অনেকের বিষণ্নতা ভালো লাগে না যদিও আমার কাছে এটা একটু অন্যরকম। আমার আবার বিষণ্নতা ভালো লাগে। আমার মনে হয় বিষণ্ন হলে তবেই ভালো লাগাটা বেশি করে বোঝা যাবে। অনেক গুলো শ্রাবণে হাতে হাত রেখে এক সাথে না ভেজায় যেমন বিষণ্নতা আসবে, আবার হাতে হাত দিলেই তখন তো সেই বিষণ্নতা কেটে যাবে তাই নয় কি!