🏘️🏘️এসো নিজে করিঃম্যাচের কাঠি,পুতি,কটব বার দিয়ে ঘর তৈরি 🏘️🏘️

in আমার বাংলা ব্লগ2 years ago

০৮ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ

১৯ফেব্রুয়ারী , ২০২২ খ্রিস্টাব্দ
২১রজব, ১৪৪৩ হিজরী
সোমবার ❤️❤️
বসন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🏘️🏘️🏘️

1645422362958.jpg

IMG_20220221_104645.jpg

IMG_20220221_104748.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই করে আমাদের মাঝে শেয়ার করে। যেগুলো দেখে আমিও উদ্বুদ্ধ হই সৃজনশীল কোন কিছু করার জন্য। তারই প্রেক্ষিতে আমি আজ প্রধান উপাদান ম্যাচের কাঠি, কটনবার, পুতি এবং পাটকাঠি কাটুন এর উপর সাজিয়ে একটি ঘর এবং তার উপরে চিলেকোঠা প্রস্তুত করেছি। এবং পুতি ব্যবহার করেছি ঘরের চারপাশে এবং ভিতরে আলোকসজ্জার কাজে। ঘরটি খুব সহজেই আমি তৈরি করতে পেরেছি। আশা করছি আমার তৈরিকৃত ঘরটি আপনাদের কাছে ভালো লাগবে।

উপকরণপরিমাণ
১.ম্যাচের কাঠি।
২.কটন বার।
৩.পাটকাঠি।
৪.পুতি।
৫.গ্লু-গান।
৬.স্কেল।

🏘️🏘️

1645419006425.jpg

প্রয়োজনীয় উপাদান হিসেবে প্রথমে আমি বেছে নিয়েছি কিছু ম্যাচের কাঠি, টুকরো পাটকাঠি,এবং কাটুন সাথে ছিল কিছু পুতি।

🏘️🏘️

1645419073986.jpg

শুরুতেই আমি প্রথমে কিছু দিয়াশলাই একটা একটা করে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নিই। তার উপরে পাটকাঠির সাথে গ্লু গান আঠা লাগিয়ে বসিয়ে চরাট তৈরি করি। এভাবে সব গুলো সম্পন্ন হলে নির্দিষ্ট মাপের একটি নিদিষ্ট মাপের কার্টুনের উপর দেয়াল গুলো দৈর্ঘতে দুটি এবং প্রস্থ তে একটি সুন্দর মত গ্লু গান আঠা দিয়ে কাটুন এর উপর বসিয়ে দিই।

🏘️🏘️

1645419131920.jpg

এই ধাপে এসে আপনাদের কে দেখানোর চেষ্টা করেছি ছাদের দৃশ্য।দেয়ালগুলো সব গ্লু গান আঠা লাগানোর পরে নির্দিষ্ট মাপের একটি কার্টুন কেটে নিই, ঘরের ছাদ দেয়ার জন। আপনারা উপরের চিত্রে লক্ষ্য করলে দেখতে পাবেন।

🏘️🏘️

1645419210632.jpg

এই ধাপে এসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ম্যাচের কাঠি দিয়ে বানানো চিলেকোঠা। প্রথমে দুইটা দেয়াল দিয়ে চিলেকোঠার পার্টিশন তৈরি করে, তারপরে কটনবার দিয়ে চিলেকোঠার খুঁটি তৈরি করি। তৈরি করার পরে ঘরের উপরে গ্লু গান আঠা সাহায্যে সুন্দর করে বসিয়ে দিই। চিত্র লক্ষ্য করলে দেখতে পাবেন।

🏘️🏘️

1645419318552.jpg

এই ধাপে এসে সম্পূর্ণটাই আলোকসজ্জার কাজ করেছি। আপনারা চিত্রের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। প্রথমে আমি চার কন্নারে বসানোর জন্য ল্যাম্প তৈরি করেছি। প্রতি কোনায় একটি করে বসিয়ে দিয়েছি। বাউন্ডারি দিয়েছি কটনবারের সাহায্যে। এবং প্রত্যেকটা কুড়িতে একটি করে ল্যাম্প বসিয়েছি।

🏘️🏘️

1645419375359.jpg

আপনারা দেখতে পাচ্ছেন আমি খাপ কেটে ঘরের দরজা তৈরি করেছি। এবং দরজার সামনে কিছু আলোকসজ্জার ব্যবস্থা করেছি। এবং দরজাটি গ্লু গান আঠা সাহায্যে বসিয়ে দিয়েছে। দরজার দুইপাশে প্রতি পাশে আলোর ব্যবস্থা করেছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন।

🏘️🏘️

1645419451469.jpg

এই ধাপে এসে আপনাদের কে দেখানোর চেষ্টা করেছি কটনবার দিয়ে ঘরের গেট তৈরি এবং গেটে বিভিন্ন কালারের পুতি দিয়ে আলোকসজ্জার কাজ।

