স্বাদে ভরপুর 😋😋খাসির মাংস ভুনা 😋😋
৬আষাঢ় , ১৪২৯ বঙ্গাব্দ
১৮জুন, ২০২২ খ্রিস্টাব্দ
১৭জ্বিলকদ, ১৪৪৩ হিজরী
শনিবার।
গ্রীষ্মকাল ।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
👨🍳🍲😋
👨🍳🍲😋
সম্মানিত সহযোদ্ধা বন্ধুবর আশা করছি আপনারা সবাই ভাল আছেন ❤️আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি আলু দিয়ে সুস্বাদু খাসির মাংস ভুনা রেসিপি। আমি যে বাসায় ভাড়া থাকি গতকালকে সেই বাসার মালিকের ছোট ছেলের আকিকা ছিল। বড় বড় দুটি খাসি কেটে সবার মধ্যে মাংস বিলিয়ে দিয়েছে। আমরা যেহেতু তার বাসার ভাড়াটিয়া তাই তিনি আমাদের জন্য ও কিছু মাংস আলাদা করে রেখে দিয়েছে আমাদেরকে। সেই মাংসের রেসিপি আজ আপনাদের মাঝে তুলে ধরব। বরাবরের নেয় আজও আমার রুমমেট রেসিপি প্রস্তুত করতে সব ধরনের সহায়তা আমাকে করেছে, যার জন্য রেসিপিটি খুব দ্রুত এবং সুন্দর করে প্রস্তুত করতে পেরেছি। দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল😋 তাহলে চলুন এবার রন্ধন শুরুকরি। |
---|
উপকরণ | পরিমাণ |
---|---|
খাসির মাংস | ১ কেজি। |
পিয়াজ,মরিচ | পরিমাণমতো। |
আদা,রসুন | পরিমাণমতো। |
আলু ছোট | ৬ টা। |
মরিচের গুঁড়ো | ৫ চা চামচ। |
ধনিয়া,হলুদের গুড়া | ২চা চামচ। |
তেল ⛽ | পরিমাণমতো। |
লবণ | স্বাদমতো। |
এলাস,জিরা,দারদিনি | পরিমাণমতো। |
মাংসের মসলা | ৩চা চামচ। |
প্রয়োজনীয় উপাদান
প্রয়োজনীয় উপাদান
প্রয়োজনীয় উপাদান হিসেবে প্রথমে আমি মাংস সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে পর্যাপ্ত পরিমাণ পিয়াজ মরিচ রসুন আদা এবং প্রয়োজনীয় মশলা একত্র করে নিয়েছি। এবং কিছু আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ভাগ্য ভালো যে ভালো একটা রুমমেট পেয়েছি সেই সব সময় কাটাকুটা এবং বাটার কাজ করে থাকে। যার জন্য রেসিপিটা প্রস্তুত করা আমার জন্য খুবই সহজ হয়ে যায়। |
---|
কষানো মসলা
কষানো মসলা
রেসিপি প্রস্তুত করার জন্য সব ধরনের উপাদান সংগ্রহ করার পরে গ্যাসের চুলা টি অন করে তার ওপরে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এবং পূর্বে প্রস্তুত করে রাখা সব ধরনের মসলা তেলের উপর দিয়ে ভালো করে ভুনা করে নিয়েছি। |
---|
কষানো মসলার সাথে মাংস কষানো হচ্ছে
কষানো মসলার সাথে মাংস কষানো হচ্ছে
এবার কষানো মসলার মধ্যে পূর্বে প্রস্তুত করে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে মসলা এবং মাংস একসঙ্গে কষাতে থাকি। |
---|
মাংস কষানো হচ্ছে
মাংস কষানো হচ্ছে
যেহেতু তাপমাত্রা বেশি রেখে মাংস কষানো হচ্ছে মসলার মধ্যে। সেহেতু খেয়াল রাখতে হবে যেন মসলা মাংস পাতিলের তলায় লেগে না যায়। এজন্য ঘনঘন নাড়া দিতে হবে। এবং কষানো মসলায় এবং মাংসের মধ্যে পানির পরিমাণ ঠিক রাখতে হবে। যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে। |
---|
রান্না চলছে🍲
রান্না চলছে🍲
প্রায় 15 থেকে 20 মিনিট এভাবে মসলা এবং মাংস কষানো পরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর কালার ফুটে উঠেছে এবং মাংস দিয়ে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। এসময় আমি লবণের স্বাদটা দেখে নিই এবং লবণ কম বেশি করে দিয়ে পুনরায় আবার নাড়তে থাকি। এখনো মাংস ভালো মতো সিদ্ধ হয়নি। |
---|
মাংসের মধ্যে আলুর মিশ্রণ
মাংসের মধ্যে আলুর মিশ্রণ
