এলোমেলো ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ20 days ago

৩০জৈষ্ঠ্য , ১৪৩১ বঙ্গাব্দ

আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।



চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। যদিও এই পোস্টটি গতকালকে করার কথা ছিল। তবে নেট সমস্যার জন্য গতকালকে আর পোস্ট করা হয়নি। তাই সকাল সকাল পোস্ট করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। চেষ্টা করি সব সময়ই ভালো ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য। ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি ভালো ভালো ফটোগ্রাফি গুলো সবার সাথে শেয়ার করে সৌন্দর্য টা সবাইকে দেখানোর বিষয়টা অনেক ভালো লাগে। সেই সাথে অন্যের ফটোগ্রাফি দেখে সৌন্দর্য উপভোগ করতে তো আরো বেশি ভালো লাগে। আর সব থেকে মজার ব্যাপার হল অন্যের ফটোগ্রাফি থেকে আমি সব সময় চেষ্টা করি আমার নিজের ফটোগ্রাফির স্কিল টা বাড়িয়ে নেয়ার জন্য। যাইহোক এবার পর্যায়ক্রমে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240615_215419.jpg


সামনে আসছে বর্ষাকাল আর এখন তো কদম গাছে ফুল ফুটে থাকবে। যেমন সৌন্দর্য ছড়াবে সুগন্ধিটাও মোটামুটি অনেক সুন্দর। অনেকদিন হলো এই কদম ফুলের সুবাস বা কদম ফুল হাতে ধরা হয় না। আমার ফুলবাগানের পাশে একটি ছোট্ট কদম গাছ রয়েছে সেখানে এবার কিছু ফুল এসেছে। তো সেখান থেকেই কিছু ফুল ভেঙে হাতের উপর নিয়ে ফটোগ্রাফি করা হয়েছে। সবুজ পাতার আড়ালে মিষ্টি কালারের কদম ফুলে সৌন্দর্যগুলো সত্যি অসাধারণ। আমার কাছে তো বেশ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে ও কদম ফুল ভালো লাগে।


IMG_20240615_215607.jpg


অনেক জায়গায় অনেক রকমের সৌন্দর্য আমরা দেখে থাকি। তবে সব সৌন্দর্য কিন্তু প্রাকৃতিক নয় কিছু কিছু মানুষ সৃষ্ট বা অটোমেটিক্যালি মানুষের চলাফেরা বা পশু পাখি চলাফেরার কারণে হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কচু পাতার ওপরে একটি পাখির পালক। হঠাৎ করে আমার বাড়ির আঙিনায় এমন দৃশ্য দেখে আমিও ফ্রেমবন্দি করে রাখলাম। সবুজ পাতা কালো সাদা পাখির পালক দেখতে কিন্তু খারাপ না।

IMG_20240615_215731.jpg


উপরেতে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি আসলে এক ধরনের উদ্ভিদ যেগুলো স্যাতসেতে জায়গা বা রাস্তার ধারে হয়ে থাকে। সাধারণত ছোট ছোট গাছ হয় লতার মত বেশ হলে ছোট ছোট সবুজ পাতা একদম মাথায় গিয়ে এই ছোট্ট লাল ফুলটি ফুটে থাকে। এই ফুলটি ও আমার ফুলবাগানের আঙিনা থেকে ফ্রেম বন্দি করা। আসলে কিছু কিছু সৌন্দর্য মাঝে মাঝে আমাদেরকে মুগ্ধ করে দেয় যেগুলো আসলে আপনা আপনি প্রাকৃতিকভাবে হয়ে থাকে।

IMG_20240615_215527.jpg


উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন আমাদের সবার পরিচিত এবং প্রিয় গোলাপ ফুল। এটি হলো মিষ্টি গোলাপ। এখন একরকম দেখা যাচ্ছে কয়েকদিন পরে আবার এর রূপ চেঞ্জ করে অন্যরূপ ধারণ করবে। মূলত এই গোলাপ ফুলটির নাম হাজারী গোলাপ বা বহুরূপী গোলাপ বলা হয়। করি অবস্থা থেকে ঝরে যাওয়া আগ পর্যন্ত প্রায় ছয় থেকে সাতটা কালার ধারণ করে। বলতে পারেন আমার ফুলবাগানের মূল আকর্ষণ হল এই গোলাপ ফুলটি। গতকালকে এই ফটোগ্রাফি করেছিলাম আজ আপনাদের মাঝে তুলে ধরলাম।


