$PUSS টোকেন কেনার অনুভূতি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
হ্যালো বন্ধুরা 💞
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। $PUSS টোকেন কেনার অনুভূতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
পুশ টোকেন হচ্ছে আমাদের সকলের ভালোবাসার কয়েন। পুশ খুব তাড়াতাড়ি আমাদের সবার মনে জায়গা করে নিয়েছে। দাদার চমৎকার উদ্যোগ গুলোকে সব সময়ই আমরা সকলেই সাধুবাদ জানাই। পুশ কয়েন এর নামটি অনেক বেশি সুন্দর। পুশ নিয়ে দাদার অনেক পরিকল্পনা রয়েছে। পুশ নিয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন আমাদের সকলের প্রিয় বড় দাদা। পুশ কয়েন এর ভবিষ্যৎ উজ্জ্বল। পুশ ভালো কিছু করবে আমরা সকলেই আশাবাদী। কয়েকদিন আগে আমি বেশ কিছু $PUSS কয়েন কিনেছিলাম। পুশ কয়েন কেনার অনূভুতি আপনাদের মাঝে তুলে ধরবো এজন্য স্কিনশট নিয়ে রেখেছিলাম। বেশ ব্যস্ত সময় পার করতেছি। এর পরে ও নিজের সাধ্যমত কাজ গুলো করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমি মাঝে মধ্যে পুশ কয়েন কেনার চেষ্টা করি। যদিও আমি প্রথম দিকে পুশ কয়েন কিনতে পারিনি। তবে এখন পুশ কয়েন কিনে হোল্ড করতে ভালোবাসি। কয়েকদিন পর পুশ কয়েন স্টেক করবো ইনশাআল্লাহ। পুশ নিয়ে দাদার চমৎকার উদ্যোগ গুলোর মধ্যে একটি হচ্ছে পুশ স্টেকিং। পুশ স্টেকিং এর মাধ্যমে চমৎকার ভোট পাওয়ার সুযোগ রয়েছে। আমার কাছে ২৫০ trx ছিলো। আমি সেগুলো দিয়ে পুশ কয়েন কিনেছিলাম ৯ হাজার পুশ কয়েন। পুশ কয়েন নিজের কাছে থাকলে ভীষণ ভালো লাগে। আশাকরি পুশ কয়েন নিয়ে সবার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আমার ও কিছু পরিকল্পনা রয়েছে। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। পুশ স্টিমিট প্লাটফর্মে যেভাবে ছড়িয়ে আশাকরি স্টিমিট প্লাটফর্মে পুশ অনেক ভূমিকা পালন করবে। যদিও অনেক কিছু লিখতে চেয়েছিলাম পুশ নিয়ে। কেনো জানি সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের সবাইকে নিয়ম করে পুশ কয়েন এর প্রমোশন চালিয়ে যেতে হবে। এই ছিলো আমার আজকের আয়োজন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই। আল্লাহ হাফেজ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
আপনি আজকে $PUSS টোকেন কেনার অনুভূতি শেয়ার করেছেন পড়ে খুব ভালো লাগলো। আমাদের সবার উচিত মাঝেমধ্যে $PUSS টোকেন ক্রয় করা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
https://x.com/HouqeLimon/status/1878466854840344723?t=hscJsMabKIszdD0WOdFYng&s=19
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া আমরা সবাই যদি কিছু কিছু হোল্ড করে রাখি তাহলে হয়তো ভবিষ্যতে অনেক ভালো হবে। আপনি পুশ কিনেছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বেশ কিছুটা পরিমাণ পুস টোকেন কিনেছেন দেখে ভালো লাগছে। আসলে এই টোকেনের মূল্য আমাদের কাছে অনেক। আর আপনি ভালো পরিমান পুস আপনার ওয়ালেটে যুক্ত করলেন। আশা করি ধীরে ধীরে আপনি একটি কান্ট্রি তো লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারবেন। আর সঠিক সময়ে টোকেন ক্রয় করলেন বলে অভিনন্দন।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আর আপনার পুস কয়েন কেনার কথা শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে পুস কয়েন কেনার অনুভূতি দারুন ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আবারো আজকে পুস কয়েন কিনলেন, ব্যাপারটা দেখে আমার অনেক ভালো লাগলো। এবং আমি নিজেও অনেক উৎসাহিত হলাম।আসলে এখনই উপযুক্ত সময় পুস কয়েন কিনে হোল্ড করে রাখার।কিছুদিন পরে দেখা যাবে পুস কয়েন কেনা আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। আপনি অনেক ভালো একটি কাজ করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
আপনি পুশ কয়েন কিনেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। পুশ কয়েন হচ্ছে আমাদের সবার ভালোবাসার একটি কয়েন। আপনি ৯ হাজার পুশ কয়েন কিনছেন এটা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া সুযোগ বুঝে কিনে রাখতে পারলে নিজেদের জন্য অনেক ভালো। আজকে টিয়ারেক্স ছিল বলেই আপনি অনেক কিনতে পেরেছেন। যত বেশি কিনে রাখতে পারা যাবে তত নিজের কাছে ভালো লাগা।