সিম্পিল একটি প্রজাপতি অংকন। (10% Beneficiary To @shy-fox)

আজ-বুধবার।
২৮-ফেব্রুয়ারি-২০২৪- ইংরেজি।
১৫-ফালগুণ-১৪৩০-বাংলা।
১৭-শাবান-১৪৪৫- হিজরি।

কমিউনিটির নিয়ম অনুযায়ী পোষ্টের ভিন্নতা বজায় রাখতে পোস্ট করার চেষ্টাকরছি।

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে আজ আমি (@kosto)একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হোলাম।আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রং পেন্সিল ও পেন দিয়ে আঁকা একটি সিমপিল প্রজাপতি অংকন।

20240227_221823.jpg

পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।

আর্ট করতে যে সকল জিনিস ব্যবহার করেছি :

★ সাদা কাগজ।

★ কলম।
★ পেন্সিল।
★ রাবার।
★ মারকার।

20240227_221922.jpg

ধাপ-১

প্রথম ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন একটি সাদা কাগজ,কলম,পেন্সিল আরো প্রয়জনি জিনিসগুলো নিয়েছি।তারপর পেন্সিলের সাহায্যে প্রজাপতির আাকৃতি তৈরি করেছি।নিচে ধাপে ধাপে দেখানো হলো।

20240227_215239.jpg

20240227_215537.jpg

20240227_215600.jpg

ধাপ-২

পেন্সিল দিয়ে তৈরি করা হয়ে গেছে তারপরে মার্কার পেনের সাহায্যে গারো রং করে দিয়েছি। এরপরে রং পেন্সিল দিয়ে রং করার প্রক্রিয়া শুরু করেছি।হালকা খয়রি ও হলুদ রং ব্যবহার করেছি প্রজাপতির ডানায়। ধাপে ধাপে দেখানো হলো।

20240227_215956.jpg

20240227_220629.jpg

20240227_220715.jpg

ধাপ-৩

এখন চলে এসেছে চূড়ান্ত ধাপ। আবার সে সুন্দরভাবে আর্ট করার কাজ সম্পূর্ণ করলাম তারপরে নিজের স্টিমিট আইডির নাম বা সিগনেচার করে আরেকটি ফটোগ্রাফি করলাম।

20240227_221141.jpg

20240227_221707.jpg

20240227_221823.jpg

সংক্ষেপে পরিচয়

20220520_174223.jpg

আমি মোঃ তৌফিকুল ইসলাম। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা। বর্তমানে আমি ফ্যামিলির একমাত্র ছেলে। জীবিকার তাগিদে বর্তমানে কুমিল্লা একটি প্রাইভেট কোম্পানিতে স্টিল বিল্ডিং এর টেকনিশিয়ান পদে জব করছি। আমার স্টিম ইউজার নাম ( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাই ইউজার।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলাই লিখতে পড়তে বলতে ও প্রকাশ করতে ভালোবাসি। আর বাংলাই ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ।যেখানে আমরা আমাদের মাতৃভাষায় নিজেদের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারে।

শ্রেণিবিবরণ
লোকেশনকুমিল্লা,বাংলাদেশ।
পোস্টআর্ট।
ডিভাইজস্যামস্যাং এম ২১।
কমিউনিটিআমার বাংলা ব্লগ।
Sort:  
 4 months ago 

প্রজাপতি অংকন করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে এই আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রজাপতির কালার দেখতে অনেক সুন্দর হয়েছে। দারুন একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার করা প্রজাপতি অংকনটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে অংকনটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টে মেসেজ করে মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আজকে আপনার প্রজাপতি অংকন অসাধারণ হয়েছে ভাইয়া। এরকম প্রজাপতিগুলো অংকন দেখলে খুব ভালো লাগে। আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব হয়। সুন্দর প্রজাপতি অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

পোস্টের ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করেন জেনে ভালো লাগলো। আমাদের সবার চেস্টা থাকে ভিন্ন ভিন্ন পোস্ট করার। তবে আপনার আকাঁ প্রজাপতিটি বেশ সুন্দর হয়েছে। আর রং করার জন্য দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মূল্যবান মতামতটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

বাহ আপনি তো খুব সুন্দর করে প্রজাপতি অঙ্কন করেছেন। আপনার প্রজাপতি অংকন আমার কাছে সত্যি অনেক ভালো লাগলো। এ কারণে আর্ট আমি নিজেও করতে অনেক পছন্দ করি। খুব নিখুঁতভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রজাপতি অংকন আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে আমাদের মাঝে প্রজাপতি অংকন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনিও আর্ট করতে পছন্দ করেন যেন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামতটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56087.39
ETH 2965.10
USDT 1.00
SBD 2.15