বন্ধুর শুভ বিবাহ।(লাজুক খ্যাকের জন্য ১০% পে আউট)

আসসালামু-আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন। আমার বাংলা ব্লক পরিবারের সকল মেম্বারদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।আমার বাংলা ব্লগ পরিবারের প্রতিটি মেম্বার তাদের ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতার মাধ্যমে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর পোস্ট উপহার দিয়ে থাকেন।নতুন নতুন পোস্টের মাধ্যমে আমরা নতুন ভাবে জ্ঞান অর্জন করতে পারি এবং অনেক কিছু শিখে থাকি। স্টিম প্ল্যাটফর্মে আমাদের শেখার ও ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতা শেয়ার করার সুযোগ করে দিয়েছেন আমার বাংলা ব্লগ কমিউনিটির ফাউন্ডার @rme দাদা। দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেয়ার জন্য।

20240120_012653.jpg

বেস্ট ফ্রেন্ডের বিয়ে, কিছু দিন আগে আমি ও আমার ফ্রেন্ড দুজনে মিলে অফিস থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাই। আমার ফ্রেন্ডের দাদা খুবই অসুস্থ ছিলেন তাকে দেখার জন্যই আমরা। তিন দিনের ছুটিতে বেড়াতে গিয়ে ছিলাম। হঠাৎ করেই তার দাদা বলে বসে আমার ফ্রেন্ডকে বিয়ে দেয়ার কথা। আমার ফ্রেন্ড যেহেতু বাড়ি বড় ছেলে আর বাবা মায়ের কথা অমান্য না করে রাজি হয়ে যায়।যদিও বিবাহের জন্য সে প্রস্তুত ছিল না কিন্তু তার দাদার কথা রাখতে গিয়ে সে রাজি হয়ে যায়। দুদিনের মধ্যে বেশ কিছু জায়গা মেয়ে দেখার পরে একটি মেয়েকে পছন্দ করে সবাই।রাত্রের মধ্যেই বিয়ের ডেট ফিক্সড হয়ে যায়। তাড়াহুড়ো করে কেনাকাটা ও কাছে আত্মীয় স্বজনদেরকে জানানো হয়।

20240120_023303.jpg

20240120_015357.jpg

20240120_015501.jpg

এদিকে বন্ধু হিসাবে আমাদের উপর দায়িত্ব আসে বাসর ঘর সাজানোর জন্য। রাতের বেলা হঠাৎ করে বাসর ঘর সাজানোর জন্য তাড়াহুড়ো করে চলে যায় আমাদের বাজারে। যদিও এখন ফুলের সিজন তারপরেও অনেক রাত হয়ে গিয়েছে যে কারণে পছন্দ করে তেমন একটা বেশি ফুল কেনাকাটা করতে পারলাম না।ফুলের দোকানে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি কলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি।

20240119_185734.jpg

20240119_185748.jpg

20240119_185837.jpg

20240119_185727.jpg

ফুলগুলো কেনাকাটার পর বাসায় ফিরে গেলাম এবং বন্ধুদের সাথে নিয়ে নিজ হাতে বাসর ঘর সাজানোর কাজ শুরু করে দিলাম।আগে কখনো তেমন একটা বাসর ঘর সাজানো হয়নি তবে বাসর ঘরের ডিজাইন টি ফুলের দোকান থেকে দেখে এসেছিলাম। আমার নিজ হাতে তৈরি একটি দ্বিতীয় নাম্বার বাসর ঘর সাজানো। তার বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করছি আপনাদের সঙ্গে।

20240120_002541.jpg

20240120_001218.jpg

20240119_222932.jpg

20240119_222945.jpg

তাড়াহুড়া করে বিয়ের প্রোগ্রামটা করা হয়েছিল যে কারণে বড় ধরনের কোনো আয়োজন করা হয়নি। বিয়ের গাড়ি যাইতে অনেক লেট হয়ে যায় যে কারণে আসতে ও প্রায় রাত দুইটা বেঁচে যায়। শীতের শেষের দিকে হলেও অনেকটাই ঠান্ডা আবহাওয়া এবং প্রচুর শীত পড়ছিল।বিয়ে বাড়িতে বাসর ঘরে সবাই অনেক মজা মাস্তি করে থাকে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই খুব একটা বেশি জ্বালাতন না করে তাদেরকে বাসর ঘরে ঢুকতে দিই।সেই সাথে রাত্রে আমার বন্ধুকে একটি ফুলের তোরা হাতে ধরিয়ে দিয়ে বলি তার বিবাহিত বউকে তার ভালোবাসার কথা প্রকাশ করতে। সেসময়ের সুন্দর মুহূর্তের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথ শেয়ার করছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন তাদের পারিবারিক জীবন যেনো সুখের ছোঁয়াতে ভরে ওঠে।

1707036947128.jpg

1707037104167.jpg

লোকেশন-কুষ্টিয়া,বাংলাদেশ।
ডিভাইস-স্যামসাং এম ২১
পোস্ট-বন্ধুর বিয়ে।
রাইটিং-@kosto

Sort:  
 4 months ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনার ফ্রেন্ড তার দাদার কথায় বিয়েতে রাজি হয়েছে এবং অবশেষে বিয়ে করে ফেলেছে। আপনার ফ্রেন্ডের জন্য শুভকামনা রইল তবে প্রথম অবস্থায় কয়েকটি ছবি দেখে বুঝতেই পারেনি আসলে এখানে বর কে হাহাহা। যাই হোক সবসময় দোয়া থাকবে আপনার বন্ধুর প্রতি যেন তার দাম্পত্য জীবন অনেক বেশি সুখের এবং শান্তির হয়। ফ্রেন্ড হিসেবে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেছেন, ধন্যবাদ আপনাদের।

Posted using SteemPro Mobile

অনেক অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56373.71
ETH 2972.37
USDT 1.00
SBD 2.12