IMG_20240615_215240.jpg


জবা ফুল আমার খুবই প্রিয়। আমার ফুল বাগানে পাঁচ ছয় রকমের জবা ফুলের গাছ রয়েছে। জবা ফুলের বিশেষত্ব হল এটি বারোমাসি সৌন্দর্য ছড়ায়। আমার ফুলবাগানে আমি দেখেছি সব সময় একটা নয় একটা কালারের জবা ফুলের সৌন্দর্য থেকেই যায়। উপরে দেখতে পাচ্ছেন সাদা জবাব। পাঁচটা পাপড়ি একটি শেষযুক্ত ফুলের সৌন্দর্য প্রতিনিয়তই আমাকে মুগ্ধ করে। আশা করছি আপনাদের কাছেও ভাল লাগবে।


IMG_20240615_215032.jpg


হাসনাহেনা ফুল এর সুগন্ধীর জন্য আমাদের সবার পরিচিত এবং প্রিয়। এখন হাসনাহেনা ফুল ফুটে সারা গাছ পরিপূর্ণতা পেয়েছে। সেই সাথে সন্ধ্যা থেকে নিয়ে ভোর রাত অব্দি একাধারে সুগন্ধি ছড়িয়ে দেয়। পুরো আঙিনা দিয়ে এত ভালো লাগে সুগন্ধি টা যা আসলে বলে বোঝানোর নয়। দেখতে পাচ্ছেন ধোকা তোকা ঝংকার মত ফুল ফুটে রয়েছে। আশা করছি ফুলের সুগন্ধি এবং ফুল আপনাদের কাছেও ভালো লাগে। তো যাই হোক এরই মধ্য দিয়ে আমার আজকের ফটোগ্রাফি পোস্টের ইতি টানছি। আশা করছি সবগুলো ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন


ডিভাইসঃ Redmi Note 5



break .png

Banner.png

|| [আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 20 days ago 

দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। গোলাপ ফুল তো আমার প্রিয় তালিকায় রয়েছে কিন্তু কদমফুলও কিন্তু আমার অনেক পছন্দের। অনেকদিন পর আপনার ফটোগ্রাফি পোস্টে কদম ফুলের ফটো দেখে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 20 days ago 

আপনার নিজের যে এত সুন্দর ফুলের বাগান আছে আগে জানতাম না ভাইয়া। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে একটি গাছে হাজারো রকমের গোলাপ ফুল ফোটে। একটা ফুলের সাতটি রং হয় । আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগলো ভাইয়া শেয়ার করার জন্য ধন্যবাদ।

 20 days ago 

আসলেই প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি প্রকৃতির মাঝে মানুষের চলাচল বা পশু পাখির চলাচলের কারণে অনেক সময় দারুন সৌন্দর্য ফুটে ওঠে। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল স্বচ্ছভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল ভাইয়া।

 20 days ago 

কাজের সময় নেট না থাকলে খুব মেজাজ খারাপ লাগে। তাছাড়া তো আপনি পোস্টই করতে পারেননি নেট না থাকার কারণে। ভালো করেছেন সকাল সকাল পোস্ট করে। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আজকে। আমার কাছে কদম ফুলের ফোটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। অনেকদিন পর কদম ফুল দেখলাম। ইদানিং তো তেমন একটা চোখেই পড়ে না। তাছাড়া কচু পাতার উপরে পালক রাখার ফটোগ্রাফি টাও খুব সুন্দর হয়েছে।

 20 days ago 

এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনি চমৎকার ফটোগ্রাফি উপহার দিলেন। প্রতিটি ফটোগ্রাফি দারুণ ভাবে ক্যাপচার করেছেন। মিষ্টি গোলাপ ও কদম গাছে ফুল দেখে মুগ্ধ হলাম ভাই। হাসনাহেনা ফুল আমি অনেক দিন পর দেখতে পেলাম। আপানর জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 20 days ago 

অনেক দিন পর কদম ফুল দেখতে পেলাম ভাই এখন তো এই ফুল আগের মতো দেখাই যায়না।খুবই দূরদান্ত ছিলো প্রতিটি ফটোগ্রাফি। সুন্দর নিখুত ভাবে তুলেছেন ছবি গুলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 20 days ago 

বরাবরের মতো আজকেও আপনি খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলা আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এই ফটোগ্রাফির মধ্যে কদম ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর অনেকদিন পর এই ফুলটি দেখলাম। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 20 days ago 

আসলে নেট সমস্যার কারণে বা কারেন্ট না থাকার কারণে বা বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও পোস্ট করা হয় না। যাইহোক আজকে আপনার মাধ্যমে বেশ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি দেখে ভালো লাগার মত। এর আগেও আমি আপনার ফটোগ্রাফি দেখেছি সেগুলো বেশ ভালো লেগেছিল। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 20 days ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে প্রতিটি ফুলের সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14