You are viewing a single comment's thread from:

RE: বর্ণভেদ

in আমার বাংলা ব্লগ2 years ago

যত দিন জাতপাতের কচকচনি চলতে থাকবে ততদিন আমাদের সমাজের সার্বিক ক্ষতি হতে থাকবে। মানুষের বানানো কিছু নিয়মের সত্যিই বদল প্রয়োজন। আশা করছি শিক্ষা কিছুটা হলেও পরিবর্তন করবে।

দাদা, নতুন জিনগত রিসার্চ গুলোতে অর্য ইনভেশন থিয়োরি শুধুমাত্র রটনা হিসেবেই বলা হচ্ছে।

Sort:  
 2 years ago 

এটি বেশ ইন্টারেষ্টিং তো । "আর্য ইনভেশন" যদি মিথ্যা হয়ে থাকে তবে তো নতুন একটি ইতিহাস উন্মোচিত হবে । সিন্ধু সভ্যতা নিয়ে পড়ার খুউব ইচ্ছে আছে টাইম বের করতে পারছি না । রাহুল সাংকৃত্যায়নের "ভোলগা সে গঙ্গা" বইটা পড়া আছে আমার । অনেকগুলি ছোট বড় গল্পের মধ্য দিয়ে প্রাচীন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এবং তৎ পরবর্তী নানান সভ্যতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে । ইন্টারেষ্টিং খুব ।

 2 years ago 

রাখিগ্রাহীর কাছে নতুন কঙ্কালগুলোর জেনেটিক্স রিসার্চ করে প্রাথমিক ভাবে যা তথ্য উঠে এসেছে তাতে ইনভেশন থিয়োরিকে নস্যাৎ করছে। ব্রিটিশরা মিথ্যে বললেও জিন তো মিথ্যে বলবে না। আশা করা যায় আগামী ১০ বছরের মধ্যে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে।

দাদা, "ভোলগা সে গঙ্গা" বইটা ফিকশন না?

 2 years ago 

ইতিহাস আশ্রিত ফিকশন ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 57962.42
ETH 3050.85
USDT 1.00
SBD 2.25