একুশে ফেব্রুয়ারি প্রথম পর্ব (১)🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊

আজ - মঙ্গলবার।
০৫-মার্চ-২০২৪ ইংরাজি।

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে একুশে ফেব্রুয়ারির দিন কাটিয়েছি কিভাবে সে সম্পর্কে কিছু কথা শেয়ার করব।বেশ কিছুদিন আমি পোস্ট করতে পারছিলাম না যে কারণে আমাকে পার্মানেন্ট ইনঅ্যাকটিভ ব্লগার ঘোষণা করেছে। আশা করছি এখন থেকে নিয়মিত কাজ করার চেষ্টা করব এবং আপনাদের সুন্দর সুন্দর পোস্ট উপভোগ করব।

20240305_180237.jpg

একুশে ফেব্রুয়ারির দিন আমাদের কোম্পানি থেকে ছুটি ঘোষণা করেন।এবং সেই সাথে জানিয়ে দেয় কোম্পানি থেকে আমাদের জন্য একটি অনুষ্ঠানের ব্যবস্থা করবে সেখানে আমাদের কিছু দে অংশগ্রহণ করতে হবে। আয়োজনটা সম্পূর্ণ কোম্পানি নিজ দায়িত্বে পালন করেছে তবে সামান্য কিছু পরিমাণ টাকা প্রত্যেকটা স্টাফ এর কাছ থেকেই উত্তোলন করেছে।যাদের বেতন ১৫ হাজার টাকার নিচে তাদেরকে দিতে হবে ৪০০ টাকা এবং যাদের বেতন ১৫ হাজার টাকার উর্ধ্বে তাদের দিতে হবে ৫০০ থেকে ৭০০ টাকা।কোম্পানি থেকে সুযোগ সুবিধা থাকতো চার বেলা টোকনের মাধ্যমে খাবার খাওয়ার সুযোগ। সাথে থাকছে কোম্পানির লোগো ব্যবহার করা একটি গেঞ্জি।

20240221_071856.jpg

20240221_080618.jpg

20240221_071651.jpg

২০ তারিখ রাত্রে আমরা ডিউটি শেষ করে যার যার বাসায় ঘুমিয়ে পড়ি।রাত নটার দিকে হঠাৎ করে আমাদের ফোরম্যান স্যার গ্রুপে মেসেজ দেন যার যার নিজ দায়িত্বে গেঞ্জিগুলো সংগ্রহ করতে। আমরা রাত্রেবেলা সবাই আইডি কার্ড শো করে নিজ নিজ দায়িত্বে নিজেদের গেঞ্জি সংগ্রহ করছি। সে সময় একটি ছবি তুলেছিলাম শেয়ার করছি। আসলে গেঞ্জি সবাইকে বুঝিয়ে দেয়ার দায়িত্ব ছিল আমার তাই আর কি তেমন একটা ছবি তুলতে পারি নাই।রাত্রে বেলায় অধিকাংশ মানুষের গেঞ্জি পৌঁছায় দেয়া হয়েছে এবং যারা বাইরে থাকে তারা সকালবেলা সংগ্রহ করেছে। এবং সকাল ছয়টার সময় আমাদের অফিস রুমের সামনে সকলে একসঙ্গে জড়ো হয়েছি।ফ্রেশ কোম্পানিতে স্টিল বিল্ডিং এর টেকনিশিয়ান পদে যে সকল জেলাতে স্টা আছে সব জায়গার স্টাফদের এখানে আমন্ত্রণ করা হয়েছিল। যারা দূরে ছিলেন তারা বাসে করে রওনা হয়েছিলেন।

20240220_234544.jpg

20240220_234555.jpg

20240221_073539.jpg

খাবারের ব্যবস্থা ছিল টোকনের মাধ্যমে সকালবেলার নাস্তা ছিল বিরিয়ানি মিনি পানির বোতল দুইটা। খাবারটা ছিল অনেক মজার এবং অনেক সুন্দর ভাবে পরিবেশন করছিলেন স্যারেরা।আমাদের সিনিয়র স্যারেরা সবাই মিলে নিজ দায়িত্বে খাবার পরিবেশন করছিলেন যেন কোন সমস্যার সম্মুখীন না হতে হয়। আরে বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। ছোটবেলায় স্কুল থেকে যেমন রেলির মাধ্যমে সবাই শাড়ি বন্ধ করে রাস্তার দুপাশ দিয়ে হেঁটে যেতাম।কেউ হাতে ফুল কেউ হাতে মালা খালি পায়ে সারিবদ্ধ হয়ে যেতাম সবাই শহীদ মিনারে সম্মান জানাতে। যাদের জন্য আমরা স্বাধীন দেশ ফিরে পেয়েছি তাদের উপলক্ষে আমরা দোয়া করতাম। তবে ছোটবেলার শহীদ মিনারে গিয়ে যেই অনুভূতি কাজ করতো সে অনুভূতি এখন আর নেই। এখন মৃত ব্যক্তিদের দোয়ার বদলে শুরু হয়েছে, কনসার্ট ডিজে পার্টি আনন্দ উল্লাস।আজকে এ পর্যন্ত ছিল ব্লকটি দ্বিতীয় পর্বে আবারো আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করো ধন্যবাদ সবাইকে।

20240221_083627.jpg

20240221_082934.jpg

20240221_083217.jpg

20240221_084009.jpg

20240221_084110.jpg

20240221_084121.jpg

সংক্ষেপে পরিচয়

আমি মোঃ তৌফিকুল ইসলাম। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা। বর্তমানে আমি ফ্যামিলির একমাত্র ছেলে। জীবিকার তাগিদে বর্তমানে কুমিল্লা একটি প্রাইভেট কোম্পানিতে স্টিল বিল্ডিং এর টেকনিশিয়ান পদে জব করছি। আমার স্টিম ইউজার নাম ( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাই ইউজার।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলাই লিখতে পড়তে বলতে ও প্রকাশ করতে ভালোবাসি। আর বাংলাই ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ।যেখানে আমরা আমাদের মাতৃভাষায় নিজেদের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারে।

শ্রেণিবিবরণ
লোকেশনকুমিলিল্লা,বাংলাদেশ
পোস্টএকুশে ফেব্রুয়ারি।
ডিভাইজস্যামস্যাং এম ২১।
কমিউনিটিআমার বাংলা ব্লগ।
w3wordshttps://w3w.co/flagged.unscathed.toys
ডেলিগেসন লিংক
abb-curation

Link

Heroism

Link

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

Link

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56456.73
ETH 2990.61
USDT 1.00
SBD 2.13