কুরবানীর জন্য খাসি কিনেছেন জেনে খুশি হলাম। খাসিটি দেখতে ভীষণ মিষ্টি। এধরনের খাসি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। ঈলমা এবং ইয়ান খাসির সাথে অনেক সুন্দর দুষ্টামি করছে দেখেই বোঝা যাচ্ছে। একদমই ঠিক বলেছেন দাদারা নাতিনাতনি পেলে ভীষণ খুশি হয়। বেশ ঝামেলার মধ্যে দিয়ে খাসি কিনতে পেরেছেন এটাই মুল বিষয়। আপনার পরিবারের জন্য শুভ কামনা রইলো।