৩০ স্টিম পাওয়ার আপ
নমস্কার,
বন্ধুরা আপনার সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার বছরের ৪৪ তম পাওয়ার আপ নিয়ে হাজির হয়েছি।
স্টিমিট যাত্রার পর থেকেই আমি পাওয়ার আপ করে চলেছি। যা নিয়মিত রূপে শুরু করি ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ অংশগ্রহণ করে ১০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়ে। প্রতিনিয়ত অল্প অল্প পাওয়ার আপ করে ১৭-ই এপ্রিল ২০২২ তারিখে ১০,০০০ SP র লক্ষ্য ছুঁই। সেই লক্ষ্যে পৌঁছে ফের সামনের দিকে এগোতে থাকি। যার ফল স্বরূপ ২০২২ সালেই ট্রিপল ডলফিন হতে সক্ষম হই। ২০২৩ সাল শুরু হওয়ার পর টার্গেট ডিসেম্বর-৩ এ নতুন লক্ষ্যমাত্রা নিলাম ২৫০০০ SP র। যা পূর্ন করার পরে ৩০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, যা আমি বিগত ১৫-ই নভেম্বর ২০২৩ তারিখে পূর্ন করেছি। নতুন বছর শুরু হওয়ার পর নতুন লক্ষ্যমাত্রা ঠিক করে আমি পাওয়ার আপের পথচলা শুরু করি। ২০২৪ সালে আমার লক্ষ্য ছিলো ৪৫,০০০ SP বা নাইন ডলফিন। যা আমার সদ্য পূর্ণ হয়েছে। আর সব কিছুই সম্ভব হয়েছে ফ্যান্টম দার আশীর্বাদ ও আমার বাংলা ব্লগের ভালোবাসায়।
বছর শেষ হতে এখন বেশ কিছুটা সময় বাকি, তাই থেমে না গিয়ে এগোতে থাকবো। সামনের তিন মাসে চেস্টা করবো ৫০,০০০ SP র যত কাছাকাছি পৌঁছে যেতে পারি।
পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ৪৮,০৯৪ SP। পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ ৪৮,১২৪ SP।
আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!
- আজকের পাওয়ার আপের পূর্বে আমার ৪৮,০৯৪ SP ছিলো । (Before Power Up my Steem Power was 48,094 SP)
- ৩০ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে। (Powered Up 30 STEEM)
- পাওয়ার আপের পর আমার SP হলো ৪৮,১২৪। (After Power Up my Steem Power is 48,124 SP)
আজকের মতো বিদায় জানালাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
৩০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে গেলেন। এভাবেই শক্তি অর্জন করবেন আপনার জন্য শুভকামনা রইল।
দাদা আপনি এই সপ্তাহে ৩০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৪৮,১২৪+ এসপি তে পৌঁছে গেলেন। এতে করে আপনার কাঙ্খিত লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে গেলেন। আশা করি এই সিজনে আপনি ৫০,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।
আর কয়েক স্টিম পাওয়ার বৃদ্ধি করলেই আপনার স্টিম পাওয়ার তৈরি হবে ৫০ হাজার অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। পাওয়ার বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখে ৩০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন আপনার জন্য শুভকামনা রইল দাদা।
দাদা আপনি আজকেও 30 স্টিম পাওয়ার আপ করলে করে নিজের লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গেলেন দেখে খুব ভালো লাগলো। আজকের পাওয়ার আপের মাধ্যমে দেখছি আপনার ৪৮,১২৪ SP হয়ে গিয়েছে। আর মাত্র অল্প কিছু স্টিম হলে আপনার লক্ষ্যটা পূরণ হয়ে যাবে এটা ভাবতেই ভালো লাগছে। আশা করছি খুব তাড়াতাড়ি আপনি ৫০০০০ স্টিম পূরণ করে নিতে পারবেন।
প্রতি সপ্তাহের মত করে আজও আপনি পাওয়ার আপ করেছেন। তাতে করে আপনি আপনার লক্ষ্যের দিকে আরও একধাপ এগিয়ে গেছেন। আশা করি এমন করে ছোট ছোট করে পাওয়ার আপ করে আরও অনেক দূর এগিয়ে যাবন। শুভ কামনা রইল আপনার জন্য।
আপনি বরাবরই ৩০ স্টিম করে পাওয়ার আপ করেন,আপনার পাওয়ার আপ দেখলেই পাওয়ার আপ করার আগ্রহ বেড়ে যায়। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দাদা পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।