ঠিকই বলেছেন আমরা মানুষেরা খুব অদ্ভুত প্রাণী। গিরগিটি এবং আকাশের চেয়েও বেশি রং বদলাতে পারি প্রয়োজন স্বার্থে। এজন্যই তো কবি বলেছেন পৃথিবীটা নাট্যমঞ্চ আমরা সবাই অভিনেতা।।
মানুষ চেনা বড় দায় আর সব সময় ক্ষতি করলে কাছের মানুষগুলাই বেশি করে থাকে এজন্য খুব সাবধানে জীবন ধারণ করতে হবে অনেক ভালো ছিল আপনার লেখাগুলো বাস্তবতা মুখী এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে।।
কথায় তো আছে, মানুষ বদলায় কারনে অকারনে বদলায়।ভাই উনি তো আমার পরিচিতি ছিলো না।ধন্যবাদ