এই ধাপে এসে আমি ভালো করে দেখে নিয়েছি মাংস সিদ্ধ হয়েছে। এবং খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছিল😋 তখনই একটা একটা করে তুলে খেতে শুরু করে দিয়েছিলাম😋 এ পর্যায়ে আমি পূর্বে হালকা ভেজে রাখা আলুর টুকরাগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি যা আপনারা ফটোতে লক্ষ্য করলে দেখতে পাবেন। |
---|
ফাইনালী সব ধরণের মসলা মিশানো এবং রন্ধনপ্রণালীর শেষ ধাপ
ফাইনালী সব ধরণের মসলা মিশানো এবং রন্ধনপ্রণালীর শেষ ধাপ
ফাইনালি জিরা এবং দারচিনি এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি মাংসের মধ্যে এটাই শেষ ধাপ। এবং লবণের স্বাদটা চেকে নিয়েছি কারণ লবণ এর ব্যাপারে আমি খুবই সর্তকতা অবলম্বন করি। লবণ বেশি হলে যেমন খেতে তেতো লাগে কম হলেও তেমন খেতে সুস্বাদু হয় না। রেসিপি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও সুস্বাদু হয়েছিল।😋😋 |
---|
পরিবেশন 😋😋
পরিবেশন 😋😋
রেসিপির প্রস্তুত প্রণালি শেষ করে চুলা থেকে নামিয়ে আলাদা একটি পাত্রে ঢেলে দেই। এবং বাটিতে কিছু টুকরা মাংস দিয়ে ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে পরিবেশন করলাম। আসলে রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল ঘরোয়া পদ্ধতিতে প্রস্তুত করলে সব সময়ে সুস্বাদু হয়ে থাকে। বিশেষ করে অনেকদিন পরে খাসির মাংসের রেসিপি প্রস্তুত করলাম। এই জন্য খাবার প্রতি খুবই আগ্রহ ছিল। আসলে রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল অনেক দিন পরে খাসির মাংস খুব মজা করে খেয়েছি। সকালে খেয়েছিলাম সাদা ভাত দিয়ে এবং রাতে ভুনা খিচুড়ি প্রস্তুত করে খাসির মাংসের সাথে খেয়েছি। খুবই মজা করে ছুটির দিন পার করতে পেরেছি স্পেশালি খাসির মাংসের জন্য। |
---|
আনাস বাবু❤️
আনাস বাবু❤️
যার জন্য এত আয়োজন যার জন্য আমাদের পেট পুরে খাসির মাংস খাওয়ার সৌভাগ্য হলো এটি হচ্ছে সেই আনাস বাবু যার বয়স এখন 2 মাস দু'বছর। তার বাবা-মা ঠিক করেছে তারা আকিকা দেবে তাই তো বাজার থেকে বড় বড় দুটি খাসি কিনে এনে বাড়িতে কেটে সবার মাঝে মাংস বিলিয়ে দিয়েছে, তার কল্যাণ কামনার জন্য। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে। আমিও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আনাস বাবু জেনো সবসময়ই ভালো থাকে সুস্থ থাকে এবং ভবিষ্যতে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল রাখতে পারে। |
---|
লোকেশন:
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
স্বাদে ভরপুর খাসির মাংস ভুনা ঠিক বলেছেন। আপনার রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া 🥀
জি ভাইয়া ঠিকই বলেছেন স্বাদে ভরপুর হয়েছিল খাসির মাংস ভুনা আপনাদের জন্য এক বাটি পরিবেশন করে রাখছি বেশি লোভ হলে খেয়ে নিয়েন
আপনার খাসির মাংস রান্না দেখেই বোঝা যাচ্ছি স্বাদটা দারুন হয়েছে। খুব যত্ন সহকারে প্রতিটা ধাপের ছবি শেয়ার করেছেন। আনাস বাবু জন্য শুভকামনা রইলো। সুস্থ ও সুন্দর হোক তার আগামী দিনের পথচলা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি সুন্দর মত পর্যবেক্ষন করে সুন্দর একটি মন্তব্য করার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া রইল
উমমম,তখন কয়টাই বা বাজবে!ওই বড়জোর সকাল ১০ টা বা তার আশেপাশে।গতকালও এক আপু খাসির মাংস রেসিপি শেয়ার করেছিল।
আর আজ আপনি।বলি,হচ্ছেটা কি?মেসে থাকি বলে এই খাসির মাংস চোখেই দেখিনা আর আপনারা একের পর এক সেই খাসির মাংসের রেসিপিই শেয়ার করে যাচ্ছেন🥺।
দেখেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার নাজানি খেতে কতটা স্বাদের হয়েছে!উপস্থাপনা-ফটোগ্রাফি ভালো ছিল।শুভ কামনা জানাই🌸
ব্যাচেলর লাইফের খাবার যখন যেটা ভালো লাগে তখনই সেটা প্রস্তুত করে ফেলি রেসিপিটি সম্পর্কে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার এই খাসির মাংসের রেসিপি তৈরি। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার খাসির মাংসের রেসিপি তৈরি। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
খাসির মাংসের রেসিপি প্রস্তুত প্রণালি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম আসলে সবসময় চেষ্টা করি ভাল কোন কিছু আপনাদের মাঝে তুলে ধরার ধন্যবাদ আপনাকে
আনাস বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল। তবে যাইহোক আপনি অনেক সুন্দর ভাবে খাসির মাংসের রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খাসির মাংসের রেসিপির কালার দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। লোভনীয় এই রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
খুবই ভালো লাগলো ভাইয়া আপনি আনাস বাবুর জন্য খুব সুন্দর দোয়া করেছেন আসলে রেসিপিটি ও খেতে অনেক মজা হয়েছিল খাসির মাংস বলে কথা
খাসির মাংস আমার কাছে খুবই ভালো লাগে। খাসির মাংস খেতে অসম্ভব ভাল এবং সুস্বাদু হয়। আপনার রেসিপি টা দেখে খুবই লোভনীয় লাগছে ভাইয়া। জিভে জল আসার মত একটি রেসিপি ছিল ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ মজার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।।
আপনার মত আমারও খাসির মাংস খুবই ফেভারেট তাইতো সুযোগ পেয়ে রেসিপিটি প্রস্তুত করে ফেললাম আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ
বাহ এখন দেখছি সবাই খাসির মাংসের রেসিপি শেয়ার করছে। খাসির মাংসের রেসিপি দেখতে ভালো লাগে। অবশ্য খেতে পারলে আরেকটু বেশি ভালো লাগতো 🤓। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর রেসিপি টা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
শুভেচ্ছা নিবেন।
অবশ্যই খেতে খুবই সুস্বাদু হয়েছিল এজন্য আপনাদের জন্য এক বাটি পরিবেশন করে রাখছি ধন্যবাদ আপু রেসিপিটি সম্পর্কে সুন্দর মন্তব্য করার জন্য
আপনি খাসির মাংস ভুনার রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ রেসিপিটি সুন্দর মত পর্যবেক্ষন করে খুবই সুন্দর এবং উৎসাহ মূলক একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য রেসিপি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপনাকে
খাসির মাংসের রেসিপি দেখে তো জিভে জল চলে এসেছে ভাইয়া। খাসির মাংস আমার খুবই ভালো লাগে খেতে। রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আসলে আপু দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে রেসিপিটি খেতেও তেমন সুস্বাধু হয়েছিল খুব মজা করে আমি এবং আমার রুমমেট খেয়েছি দুদিন ধরে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য
খুবই মজাদার একটি মাংস রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন খাসির মাংস পছন্দ করেনা এরকম মানুষ খুব কমই আছে। ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি পছন্দের এ ধরনের রেসিপি। শেয়ার করার জন্য ধন্যবাদ।
একথা ঠিক যে খাসির মাংস পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না কিন্তু রান্নার উপর ডিপেন্ড করে সেটা খাব কি খাব না ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য