লেবেল ওয়ান হতে আমার অর্জন //@limon17 //১০% লাজুক খ্যাঁক এর জন্য//

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
  • আসসালামু'আলাইকুম
    আমার বাংলা ব্লগের সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট।
    আমি @limon17 আজ ১৩ জানুয়ারি ২০২২
    ইতোপূর্বে আমি লেভেল ওয়ানের দুইটি ক্লাস করেছি ডিসকর্ডে। সেখানকার প্রফেসররা সুন্দরভাবে পুরো বিষয়টি বুঝিয়েছেন।
    সেই ক্লাস থেকে আমি কি কি বিষয় অর্জন করছি তা আপনাদের সাথে শেয়ার করতে চাই।

IMG_20220113_105903.jpg

ব্লকচেইন কী?

  • ব্লকচেইন তথ্য সংগ্রহের সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি। এখানে নিরাপত্তা পুরোপুরিভাবে নিশ্চিত থাকে।একটি ব্লকের মধ্যে নির্দিষ্ট সংখ্যক তথ্য জমা হওয়ার পর সেটি বন্ধ হয়ে যায় এবং নতুন একটি ব্লক খুলে যায় এভাবে একটা চেইনের মত তৈরি হয় যেটাকে বলা হয় ব্লকচেইন। বন্ধ হয়ে যাওয়া ব্লকের তথ্য ডিলিট করা যায় না। কোন ক্রিপ্টোকারেন্সিকে মানুষের কাছে নিরাপত্তা দেওয়ার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয় কারণ এখানে নিরাপত্তা নিশ্চিত থাকে।

ট্যাগ ব্যবহার:

পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

ট্যাগ বলতে বোঝায় আমি যে বিষয়ে পোস্ট করছি তার কীওয়ার্ড।যেমন : ভ্রমনের পোস্টে দিতে হবে travel, রেসিপি পোস্টে দিতে হবে recipe ইত্যাদি।
নিজের ব্লগে ট্যাগ ব্যবহার করা যাবে ৮টি। আর কোনো কমিউনিটিতে ট্যাগ ব্যবহার করা যাবে ৭টি।

♨️ট্যাগে যা ব্যবহার করা যাবে না:
হ্যাশ দেওয়া লাগবে না।
বড় হাতের অক্ষর দেওয়া যাবে না।
১,২,৩ এমন শব্দ ব্যবহার করা যাবে না।

nsfw tag:

প্রাণী হত্যা, নগ্ন ছবি, দুর্ঘটনা, শুকর ও গরুর মাংসের রেসিপি এ ধরনের পোস্ট এর ক্ষেত্রে এই ট্যাগ ব্যবহার করতে হবে।

কপিরাইট:

ইন্টারনেট থেকে কোন ছবি এনে ব্যাবহার করলে সেটাকে কপিরাইট হিসেবে ধরা হয়।
তবে কিছু সাইট আছে যেখানে কপিরাইট ফ্রি ছবি পাওয়া যায়। যেমন:
https://pixabay.com
https://www.pexels.com
https://www.freeimages.com

স্পামিং:

স্পামিং বলতে একটি অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত বিষয়কে বোঝানো হয় বারবার ব্যবহার করা হয়।যেমন:

  • একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে লেখা
  • একই জায়গার ছবি বারবার ব্যবহার করে পোস্ট করা
  • অযথা কোন ব্যক্তি কে বারবার মেনশন করা
  • কারোর পোস্টে গিয়ে ভোট চাওয়া, ফলো করতে বলা এগুলো স্পামিং।

👉কমেন্ট স্পামিং হলো:

  • ধন্যবাদ
  • সুন্দর লাগছে
  • অনেক ধন্যবাদ আপনাকে
  • অনেক সুন্দর হয়েছে
  • চমৎকার
  • আপনাকেও ধন্যবাদ
  • চমৎকার উপস্থাপনা
  • খুব ভালো
    ইত্যাদি এমন সাধারণ কথা ব্যবহার করা কমেন্ট স্পামিং।

প্লাগারিজম:

