বেগুন ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগতেছে। সময়ের অভাবে আগের মতো বাইরে আমিও যেতে পারিনা। আপনার ছাদ বাগানে থেকে বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার গাছের বেগুন নষ্ট হয়েছে জেনে খারাপ লাগলো। আল্লাহর রহমতে নতুন বেগুন ধরবে ইনশাআল্লাহ। ঠিক বলেছেন গান্ধী পোকা খুব বিষাক্ত গ্যাস ছাড়ে পোকামাকড় এর ফটোগ্রাফি সাবধানে করবেন। আপনার জন্য শুভ কামনা রইল।