সত্যি তাই সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি একদমই ঠিক বলেছেন আমরা আমাদের বিপদ নিজেই ঢেকে আনি। ছবি গুলো দেখেই বোঝা যাচ্ছে এসব কম শিক্ষিত লোক। এজন্য এ অবস্থা। তবে আমাদের একটু বোঝা উচিত আর ধৈর্য ধারন করা উচিত। ৩০ মিনিট পরে গেলেও যদি আমার ক্ষতি না হয় তাই ভালো। আল্লাহ তুমি সকল মানুষদের কে বোঝার তৌফিক দান করুন আমিন।
শিক্ষিত আর অশিক্ষিত ব্যাপার না। নিজের ভালোটা এরা বুঝতে পারে না, এটাই সমস্যা।