নদী ও নৌকার দৃশ্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আশা করি সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহে এই মহামারী দিপদের মধ্যেও আপনারা সবাই ভালো আছেন।
আজ আমি যে পোস্টটি করেছি এটি আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদীর শাখা নদীর চিত্র বিশেষ। আশা করি চিত্র গুলো আপনাদের ভালো লাগবে।


IMG_6878.JPG

https://w3w.co/interestingly.portrait.stigmas

আপনি দেখতে পাচ্ছেন একটি ছই যুক্ত ডিঙি নৌকা নদীতে খুটির সাথে বাঁধা আছে। ছবিতে আপনি ভালো করে লক্ষ করলে দেখতে পাবেন গুরি গুরি বৃষ্টি হচ্ছে।নৌকার মধ্যভাগে সাদা কাগজের ছই দেওয়া আছে। ছই এর মাধ্যমে রোদ ও বৃষ্টি থেকে সুরক্ষা নিশ্চিত করা যায়।মাছ ধরা ও নদী পারাপারের জন্য ব্যবহার করা হয়।


IMG_6746.JPG

https://w3w.co/interestingly.portrait.stigmas

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী কবিতায় বলেছিলেন আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। এখন যদিও আষাঢ় মাস না তবুও নদী এখন পানিতে থই থই করছে। নদীর দুই কূলে পানি উঠেছে ডুবে গেছে ফসল ও ঘর।সব মিলে নদীর মাঝে ঘর দেখতে অনেক সুন্দর।


IMG_6745.JPG

https://w3w.co/interestingly.portrait.stigmas

উপরের ছবিতে আপনি দেখাতে একটি মাছ ধরা ট্রলার নদীর তীরে বাঁধ আছে। আপনি লক্ষ করলে দেখতে পাবেন ট্রলারটিতে ছই বাধানো আছে।এবং উপরে শুকাতে দেওয়া আছে সোনালী আঁশ পাট এর পাটকাটি।পানি এখন লোকালয়ের কাছাকাছি প্রায়।


IMG_20210823_175638.jpg

https://w3w.co/interestingly.portrait.stigmas

আপনি দেখতে পাচ্ছেন নদীতে সূর্য ডোবাট দৃশ্য অনেক মনোমুগ্ধকর। সূর্যর কিরণ পানিতে পড়ে ঝিকিমিকি করছে।চারিপাশে অন্ধকার নেমে এসেছে।

Sort:  

অনেক সুন্দর লিখেছেন ভাই। নদীর তীরে ঘুরতে আমারও অনেক ভাল লাগে । আমিও মাঝে মাঝে নদীর তীরে যাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56775.06
ETH 2345.64
USDT 1.00
SBD 2.36