''DIY এসো নিজে করি''ম্যাচ বক্স দিয়ে ড্রেসিং টেবিল তৈরি (10% beneficiary @shy-fox)
১৩কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
২৯অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
২১রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
শনিবার
হেমন্তকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের ড্রাই, ম্যাচ বক্স দিয়ে ড্রেসিং টেবিল তৈরি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ
★ম্যাচ বক্স
★রঙিন পেপার
★গ্লু গান আঠা
★কেচি
★পুতি
★কার্টুন
★পাটকাটি
ধাপ০১
প্রথমে আমি বাজার থেকে ১০ টা ম্যাচ বক্স কিনে আনি।এর পর পাঁচ টা বক্স বারুদ মুক্ত করে নিই।
ধাপ০২
এর পর গ্লু গান আঠা দিয়ে চারটি ম্যাচ বক্স প্রস্থ পিঠে একত্রিত করে নিই।
ধাপ০৩
এর পর প্রস্থ পিঠে উপরের দিকে আর একটি ম্যাচ বক্স আড়াআড়িভাবে আঠা দিয়ে সংযুক্ত করে দিই।
ধাপ০৪
পাটকাটি কেটে নিদিষ্ট মাপে কেটে নিয়ে পায়া হিসাবে নিচে লাগিয়ে দিই।
ধাপ০৫
এবার সম্পন্ন ম্যাচ বক্স এর সমান প্রস্থ নিয়ে কাটুন কেটে আঠা দিয়ে বসিয়ে দিই
ধাপ০৬
এবার কাটুন কেটে আয়না রেক রাখার জায়গা এবং পিছনের পাটিশন তৈরি করি।
ধপ০৭
এবার পাটিশন পিছনে আঠা দিয়ে লাগিয়ে দিই।
ধাপ০৮
এবার ড্রসিং টেবিলের সৌন্দর্য বাড়ানোর জন্য ম্যাচ বক্সের উপর দিয়ে সবুজ পেপার আঠা দিয়ে লাগিয়ে দিই।
ধাপ০৯
এবার ড্রেসিং টেবিলের উপর বসানোর জন্য রেক বানাই।
ধাপ১০
রেকের সৌন্দর্য বাড়ানোর জন্য রঙিন পেপার আঠা দিয়ে লাগিয়ে দিই।
ধাপ১১
ডয়ারের সৌন্দর্য বাড়ানোর জন্য রঙিন পেপারে মুরিয়ে দিই।
ধাপ১২
এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন ডয়ারের হাতল হিসাবে গ্লু গান এর আঠা দিয়ে পুটি বসিয়ে দিয়েছি
ধাপ১৩
ড্রেসিং টেবিলের সৌন্দর্য আাড়ানোর জন্য রেক বরাবর আঠা দিয়ে দুইটা বড় পুতি বসিয়ে দিই।
ধাপ১৪
পুতি বসানোর পর ড্রেসিং টেবিলের ভিউ।
ধাপ১৫
***সম্পন্ন কাজ শেষ হওয়ার পর ড্রসিং টেবিলের বিভিন্ন সাইডের ভিউ। ***
শেষধাপ
এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমার আজকের ড্রেসিং টেবিল বানানো আশা করছি আপনাদের ভালো লাগবে।
লোকেশন:
https://w3w.co///adamant.spasmed.showerhead
ম্যাচ বক্স দিয়ে ড্রেসিং টেবিল তৈরি করেছেন দারুন হয়েছে ভাই আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ম্যাচ বক্স দিয়ে আপনি খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল তৈরি করেছেন। এটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি কখনো ভাবিনি যে ম্যাচ দিয়ে এত সুন্দর একটি ড্রেসিং টেবিল তৈরি করা যায়।আপনি খুবই সুন্দর ভাবে থাকে তাকে উপস্থাপন করেছেন। যা থেকে এটা সবাই শিখতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ হয়েছে ভাই টেবিলটি। এই টেবিলটি আপনি আমার কাছে বিক্রি করতে পারেন আমি কিছু মনে করব না। প্রত্যেকটি থামি দক্ষতার সাথে উপস্থাপন করেছেন যেটি প্রশংসনীয় কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাই বিক্রি তো হবে না ঠিকানা দেন পাঠিয়ে দিব।
আমি আরো খুশি আপনি আমাকে উপহার স্বরুপ পাঠিয়ে দিবেন। হাহা
😍😍😍
বাহ খুব সুন্দর টেবিল বানিয়েছেন তো।আপনি ম্যাচ দিয়ে টেবিল বানিয়ে ফেলেছেন আর এদিকে আমার বই পড়ার একটা টেবিল পাচ্ছি না মেসে।আমাকে গিফট করে দিলে রাগ করবো না 🤗
এই টেবিলটি আপনি আমার কাছে বিক্রি করতে পারেন আমি কিছু মনে করব না।
ঠিকানা দিয়েন পাঠিয়ে দেওয়া হবে।😁😁😁
সামান্য ম্যাচ বক্স দিয়ে কত কিছুইনা তৈরি করা সম্ভব ।ম্যাচ বক্স দিয়ে আপনার ড্রেসিং টেবিল তৈরির মাধ্যমে খুব সুন্দর সৃজনশীলতার প্রকাশ পেয়েছে। ড্রেসিং টেবিল টা অনেক সুন্দর হয়েছে দেখতে। শুভকামনা রইল আপনার জন্য।
এই টেবিলটি আপনি আমার কাছে বিক্রি করতে পারেন আমি কিছু মনে করব না।
খুব সুন্দর একটি অংকন করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
😇😇😇😇😇😇
এই ভাবে আনদাজে কমেন্ট করা বন্ধ করুন। আগে পোস্ট পরুন তার পর কমেন্ট করুন।
নয়লে রিপোর্ট করতে বাধ্য হব।
ফায়ার বক্স দিয়ে এত সুন্দর ড্রেসিং টেবিল তৈরি করেছেন। যেটা একজন দক্ষ মানুষের হাতের ছোঁয়া ছাড়া সম্ভব না আসলে আপনি অনেক দক্ষ একজন মানুষ।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ওয়াও আমিতো প্রথম সত্যি ভেবেছি পরে দেখি এটি ম্যাচ দিয়ে বানিয়েছেন। সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ। অনেক সুন্দর করে বানিয়েছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
কি বলবো ভাই!! অসাধারন ক্রিয়েটিভিটি।আপনার কাজ দেখে অবাক হয়ে গেলাম। ম্যাচেরবক্স দিয়ে তৈরি ড্রেসিং টেবিলটি সুন্দর হয়েছে অনেক। একদম বাস্তব ড্রেসিং টেবিলের মতো লাগছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া এত্ত কিউট হয়েছে ড্রেসিং টেবিলটি। আমার সাধ্য থাকলে নিয়ে নিতাম হাহা। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।