গান কভার:)-বলো না কোথায় তুমি।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম" |
---|
হ্যালো বন্ধুরা 💞
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। গান কভার:)-বলো না কথায় তুমি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
- গান:- বলো না কোথায় তুমি।
- শিল্পী:- আরেফিন রুমী, কেয়া।
- কভার:- @limon88.
সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। প্রতি সপ্তাহে একটি করে গান কভার করে আপনাদের বিনোদন দিতে বেশ ভালো লাগে। আজকে আমার পছন্দের একটি গান কভার করার চেষ্টা করেছি। বলো না কোথায় তুমি। এক সময়ের জনপ্রিয় গান গুলোর মধ্যে একটি। এধরনের গান গুলো আগে অনেক শোনা হতো। এখন ও মাঝে মধ্যে গান গুলো শোনা হয়। আমার জানা মতে এধরনের গান গুলো শোনার পর অনেক ছেলে মেয়ে প্রেম করতে শিখেছে। এসব গানের মধ্যে বেশ রোমান্টিক রয়েছে। আজকে অফিস থেকে এসে গানটি কভার করলাম। আমার যদিও একটু সর্দি লেগেছে। এর মাঝে ও চেষ্টা করলাম গানটি কভার করার জন্য। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি ভালো করে গাওয়ার জন্য। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। গানটি অবশ্যই শুনবেন এবং গানটি শোনার পর আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
গানটির লিরিক্স:-
এ বুকে আছো কোন পাশে?
বলো না কোথায় তুমি
আছো কি মিশে নিঃশ্বাসে?
মনের ঘরে যতন করে
তোমায় রেখেছি আপন করে
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে
জোছনা নামাও তুমি হৃদয় আঙিনায়
আমার পৃথিবী সাজাও মধু পূর্ণিমায়
ও, রাত শেষে ভোর নামাও কত ভালোবেসে
সারাদিন জড়িয়ে রাখো সুখেরই আবেশে
তুমি আছো বলে ফাগুন আসে ফুলে
মনের ঘরে যতন করে
তোমায় রেখেছি আপন করে
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে।
বলো না কোথায় তুমি
এ বুকে আছো কোন পাশে?
বলো না কোথায় তুমি
আছো কি মিশে নিঃশ্বাসে?
মনের ঘরে যতন করে
তোমায় রেখেছি আপন করে
বিভাগ | গান পোস্ট। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | বলো না কোথায় তুমি। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
কভার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
অনেকদিন পর আপনার গান শুনলাম। আপনার গান শুনে অনেক ভালো লেগেছে। চমৎকার গান গেয়েছেন আপনি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে ভাইয়া। দারুন ভাবে গান গেয়ে উপস্থাপন করেছেন আপনি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
https://x.com/HouqeLimon/status/1833843885782823358?t=xxmcUMKj_8B0B5EAJ2NCAw&s=19
আপনার কণ্ঠে গান শোনতে পেরে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর গান করেন। আপনার কণ্ঠে প্রিয় গান শোনতে পেরে অনেক ভালো লাগলো। আসলে এমনিতে গান শোনা হয় না। কিন্তু কমিউনিটিতে গান দেখলে শোনতে মিস করি না। ধন্যবাদ আপনাকে প্রিয় একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই গানটা আমার কাছে বেশ দারুন লাগে। আমি অনেকবার শুনেছি গানটা। অনেক সুন্দর ভাবে কভার করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার কভার করা গান শুনে।
আপনার সর্দি লাগার পরেও যে এত সুন্দর ভাবে গান গেয়েছেন ভাইয়া শুনে ভীষণ ভালো লাগলো। বলো না কোথায় তুমি গানটি এর আগে আমি শুনেছি বেশ ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।
ভাইয়া টাইটেলে একটু ভুল রয়েছে, কোথায় হবে। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই গান আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া এটি খুবই জনপ্রিয় একটি গান। আপনি সম্পূর্ণ গান খুব সুন্দর ভাবে কভার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। এধরনের গান গুলো সত্যি ভীষণ ভালো লাগে। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।
আসলে এই গানটি আমার কাছে একটা অন্যতম প্রিয় গান। কারণ এই গানের প্রতিটা লাইন আমার খুব ভালো লাগে। আর আপনার এই পোস্টটি যখন দেখছিলাম তখন আপনার গানটি শোনার পর পরবর্তীতে আমি অরিজিনাল গানটি ইউটিউবে আরেকবার শুনে নেব।
একটা সময় এই গান অনেক শুনতাম।আজকে আপনার গলায় গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগছে।খুব সুন্দর ভাবে আপনি গানটি কাভার করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
একটা সময় এই গানটা অনেক জনপ্রিয় ছিল। এখন কেমন জনপ্রিয় সেটা ঠিক জানি না। একটা গোটা প্রজন্ম গানটা শুনে প্রেমের উপাখ্যান দিয়েছে। চমৎকার কভার করেছেন গানটা ভাই। বেশ চমৎকার লাগল আপনার কন্ঠে গানটা শুনে সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে গানটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আরেফিন রুমী অনেক জনপ্রিয় একজন শিল্পী। একটি সময় এই গানটি অনেক জনপ্রিয়তা ছিল। সবার মুখে মুখে গানটি শোনা যেত আমারও অনেক প্রিয় এই গানটি।দারুন একটি গান আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। সুন্দরভাবে গেয়েছেন আপনি। ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।