আমার ভিডিওগ্রাফি:- ফুল এবং মৌমাছি 🐝

in আমার বাংলা ব্লগ2 days ago
আমার ভিডিওগ্রাফি:- ফুল এবং মৌমাছি 🐝
"সবাইকে আমার ব্লগে স্বাগতম"
1000068740.jpg

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ রাত্রি 🌃

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওগ্রাফি:- ফুল এবং মৌমাছি 🐝 আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000068736.jpg

1000068737.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কম বেশি সবাই বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দিয়ে থাকেন। আমিও চেষ্টা করি আমার মতো করে ফটোগ্রাফি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আজকে আমি ফটোগ্রাফি পোস্ট করছি না আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওগ্রাফি পোস্ট। আজকে কি পোস্ট করবো ভাবতে ছিলাম। হঠাৎ করে ফোনের গ্যালারিতে দেখতে পেলাম ফুল এবং মৌমাছির একটি ভিডিও। বেশ কিছুদিন আগে আমি ভিডিও করে রেখেছিলাম। এখন অনেক ব্যস্ত সময় পার করতেছি। এজন্য তেমন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে ফুল এবং মৌমাছির ভিডিওগ্রাফি আপনাদের মাঝে উপহার দিবো। এর পরে ফ্রি হয়ে পোস্ট এর কাজ শুরু করলাম। নীচে ভিডিও লিংক শেয়ার করলাম। অবশ্যই দেখবেন আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।

ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

পোস্টের বিবরণ:-
বিভাগভিডিওগ্রাফি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়ফুল এবং মৌমাছি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ভিডিওগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHb7X7HmSqiFTGdcCfejJkJWaxB1P8Qe3Gf5cJEoBcpudc626KRNAGXbmuJztTf...is5pKETBnxXMaLfkgfTEavt4LhzHUf7GJxghEkUzY4i6UKinf4Db2fTyEcXD7CsNx1vkiSFcUb2d9oSuEEziYgKHQwhNRVHKH3BdUkuBUVpVQeRZQPigdnTu7T.gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 days ago 
1000068772.jpg1000068773.jpg1000068781.jpg1000068776.jpg
 2 days ago 

আমি প্রায় খেয়াল করে দেখি ভাইয়া আপনি এ জাতীয় বেশিরভাগ ভিডিও শেয়ার করে থাকেন। যেখানে বেশ কীটপতঙ্গের দেখা মেলে। তবে এজাতীয় ভিডিও করাটা আমার কাছে বেশ কঠিন মনে হয়। কারণ এরা সব সময় নড়তে থাকে। যাইহোক ফুলের বুকে মৌমাছির এমন দৃশ্য দেখে ভালো লাগলো।

 2 days ago 

তোমার এ ধরনের কাজগুলো সত্যিই আমাকে ভীষণ আকর্ষিত করে। বেশ চমৎকারভাবে ভিডিওটি ধারণ করার চেষ্টা করেছো। তুমি জানো এ ধরনের ভিডিও গুলো আমার ভীষণ ভালো লাগে। আর তোমার ভিডিওটি যথেষ্ট পরিষ্কার এবং সুন্দর দেখাচ্ছে।
অনেক ধন্যবাদ লিমন চমৎকার কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 days ago 

ফুল ও মৌমাছির সৌন্দর্যময় দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন এই ভিডিওগ্রাফির মাধ্যমে। ভিডিওটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সৌন্দর্যময় ফুল আর মৌমাছি দৃশ্য গুলো দেখতে পেলাম।

 18 hours ago 

আপনার ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো। আপনি বরাবরই এই ভিডিওগ্রাফি আমাদের মাঝে পোস্ট করে থাকেন।আর এই পোস্টগুলো একটু ব্যতিক্রম লাগে আমার কাছে। খুব ধৈর্য নিয়ে এই পোস্টগুলো করতে হয়। আজকের ভিডিওটি অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 16 hours ago 

বাহ! চমৎকার একটি ভিডিও দেখতে পেলাম আপনার মাধ্যমে। ফুল এবং মৌমাছির খুব সুন্দর একটি মুহূর্ত আপনি শেয়ার করলেন। বিশেষ করে ফুল দেখতে খুবই সুন্দর। এত সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 14 hours ago 

আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে খুবই সুন্দর এবং মনোরম একটি দৃশ্য উপভোগ করলাম ভাই। ফুল এবং একই সাথে মৌমাছির ভিডিওগ্রাফিটি সত্যিকার অর্থেই অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন ছিল। প্রত্যেকের মতোই আপনিও দক্ষতার সাথে একটি ভিডিওগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 24 minutes ago 

ফুল এবং মৌমাছির সম্পর্ক একেবারে পৃথিবীর শুরু থেকে। মৌমাছি তার সেই কাঙ্ক্ষিত মধু তো ফুল থেকেই সংগ্রহ করে। ফুল এবং মৌমাছির ভিডিওগ্রাফি টা বেশ দারুণ করেছেন ভাই। দেখে বেশ ভালো লাগল। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 98238.00
ETH 3438.34
USDT 1.00
SBD 3.14