গান কভার:)- আমারে ছাড়িয়া রে বন্ধু। Song Cover By @limon88
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম" |
---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। গান কভার:)- আমারে ছাড়িয়া রে বন্ধু। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক!
গান:- | আমারে ছাড়িয়া রে বন্ধু। |
---|---|
শিল্পী :- | আরফিন রুমি। |
কথা:- | নাসিমা আক্তার। |
সুর ও সংগীত:- | আরফিন রুমি। |
লেবেল: - | সঙ্গীতা |
আমারে ছাড়িয়া রে বন্ধু আরফিন রুমির এই গানটি আমার খুব প্রিয় একটি গান। সাত বছর আগের জনপ্রিয় একটি গান। আমার কাছে মনে হচ্ছে এই তো সেদিন গানটি শুনলাম। বাটন ফোন দুই জিবি মেমোরি আর কানে হেডফোন লাগিয়ে। দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় বলা মুশকিল। সময় সময়ের গতিতে এগিয়ে যাচ্ছে। শুধু আমরাই পিছনে পরে আছি।
দুই দিন আগে গানটি ইউটিউব এ শুনলাম। ২০২৪ এ এসে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। এধরনের গান গুলো সত্যি সবার কাছে ভালো লাগে। গানটিকে আমি কভার করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করি আপনাদের সব সময়ই বিনোদন দেওয়ার জন্য। গানটির ভিডিও লিংক নিচে শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। গানটি শোনার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সুন্দর মন্তব্যের জন্য অপেক্ষায় রইলাম।
গানের লিরিক্স:-
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে আমার
ঘরে মন বসে না,
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না।।
কোন বা দেশে থাকো রে তুমি
কেথায় তোমায় খুজি........
চোখ বান্দা বলদের মত দেশে দেশে ঘুড়ি,
তুমি ছাড়া আমার পরান বাচেনা,
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না,
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না ।।
এত স্বাদের পিরিত রে বন্ধু ভেঙ্গে দিবা যদি...
পিরিতি শিকাইয়া আমায় কেন দিলা ফাকি,
তুমি ছাড়া আমার জীবন বাচেনা,
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না।
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
তোমার লাইগা পরান কান্দে,
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না ।।
বিভাগ | গান। |
---|---|
ডিভাইজ | realme 9 |
বিষয় | আমারে ছাড়িয়া রে বন্ধু। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
কভার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
চমৎকার একটি গান কভার করেছেন। আসলে গান গাইতে ও শুনতে আমার ভীষণ ভালো লাগে। আমারে ছাড়িয়া রে বন্ধু এই গানটি অনেক দিন আগে শুনেছিলাম। আজকে আপনার কন্ঠে এই চমৎকার গান কভার শুনতে পেরে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
তোমাকে ও ধন্যবাদ ভাই পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি গান কভার করেছেন। আসলে ভাইয়া সময় কখন কিভাবে চলে যায় বুঝা মুশকিল। সত্যি অনেক দিন হলো এই গানটা শোনা হয় না। যাইহোক সকাল সকাল আপনার কণ্ঠে শোনতে পেরে অনেক ভালো লাগলো। সত্যি আপু অনেক সুন্দর গান কভার করেছেন। ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/HouqeLimon/status/1765916723054772453?t=JF4ntds1g0xphYIXUYHqqg&s=19
অনেক সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার সুন্দর কন্ঠে গান শুনতে ভালো লাগে। গানটা বেশ দারুন ভাবে কভার করেছেন। ভালো লাগলো আপনার কন্ঠে এই গানটা শুনে।
গান আসলে যদি রহি আমি তেমন শুনি না কিন্তু এমন কিছু কিছু গান আছে যেগুলো একবার শুনবে বারবার শোনার ইচ্ছা করে, তার মধ্যে আপনার গানটি ও একটি। আপনি যে এত সুন্দর গান গাইতে পারেন এটা তো আগে জানতাম না। অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার আজকের গানটি। আপনার পরবর্তী গান কভার শোনার অপেক্ষায় থাকলাম।
অনেক জনপ্রিয় একটি গান কভার করেছেন। এই গানটি আমারও অনেক ভালো লাগে। আপনার কন্ঠে শুনতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে আপনার কন্ঠে এখন গান শুনতে পেয়েও অনেক বেশি ভালো লাগে, আজকে গানটি অসাধারণ ছিলো।
খুব সুন্দর একটি গানের কভার করেছেন আপনি৷ একটা সময় ছিল যখন এই গানটি অনেক শুনতাম এবং যেভাবে আজকে আপনি এই গানটিকে কভার করেছেন তা আপনার কাছ থেকে শুনে খুব ভালো লাগলো৷ খুব সুন্দর ভাবে আপনি এই গানটিকে কভাত করেছেন। এই গানটি সবগুলা আপনি খুব সুন্দরভাবে গেয়েছেন এবং আপনার কন্ঠে এই গানটি শুনে আমার অনেক ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
ঠিকই বলেছেন আপনি এই গানগুলো হলো পুরনো দিনের আবেগ। বাটন ফোনে ২ জিবি মেমোরি কার্ডে কতই না এই গানগুলো শুনে সময় পার করা হয়েছে। তবে সময়ের সাথে সাথে এখন সব কিছুই পাল্টে গেছে। তবে যাই হোক আপনি এই অসাধারণ গানটি খুবই সুন্দর ভাবে গেয়েছেন। আপনার কন্ঠে এই গানটি শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
একদমই ঠিক বলেছেন পুরানো দিনের আবেগ ধন্যবাদ আপনাকে ভাই।