গান কভার:- আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়।
"সবাইকে আমার ব্লগে স্বাগতম" |
---|
হ্যালো বন্ধুরা 💞
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। গান কভার:- আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
- গান:- আজও প্রতি রাতে জেগে থাকি।
- শিল্পী:- ইমন খান।
- কভার:- @limon88
প্রথমেই বিনোদন প্রেমিকদের কে স্বাগতম জানাচ্ছি। প্রতি সপ্তাহে একটি করে গান কভার করার চেষ্টা করি। শত ব্যস্ততার মাঝে ও নিজেকে একটু বিনোদন দেওয়া জরুরি। সেই সুবাদে আজকে একটি কভার করলাম আপনাদের কে বিনোদন দেওয়ার জন্য। আজকে আমি অনেক পুরানো দিনের একটি ইমন খানের গান কভার করেছি। গানটির নাম হলো আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। অনেকেই হয়তো গানটি শুনেন নি। আমার জানা মতে ইমন খানের প্রথম এই গানটি। একসময় গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। আজকে হঠাৎ করে গানটি ইউটিউব এ শুনলাম। তাই ভাবলাম তাহলে গানটি কভার করা যাক। আশাকরি সবার কাছে ভালো লাগবে। যদিও আমি কোন শিল্পী নই তবুও নিজের সর্বোচ্চ দিয়ে গান কভার করার চেষ্টা করি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিচে গানের ভিডিও লিংক শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
গানটির লিরিক্স:-
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়
তুমি চলে গেছো তাই বিরহের গান গাই
তুমি চলে গেছো তাই বিরহের গান গাই
ঘুম নেই দুটি চোখে বুকের ব্যাথায়
আজও প্রতি রাত
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়
চিতার আগুন দিয়া বুকে.....
আছো তুমি কত সুখে.....
চিতার আগুন দিয়া বুকে.....
আছো তুমি কত সুখে.....
আমাকে একা রেখে শূন্য বিনায়
আমাকে একা রেখে শূন্য বিনায়
আজও প্রতি রাত
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়
তুমি চলে গেছো তাই বিরহের গান গাই
তুমি চলে গেছো তাই বিরহের গান গাই
ঘুম নেই দুটি চোখে বুকের ব্যাথায়
আজও প্রতি রাত
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়
কি যে ব্যাথা আমায় দিলে....
পুড়ি আমি তিলে তিলে....
কি যে ব্যাথা আমায় দিলে....
পুড়ি আমি তিলে তিলে....
নিঃস্ব একা তুমি করেছো আমায়
নিঃস্ব একা তুমি করেছো আমায়
আজও প্রতি রাত
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়
তুমি চলে গেছো তাই বিরহের গান গাই
তুমি চলে গেছো তাই বিরহের গান গাই
ঘুম নেই দুটি চোখে বুকের ব্যাথায়
আজও প্রতি রাত
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়
বিভাগ | গান পোস্ট। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
কভার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
গানটি অনেক দিন পরে শোনলাম আপনার কাছে। আসলে ভাইয়া বিরহের গান শোনতে অনেক ভালো লাগে তবে কিছু গান সত্যি মেনে নেওয়া কষ্টকর।
https://x.com/HouqeLimon/status/1878083398058774826?t=Xds2h8GkLkKMuFLNRdP-MA&s=19
আমি যখন ছোট ছিলাম। এই গানটা তখন প্রথম শুনে বেশ। এরপর থেকে যখন সুযোগ পেতাম যেখানে যেভাবে হোক গানটা শোনার চেষ্টা করতাম। অনেক ভালো লাগে। এখনো মাঝেমধ্যে ইউটিউবে শুনে থাকি। অনেক সুন্দর গান কভার করেছেন।
ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি খুবই জনপ্রিয় একটি গান কভার করেছেন। একটা সময় এই গান যেন সবার মুখে মুখে ছিল। যদিও এখন আর তেমন শুনা যায় না। এই গান আমার কাছে অনেক ভালো লাগে। অনেক দিন পর এই গান শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।
একদমই ঠিক বলেছেন একসময় সবার মুখে মুখে শোনা যেতো ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার কন্ঠটা বেশ ভালো। আপনি অনেক সুন্দর ভাবে জনপ্রিয় একটি গান কভার করেছেন। আপনার কন্ঠে আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায় গানটা শুনতে পেরে ভালো লাগলো। এই গানটা অনেক ভালোলাগার। এই গানটা আমি অনেকবার শুনেছি।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
এই গানটি আমি আজ প্রথম শুনলাম। গানটি আপনার কন্ঠে দারুন লাগলো। আগে হয়তো শুনেছি, শুনে থাকলেও আমার মনে নেই। আপনার কন্ঠে গানটি দারুন লাগলো ভাইয়া। খুব সুন্দর একটি গান আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। গানের প্রতিটি কথা স্পষ্ট। সুন্দর একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আসলে এই গানটি অনেক পুরনো হলেও এখন পর্যন্ত প্রতিটি বাঙালির মনে জায়গা করে নিয়েছে। আসলে এই গানটি আমার শুনতে বেশ ভালো লাগে। দীর্ঘ দিন পর আপনার কন্ঠে আমার পছন্দের গান টি শুনতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি পুরো গান টি খুবই সুন্দর করে গাওয়ার চেষ্টা করেছেন।
আপনি বরাবরই খুব সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেন। এই গানটা অনেকদিন পর শুনলাম। আমার কাছে ভালোই লাগে এই গানটা। আর আপনিও খুব সুন্দরভাবে পুরো গানটা কভার করেছেন। আপনার কন্ঠে চমৎকার লাগছিল শুনতে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করে শেয়ার করার জন্য।