🏘️🏘️

IMG_20220221_104748.jpg

IMG_20220221_104719.jpg

IMG_20220221_104645.jpg

IMG_20220221_104458.jpg

সম্পন্ন ঘরটি প্রস্তুত করার পরে সুন্দর করে ফটো তুলে কয়েকটি ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি🏘️ আশা করছি আজকের প্রস্তুতকৃত 🏘️ আপনাদের কাছে ভালো লাগবে।

1645422362958.jpg

এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমার আজকের ড্রাই পোষ্ট ম্যাচের কাঠি পাটকাঠি কাটুন এবং কটনবার দিয়ে তৈরি করা ঘর। খুব সহজে ঘরে তৈরি করতে পেরেছি। পূর্বের প্লান্ অনুযায়ী। গ্লু গান আঠা দিয়ে জোড়া লাগানোর কারণে খুব সহজেই পার্টিশন দিতে পেরেছি। আশা করছি আমার তৈরিকৃত ঘরটি, আপনাদের কাছে ভালো লাগবে।🏘️🏘️


[লোকেশন:]

(https://w3w.///commissars.coaxes.comical)


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

বাহ অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি ঘর ।ম্যাচের কাঠি ও পুতি এবং কটমবার দিয়ে খুব সুন্দর করে আপনি ঘরটি তৈরি করেছেন ।এই ঘর তৈরি করতে আপনি অনেক সময় ব্যয় করেছেন সেজন্য এত সুন্দর হয়েছে ।খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার তৈরিকৃত ঘরটি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম আপনার সুন্দর মন্তব্যের জন্য প্রাণঢালা শুভেচ্ছা রইল

খুব সুন্দর হয়েছে ভাইয়া বাড়ির মডেলটি। আমার কাছে অনেক ভালো লেগেছে। উপস্থাপনা টিও অত্যন্ত চমৎকারভবে করেছেন আপনি। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে এটি। এত সুন্দর একটি জিনিস সবাইকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার তৈরিকৃত ঘরের মডেল টি আপনার ভাল লেগেছে শুনে সত্যি আমি অনেক উৎসাহ বোধ করলাম
আপনার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ❤️

 2 years ago 
ওয়াও অসাধারণ চমৎকার,,,
ম্যাচের দিয়ে অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন ভাইয়া। দেখে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি, সত্যি অসাধারণ ছিল। এবং দেখতে অনেক জোস লাগতাছে। এর পাশাপাশি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সত্যি অনেক সুন্দর এবং প্রশংসার দাবিদার আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা জানাই,,,
 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ভবিষ্যতে নতুন কিছু নিয়ে আবারো আপনাদের মাঝে হাজির হব
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে ‌ম্যাচের কাঠি পুতি কটব বার দিয়ে ঘর তৈরি করেছেন। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ভাবে একটি ঘর তৈরী করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সত্যি ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে অনেক উৎসাহ বোধ করছি আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ❤️❤️

 2 years ago 

ভাই আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আপনার এই কাজটি সত্যিই মুগ্ধকর। অসাধারণ দক্ষতার সাথে সম্পন্ন করেছেন আপনি প্রত্যেকটি ধাপ এবংফাইনালি ঘরটি তৈরি হওয়ার পর দেখতে অসাধারণ লাগছে।ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ঘর তৈরি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি আমার পোস্টটি দেখে এবং বর্ণনা পড়ে খুব সুন্দর মন্তব্য করেছেন সত্যিই আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো আমার আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ❤️❤️

 2 years ago 

ঘরের মডেল টি খুবি সুন্দর হয়েছে ভাইয়া। কাঠি, পুতি, কটনবার্ড দিয়ে আপনি খুব সুন্দর একটি ঘর তৈরি করেছেন। আপনি কঠোর পরিশ্রম ও সময় ব্যয় এর মাধ্যমে খুব সুন্দর একটি সৃজনশীল দক্ষতা প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যটি পেয়ে আমি অনেক উৎসাহ বোধ করছি ভবিষ্যতে নতুনত্ব কিছু করার আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো

 2 years ago 

মেসের কাঠি দিয়ে এত সুন্দর একটি ঘর তৈরি করেছেন ওয়াও আমি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছি। এটি অনেক পরিশ্রম এবং ধৈর্যের একটা কাজ ছিল আপনার এই ক্রছয়েটিভিটি দেখে সত্যিই আমি মুগ্ধ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্টটি পড়ে আপনি উৎসাহমূলক মন্তব্য পেশ করেছেন সত্যিই আপনার মন্তব্যটি পেয়ে আমি অনেক আনন্দিত আপনার জন্য ভালোবাসা রইলো ❤️❤️

 2 years ago 

ম্যাচের কাটি দিয়ে অনেক সুন্দর একটি ঘর তৈরি করেছেন, অনেক সুন্দর একটি আইডিয়া বের করেছেন, পোস্টি দেখে অনেক কিছু আইডিয়া পেলাম, উপস্থাপনাও অনেক সুন্দর ছিলো, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম ভবিষ্যতে নতুনত্ব কোন কিছু করার আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🌹🌹

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60289.82
ETH 3304.15
USDT 1.00
SBD 2.42