হারিয়ে যাওয়া ঐতিহ্য গরুর গাড়ি।
ঠিক কবে কে গরুর গাড়ি আবিস্কার করে তা জানা যায় না।কিন্তু গরুর গাড়ি প্রাচীন বাংলার প্রকৃতির সাথে মিশে আছে। মাত্র কিছু দিন আগে আশির দশকে বাংলার গ্রামের পথে প্রান্তরে গরুর গাড়ি দেখতে পাওয়া যেত।প্রযুক্তির উন্নয়নের জন্য এখন নানান রকমের দ্রুতগামী যানবাহন রাস্তা দখল করে নিয়েছে, আর হারিয়ে গেছে ধীর গতিসম্পন্ন সেই গরুর গাড়ি।
ছবি সংগ্রহ ঃকলের কন্ঠ ২৮ নভেম্বর ২০২১
মানুষের চলাচলের যে মাধ্যম গুলি ব্যাবহার হতো তার মধ্যে গরুর গাড়ি, মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি। তবে বেশি ব্যাবহার হতো গরুর গাড়ি। অতি সাধারণ জিনিস পত্র দিয়ে তৈরি করা হতো। মূলত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হতো এর কাঠামো। কাঠ কেটে সুনিপুণ ভাবে তৈরি করা হতো এর চাকা।কতটা নিখুঁতভাবে যে তৈরি করা হতো তা দেখলেই বোঝা যায়। চাকার উপর দিয়ে বসানো থাকতো লোহার বেল্ট। দুইটা চাকা একটা কাঠের বীম দিয়ে আটকানো থাকতো, এর উপর বসানো থাকতো
ছবি সংগ্রহঃরাজা টাইমস ২৬জুলাই ২০২২।
বাঁশের চরাট।তার মাথায় বানানো হতো বাঁশের জায়াল,যেখানে জুড়ে দেয়া হতো গরু দুটিকে।যাত্রী বহনকারী গাড়ির উপরে থাকতো বাঁশের চাটাই অথবা চট দিয়ে বানানো একটি ছাউনি,আর মালামাল পরিবহনের জন্য যে গাড়ি সেটা থাকতো খোলা। ধীরে চলা এই যানবাহনে চড়ে কোথাও যেতে অনেক সময় লাগতো।বর্তমানে আমাদের দেশের কুড়িগ্রাম,
ছবি সংগ্রহঃদৈনিক স্বাধীন বাংলা, ২৭ জুলাই ২০২২
ঠাকুরগাঁও, নিলফামারী জেলার গ্রামগুলোতে এখনো গরুর দেখতে পাওয়া যায়। এগুলো সাধারণত মালামাল পরিবহনে ব্যাবহার হয়।বাংলার প্রকৃতি সুন্দর তার সাথে গরুর গাড়ি প্রাচীন বাংলার প্রকৃতিকে দিয়েছিল এক অন্যরকম সুন্দর রূপ।
গরুর গাড়ি অনেক বছর পর দেখলা কবে দেখেছিলাম মনে পড়ে না তবে মহিষের গাড়ি দেখেছি। দিদুর মুখে গল্প শুনতাম আগের দিনে একমাত্র যানবাহন ছিলো গরুর গাড়ি।দিদু না কি গরুর গাড়িতে করে সিনেমা দেখতে যেতেন। খুব সুন্দর দৃষ্টিনন্দক গরুর গাড়ি ছিলেো নিসন্দেহে। ধন্যবাদ সুন্দর গরুর গাড়ি নিয়ে পোস্ট টি করার জন্য।
আসলে এ ধরনের গরুর গাড়ি দিন দিন আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে দেশের অন্যান্য প্রান্তের মতো আমাদের গ্রামেও কয়েকটা গরুর গাড়ি দেখা যায়। যেগুলো দিয়ে কৃষকের ফসল মাঠ থেকে বাড়িতে নিয়ে আসার কাজে ব্যবহারিত হয়।
ধন্যবাদ ভাইয়া পোষ্টটি পড়ে মন্তব্য করার জন্য। আমি আপনাকে ফলো করলাম।
আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।
কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
https://www.kalerkantho.com/print-edition/education/2021/11/28/1096132
ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য। আরও সহযোগীতা কাম্য।