দুধ চিতুই পিঠা আমারও খুব প্রিয়।
গত সপ্তাহে ও খাওয়া হয়েছে।
বিশেষ করে এই পিঠা ভেজানোর সময় যদি খেজুরের গুড় এবং খাটি দুধ দেওয়া হয় তাহলে যেমন লোভনীয় সুগন্ধি আসে তেমন সুস্বাদু হয় খেতে।
আপনার পোষ্টের শেষ ফটোগ্রাফিটি দেখে তো খুবই লোভ হচ্ছে।
নিশ্চয়ই খুব মজা হয়েছিল খেতে।
একদম ঠিক বলেছেন খেজুর গুড় আর খাটি দুধ ব্যাবহার করলে সুগন্ধ আসে এবং খেতে সুস্বাদু হয়।