বাংলা কবিতা 🗒️বাংলা ভাষা🇧🇩🇧🇩

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

০৩ফাল্গুন , ১৪২৯ বঙ্গাব্দ

১৬ফেব্রুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
২৩রজব , ১৪৪৪ হিজরী
বৃহস্পতিবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষায় কথা বলা জনগণের গৌরবোজ্জ্বল ও রক্তাক্ত একটি দিন। এই দিনটি হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।বাংলার জনতার ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন হিসেবে পরিচিত হয়ে আছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী ছাত্র জনতার ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তাজা প্রাণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম শহীদ হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ নাম না জানা আরো অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে বাংলায়। ১৭ নভেম্বর ১৯৯৯ সালে জাতিসংঘ কর্তৃক বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলা ভাষায় কথা বলি বাংলাকে বুকে লালন করি। বাংলায় হাসি বাংলায় কাঁদি বাংলায় করি গান মায়ের ভাষায় কথা বলার আনন্দ অন্য রকম। যাহোক ভাষার মাসে ভাষা এবং ভাষা শহীদদের স্মরণে কবিতাটি রচনা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png


বাংলা ভাষা🇧🇩🇧🇩

বাংলায় মোরা কথা বলি

বাংলায় গাই গান।
বাংলা মোদের মায়ের ভাষা
বাংলায় মোদের প্রাণ।


অনেকেই বলে ইংরেজি নাকি
সব ভাষার থেকে সেরা।
অটুট হয়ে তবুও বাংলা
মোর হৃদয়ে ঘেরা।


এ ভাষাতে আসে ভেসে
কৃষক মাঝির গান
এ ভাষাতে মিশে আছে
লালান,নজরুল,রবী ঠাকুরের গান।


এ ভাষাতে আমি মা কে
ভালোবাসা শুধাই।
এ ভাষাতে শত আবেগ ঘেরা
রয়েছে মায়ের পরশ।


এ ভাষাটা মুখের বুলি
গরভীত হয় বুক।
নিজের দেশে মায়ের ভাষা
মেটায় মনের সুখ।


বাংলা মোদের মায়ের ভাষা
পুরায় মনে গহীন আশা,
কান্না হাসি এই বুলিতে
ভেসে আসে নিত্য গীতে।


'মা' বলতেই মায়ের হৃদয়ে,
নিদাঘ মায়ার ছায়া বুনে,
শিশুর মুখে চুমোয় ভরে
চাঁদের হাসি হার মানে।


মায়ের ভাষায় কথা বলি,
ভূমি স্বাধীন আমীাও স্বাধীন,
মায়ের ভাষায় মা'কে ডাকি
মাতৃভূমির মায়ায় পড়ি।


ফাগুন এলেই হাওয়ার মিলে,
কত ফল্গুণ বহায় প্ৰাণে!
ভাষাশহীদ মিলে সমস্বরে
প্রতিবাদ তুলে রাজপথে ।


মায়ের ভাষা আমার ভাষা
বিশ্বজয়ী মোদের বাংলা ভাষা,
শিশুর কন্ঠে মিষ্টি সুরে
বাংলা ভাষার হয় না উপমা।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অসাধারণ অসাধারণ অসাধারণ 🙏
অনেক ভালো লেগেছে ভাইয়া।
বাংলা ভাষাকে সম্মান জানিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। অনেক ভালো লেগেছে।
এতো সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাংলা ভাষা বুকে ধারণ করে লালন করে পালন করি সেই বাংলা ভাষায় কথা বলে আসলে মায়ের ভাষায় কথা বলার শান্তিটাই অন্যরকম ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম কবিতাটি

 2 years ago 

একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলনের কথা মনে পড়লে শরীরের লোমগুলো শিহরিত হয়ে ওঠে।অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি।সেই ভাষা আন্দোলনের মাস হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাস।ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের মনের মধ্যে ভিন্ন ধরনের একটি অনুভূতি কাজ করে।সেই ভাষা শহীদদের কথা স্মরণ করে।আপনি অনেক সুন্দর করে বাংলা ভাষা নিয়ে একুশে ফেব্রুয়ারির সুন্দর একটি কবিতা লিখেছেন অনেক ভালো হয়েছে কবিতাটি।

 2 years ago 

তাজা রক্ত এবং প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই ভাষা সত্যি মায়ের ভাষায় কথা বলতে পেরে আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি।। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে সাথে থাকার জন্য

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা বাংলা ভাষা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করে যাচ্ছি সব সময় নিজের মতো করে সাবলীল এবং ভদ্র ভাষায় কবিতাগুলো লিখি আপনাদের মাঝে তুলে ধরার জন্য কবিতা আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

ফেব্রুয়ারি মাস আমাদের স্বাধীনতার অনুপ্রেরণার মাস। যে মাসে মাতৃভাষার জন্য একদল তরুণ সমাজ মৃত্যুবরণ করেছে তাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করি। বাংলা ভাষাকে নিয়ে দারুন এক স্মৃতিকথা শব্দ চয়ন করেছেন যেগুলো সব সময় স্মরণ করার চেষ্টা করি।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপনিই ফেব্রুয়ারি মাস আমাদের স্বাধীনতার অনুপ্রেরণার মাস টগবগে যুবকদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই বাংলা ভাষা তাদের জন্য রইল শ্রদ্ধা।।

 2 years ago 

বাংলা ভাষা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। পড়ে ভাল লাগলো।বাংলা ভাষার জন্য অনেক অনেক তাজা প্রান নিঃশেষ হয়েছে। সেই ভাষা সবচাইতে দামী আমার মায়ের মুখের ভাষা। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি বাংলা ভাষায় সব থেকে দামি বাংলা ভাষা মানে মায়ের মুখের ভাষা আর এই ভাষায় কথা বলতে পেরে আমরা সবাই খুশি ধন্যবাদ মন্তব্য করার জন্য

 2 years ago 

একুশে ফেব্রুয়ারি আমাদের নিকটে। আর আমরা সকলেই জানি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে দিনটিকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আর এই দিনটিকে পাওয়ার জন্য বাংলার দামাল ছেলেরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল মাতৃভাষাকে রক্ষার্থে। আপনি আজকে মহান একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করে দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে উপহার দিয়েছেন দেখে আমার খুব ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাষার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি তাদের জন্য আজ আমরা মুক্ত স্বাধীন ভাষায় কথা বলতে পারছি।। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ঋ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 92022.75
ETH 2504.18
USDT 1.00
SBD 0.67