পৃথিবীতে বাবা মা হলো অমূল সম্পদ। যা আমরা বাবা মা থাকা কালীন বুঝতে পারিনা।
বাবা হচ্ছেন আমাদের মাথার ছাদ। আর মাথার উপরে যত দিন ছাদ। আছে ততদিন আমাদের কোন টেনশন করতে হয়না। বাবাকে চমৎকার লিখেছেন ভাইয়া। দোয়া করি পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক সব সময় এই কামনাই করি।
এই অমূল্য সম্পদ যখন হারিয়ে যায় তখন বুঝা যায়, এর আগে সঠিক বোঝাটা কেউ বুঝবে না। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।