নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখতে কিন্তু জাস্ট অসাধারন লাগতেছে। আকাশ আমার খুব প্রিয়। নীল আকাশের মাঝে যখন তুলোর মত সাদা মেঘ গুলো ভেসে বেরার দেখতে অসাধারন লাগে। আপনার মন খারাপ ছিলো তবে ছাদে যাওয়ার পর মন ভালো হয়েছে জেনে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।