$PUSS ডিপোজিট করুন, আর জিতে নিন $১৫ ডলার 🐾🚀

in আমার বাংলা ব্লগ4 days ago

নমস্কার বন্ধুরা,

আপনারা জানেন $PUSS টোকেন কদিনের মধ্যেই Gate.io তে লিস্ট হতে চলেছে। যেটা হবে $PUSS দ্বিতীয় কোন বড় এক্সচেঞ্জে লিস্টেড হওয়া। বহু চেষ্টার পরে আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তবে লিস্টেড হওয়ার পাশাপাশি আমাদের জন্য আছে একটি চ্যালেঞ্জ। আর সাধারণ সদস্যদের জন্য অনেক ভালো একটি সুখবর। $PUSS লিস্টেড সম্পূর্ণ হওয়ার আগে আপনারা ৩,৬০০ এর বেশি $PUSS Gate.io তে ডিপোজিট করে জিতে নিতে পারেন, ১৫ ডলার। আর Gate.io সেই রিওয়ার্ড যে কোনো সদস্য চাইলেই জিতে নিতে পারেন। যেহেতু আমাদের $PUSS কয়েন কে তারা খুব তাড়াতাড়ি লিস্ট করতে চলেছে সেজন্য Gate.io র তরফে চালানো হচ্ছে নতুন ক্যাম্পেনিং। সেই ক্যাম্পেনিং নিয়ম মেনে পার্টিসিপেট করলেই জিতবেন বেশ খানিকটা রিওয়ার্ডস।

1000096903.png

কাজ বিশেষ কিছুই করতে হবে না, আমার দেওয়া লিংকে ক্লিক করে Join Now, তারপর পরবর্তী স্টেপগুলো শুধু ফলো করতে হবে। শুরুতে প্রয়োজন একটাই আপনার Gate.io তে ভেরিফাইড অ্যাকাউন্ট থাকা জরুরী। ক্যাম্পেনিংএ যোগ দেওয়ার নিয়ম খুব সহজ, শুধুমাত্র কিছু $PUSS আপনার একাউন্ট এ ডিপোজিট করে মাত্র তিন দিন সেখানে ধরে রাখতে হবে। তবে $PUSS এর সংখ্যা হতে হবে কমপক্ষে ৩,৬০০। প্রথম ৩০০ জন প্রতিযোগী পেয়ে যাবেন, $১০ সেইসাথে PussFi Foundation আরো অতিরিক্ত $৫ ডলার আপনাদের দেবে। আর ক্যাম্পেনিং চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত।

1000096898.jpg

এই ক্যাম্পেনিং এ আপনারা নিজেরা জয়েন করতে পারবেন। সেই সাথে আপনাদের কোনো পরিচিতিদের কেও করে দিতে পারেন, $১৫ ডলার জেতার সুযোগ। আপনার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আপনাদের ভেরিফাইড Gate.io একাউন্টটিতে নিজের এসেট এর পাইলট ট্যাব দেখবে হবে। Gate.io এর মত বড়ো CEX যখন এমন এক ক্যাপেনিং চালাচ্ছে তখন আমাদের সেখানে অংশগ্রহণ করাটা সত্যি জরুরী। তবে প্রথমে আপনাদেরকে কিছু টাস্ক কমপ্লিট করে ফেলতে হবে। সেই স্টেপ গুলো কোথাও আটকে গেলে আমার বাংলা ব্লগে ডিসকর্ড সার্ভারে যোগাযোগ করবেন।

1000096899.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

অনেকেই সঠিক প্রসেসটি বুঝতে পারেনি যার কারণে টাস্ক গুলো কমপ্লিট না করেই ডিপোজিট করেছে। সঠিক প্রসেস জেনে টাস্ক গুলো কমপ্লিট করে ডিপোজিট করতে হবে সে ক্ষেত্রে এই ক্যাম্পেইন সফল হবে।

 3 days ago 

এই ক্যাম্পেইনে অবশ্যই উচিত আমাদের সকলের অংশগ্রহণ করা। ইতিমধ্যেই আমি অংশগ্রহণ করে ফেলেছি। যারা ঠিকমতো পুরো ব্যাপারটা বুঝতে পারেনি, তারা এই পোস্টটি দেখে খুব সহজেই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে বলে আমি মনে করি। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 days ago 

আমাদের $PUSS প্রজেক্ট যতদিন যাচ্ছে ততই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গতকালকে এই সুন্দর ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছি। সত্যি বলতে শ্রদ্ধেয় বড় দাদা আমাদের জন্য দারুন দারুন সুযোগ এনে দেয়। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

অবশ্যই এই ক্যাম্পেইনে আমাদের অংশগ্রহণ করা উচিত।আমিতো করতেই পারছিলাম না।অনেক ঝামেলা হয়েছে প্রথমে আমার।পরে অবশ্য করতে পেরেছি।সুন্দর ভাবে বিষয়টিকে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 12 hours ago 

যদিও প্রথমে ঝামেলায় পড়েছিলাম কিন্তু পরবর্তীতে গিয়ে বিষয়টি বুঝে গিয়েছিলাম। আমি আমার দুইটা একাউন্ট থেকে ক‍্যাম্পেইন এ অংশগ্রহণ করেছিলাম। আশাকরি বেশ ভালো কিছু হবে। বেশ সুন্দর ভাবে আপনি পোস্ট টা উপস্থাপন করেছেন দাদা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 98773.77
ETH 2801.82
SBD 0.64