবীদর্শন এবং আমার মন প্রসারিত করতে পারি। সামনে পুরা পৃথিবী ঘুরার প্লান আছে, তার মধ্যে উল্লেখযোগ্য; সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, আমেরিকা, কানাডা ইত্যাদির মত সুন্দর সন্দুর দেশগোলা।

1650197088497.JPG

1650197088523.JPG

1650197194047.jpg

1650197194073.jpg

1650197194101.jpg

Screenshot_1.jpg

Screenshot_2.jpg

এই শখ গুলা ছাড়াও আমার আরো অনেক শখ আছে যেগুলা করতে আমি অনেক ভালোবাসি,

-স্বেচ্ছাসেবী, দান করা, দাতব্য কাজ করা।
-খেলাধুলা করা।
-রচনা, গান করা, চিত্রকলা এবং সৃজনশীল কিছু করা।
-রান্না করে খাওয়া, বাগান করা আমার খুব পছন্দ।

আমি যেভাবে Steemit এ আসি বা আমার বাংলা ব্লগের সাথে যুক্ত হইঃ
ইউটিউব দেখতে দেখতে হঠাৎ একটা ভিডিও দেখি Steemit নিয়ে। আগ্রহ নিয়ে দেখি, ভালো লাগে। তার Steemit এ জয়েন করি। Steemit এ জয়েন করার পরে দেখি আমার বাংলা ব্লগ নামের এত্ত সুন্দর প্লাটফর্ম লিখালিখি করার। আমার বাংলা ব্লগে সময় সময় কাটাতে আমার ভিষণ ভালো লেগে যায়। চিন্তা করি আমি কেনো এখনও শুরু করছি না?

আজকে পরিচয় দিয়ে শুরু করলাম। আস্তে আস্তে অনেক অনেক লিখা শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি পাশে থাকবেন।

কৃতজ্ঞতাঃ

এই বিরাট প্ল্যাটফর্মের অংশ হতে পেরে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। আমার খুব খুশি অনুভব হচ্ছে যে, আমি ইউটিউবের মাধ্যমে এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারি। আমি এই প্ল্যাটফর্মে রিতিমত সচল থাকার চেষ্টা করবো এবং আমার লেখনি দিয়ে সবার মন জয় করার চেষ্টা করব। আশা করি সবাই পাশে থাকবেন।

ধন্যবাদান্তে-

মিনহাজুল আবেদীন
কক্সবাজার, বাংলাদেশ।

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। খুব শীঘ্রই আমার বাংলা ব্লগের মডারেটর আপনাকে গাইডলাইন দিবেন। আশা করি খুব শীঘ্রই আপনি আমার বাংলা ব্লগের একজন সদস্য হবেন ধন্যবাদ।

ধন্যবাদ।

 2 years ago 

@mabedin.mac
অনেক সুন্দর ভাবে আপনার পরিচিতি মুলক পোস্ট উপস্থাপন করেছেন। ভালো লাগলো আপনার উপস্থাপনা। তবে
এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না। আপনি আমাদের কমিউনিটি Discord এ জয়েন থাকুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
Discord link : লিংক ঃ https://discord.gg/aePDKkMf

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

 2 years ago 

আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো ভাইয়া আর আপনি অনেক সুন্দর ভাবে আপনার পরিচয় পর্বটি শেয়ার করেছেন। তবে এই মুহূর্তে আমাদের কমিউনিটি তে লোক নেওয়া হচ্ছে না আশা করি আপনি আমাদের কমিউনিটির সবধরনের নিয়মকানুন সম্পর্কে অবগত আছেন।

জী ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68855.28
ETH 2441.78
USDT 1.00
SBD 2.38