চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ভাই। আপনার লেখা গুলোর মধ্যে চমৎকার অনুভূতি খুঁজে পেলাম। ট্রিমার চেন্স করতে করতে নয় বছর ব্যবহার করলেন আসলেই ট্রিমার টা ভালো ছিলো। আপনি অন্যদিকে ঠিক বলেছেন কয়েকদিন পর ব্যটারি চেন্স করা তো ঝামেলার দারাজে এক বছর আগে দেখা ট্রিমার টি কিনে ফেললেন দেখে ভালো লাগলো। আপনার পোস্ট দেখে আমার ভালো লাগলো আমিও একটা নিয়ে নিবো ইনশাআল্লাহ।