প্লাগারিজম মানে হল চৌর্যবৃত্তি।অথাৎ চুরি। অন্যের পোস্ট নিজের বলে চালিয়ে দেওয়া বা অন্যের থেকে কপি করে এনে ঘুরিয়ে-ফিরিয়ে বসানো।অন্যের আর্টিকেল থেকে যদি অল্প কিছু এনেও ব্যবহার করা হয় সেটাও প্লাগারিজম হবে।

রি রাইট আর্টিকেল:

রি রাইট আর্টিকেল বলতে আমরা যা বুঝি কোনো একটি পোস্ট কে কপি করে নিজের আর্টিকেলে লেখা প্রধান অথরের কোন মাত্র সোর্স ব্যবহার করা ছাড়াই।
কিন্তু এটির সঠিক নিয়ম হচ্ছে:
আমাদের নিজের আর্টিকেল ৭৫% হতে হবে এবং অন্য কোথাও থেকে যদি কোনো তথ্য যদি ব্যবহার করি তাহলে অবশ্যই তার সোর্স দিতে হবে।

মাইক্রো পোস্ট:

কোন একটি পোষ্টে যদি শুধুমাত্র একটি ছবি ব্যবহার করা হয় এবং সেই পোষ্টের মধ্যে ১০০ শব্দের কম লেখা হয়। তখন সেটি ম্যাক্রো পোস্ট হিসেবে বিবেচিত হবে।

একদিনে কয়টি পোস্ট করা যাবে:

একজন ব্লগার প্রতি ৫ মিনিট পর পর একটি করে পোস্ট করতে পারে। এই হিসাবের সেসব ২৪ ঘন্টায় মোট ২৮৮ টি পোস্ট করতে পারবে।
কিন্তু আমার বাংলা ব্লগের নিয়ম অনুযায়ী একজন ব্লগার দিনে মোট তিনটির বেশি পোস্ট করতে পারবে না।

আমার বাংলা ব্লগের নিষেধাজ্ঞা:

শিশু শ্রম, পর্নোগ্রাফি, সামাজিক অপরাধ মূলক পোস্ট,পশু পাখি নির্যাতন মূলক পোস্ট, হিংসা ও কটুক্তি মূলক পোস্ট, গরুর মাংস শুকরের মাংস জাতীয় রেসিপি, রাজনৈতিক পোস্ট, কোনো ধর্ম সম্পর্কে উস্কানিমূলক পোস্ট।
এই বিষয়ে পোস্ট করা আমার বাংলা ব্লগে নিষেধ।

আশাকরি আমার আজকের পোস্ট আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।
@limon17

Sort:  
 2 years ago 

আপনাকে বাংলা ব্লগে স্বাগতম। আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন।আশা করি সব নিয়ম কানুন মেনে আমাদের সাথে থাকবেন।সুন্দর ভাবে সব গুলা লেভেল পার হওয়ার জন্য আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 
  • লেভেল ওয়ানের' বিষয়গুলো আপনি শিখতে পেরেছেন এবং সেটা সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এগিয়ে যান, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।

আপনি লেবেল ওয়ান পাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি সবগুলো লেবেল কমপ্লিট করে ভালল একজন ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।

 2 years ago 

  • লেভেল ওয়ানের' ক্লাস করতেছেন দেখে খুবই ভাল লেগেছে। আপনি তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করে নিন। দেখবেন ভালো কিছু হবে ইনশাআল্লাহ। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।জি সব ক্লাস গুলো শেষ করতে চাই।

 2 years ago 

প্রত্যেকটি বিষয় আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যেটা দেখে খুব সহজেই বুঝা যায় যে আপনি বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করেছেন। পরবর্তী লেবেলের জন্য শুভকামনা রইল আপনার জন্য। 🖤

 2 years ago 

লেভেল ওয়ানের' পরীক্ষা কিভাবে দিতে হবে এবং কোন কোন প্রশ্নের উত্তর দিতে হবে আপনি এই পোস্টটি না পড়েই পরীক্ষা দিয়েছেন লেভেল ওয়ানের' টেক্সট চ্যানেলে সেই পোষ্টের লিংক দেয়া আছে সেটি পড়ুন এবং পোস্টটি এডিট করুন।

লিংক- https://steemit.com/hive-129948/@abb-school/or-or-level-01-exam

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60122.55
ETH 3199.29
USDT 1.00
SBD 2.43