প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 🇮🇳

in আমার বাংলা ব্লগ20 hours ago

নমস্কার বন্ধুরা,

৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত করছে ভারত। প্রতি বছর ২৬ শে জানুয়ারি তারিখে সাড়ম্বরে ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এই দিনটিকে ভারতীয় গণতন্ত্র এবং সংবিধান প্রতিষ্ঠার প্রতীক বলা হয়। ১৯৫০ সালের ২৬-শে জানুয়ারি ভারতের সংবিধান সম্পূর্ন দেশে কার্যকর হয়েছিল, যা ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। তাই দিনটি শুধু একটি ঐতিহাসিক মুহূর্তর জন্য নয়, বরং ভারতীয় জনগণের স্বাধীনতা সংগ্রামের সফল পরিণতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতীয়দের অঙ্গীকারের নিদর্শন রূপ।

1000087169.jpg

Copyright free Image Pexels

ভারতের স্বাধীনতা পাওয়া অনেক সংঘর্ষ ও ত্যাগের পর। ১৯৪৭ সালের ১৫-ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর, ভারতকে গণতান্ত্রিক কাঠামোতে রূপান্তরিত করতে প্রয়োজন ছিল পূর্ণাঙ্গ সংবিধানের। ড. বি. আর. আম্বেদকরের নেতৃত্বে একটি সংবিধান খসড়া কমিটি গঠিত হয়, এবং দীর্ঘ পর্যালোচনা ও আলোচনার পর সংবিধান তৈরি করা হয়। ১৯৫০ সালের ২৬-শে জানুয়ারি তারিখে, সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমে ভারত একটি প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। তাই ভারতের প্রজাতন্ত্র দিবস পালন কেবল একটি জাতীয় উৎসব নয়, এটি আমাদের সংবিধানের গুরুত্ব ও স্বাধীনতা সংগ্রামের বলিদানের প্রতি সম্মান জানানোর দিন। আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক হিসেবে অধিকার, এবং সাম্যের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। প্রজাতন্ত্র দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমাদের পূর্ব পুরুষদের আত্মাহুতি এবং সেই সাথে আমরা ভারতকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, এবং উন্নত সমাজে পরিণত করার জন্য কাজ করব।

1000087170.jpg

Copyright free Image Pexels

প্রতি বছর, দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ। সেই কুচকাওয়াজে ভারতের সামরিক শক্তি, ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য, এবং ঐতিহ্য তুলে ধরা হয়। প্রতি রাজ্য নিজেদের ট্যাবলো নিয়ে ভাগ নেয় সেই কুচকাওয়াজে, রাজ্যের সংস্কৃতি তুলে ধরে সারা ভারত তথা পৃথিবীর সামনে। আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম শুধু এই কুচকাওয়াজ দেখাবার জন্য! যদিও কুচকাওয়াজ দেখতে দেখতে ফোন চলে এলো, আবাসনের তরফে পতাকা উত্তোলন হচ্ছে সেইটাতে যাবার জন্য। তড়িঘড়ি কুচকাওয়াজ ছেড়ে সেদিকে দৌড়লুম। পতাকা উত্তোলন করা হলো। মুঠোফোন নিয়ে যাইনি তাই ছবি তুলতেও ভুলে গেছি 😅।

ভারতের প্রজাতন্ত্র দিবস আমাদের জাতীয় পরিচয়, গৌরব, এবং গণতান্ত্রিক আদর্শের উদযাপনের দিন। আমাদের অতীতের গৌরবময় ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভবিষ্যতের প্রতি দায়িত্বের অঙ্গীকারের দিন। দেশের প্রতি আমাদের নাগরিকদের কৃতজ্ঞতা জানানোর করার দিন। দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন। সাধারণতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 19 hours ago 

৭৬ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইলো দাদা। এমন বিশেষ উপলক্ষে করা বিশেষ কুচকাওয়াজ গুলো আসলেই ছোট থেকে বড় সকলেরই আকর্ষণ এর কেন্দ্রবিন্দুতে থাকে। আমাদের বিজয় দিবসেও আমরা অধীর আগ্রহে টিভির সামনে বসে থাকি কুচকাওয়াজ দেখার জন্য। আপনারা নিজেরাও পতাকা উত্তলন করেছেন জেনেও ভালো লাগলো।

 18 hours ago 

দাদা আপনাকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।

পতাকা উত্তোলন করা হলো। মুঠোফোন নিয়ে যাইনি তাই ছবি তুলতেও ভুলে গেছি 😅।

মোবাইল নিয়ে গেলে তো আমরাও পতাকা উত্তোলনের ফটোগ্রাফি দেখতে পারতাম দাদা। তাড়াহুড়া করে চলে গিয়েছেন বলে সাথে ফোন নিতে ভুলে গিয়েছেন। যাইহোক টিভিতে কুচকাওয়াজ দেখতে আমার খুব ভালো লাগে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 hours ago 

২৬ জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানায়। এমন একটি ঐতিহাসিক দিন ভারতে দেশপ্রেম এবং একতার অনুভূতি গভীরভাবে জাগিয়ে তোলে।কুচকাওয়াজ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আপনাদের ইতিহাস, সংস্কৃতি এবং স্বাধীনতার প্রতি শ্রদ্ধার প্রকাশ। বিশেষত বিজয় দিবসের মতো এই দিনগুলোতে আমরা সবাই যেন একসূত্রে গাঁথা হয়ে যাই। পতাকা উত্তোলনের মুহূর্তেও আমাদের সকলের হৃদয়ে গেঁথে থাকা সেই স্বাধীনতার অনুভূতি আরো তীব্র হয়। সত্যিই, এ ধরনের দিন আমাদের জাতীয় গৌরবকে আরও শক্তিশালী করে।

 2 hours ago 

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আপনাকেও। ট্রেনে বসেই এবারে প্রজাতন্ত্র দিবস কেটে গেল। যাই হোক খুব সুন্দর করে বর্ণনা করেছেন দিনটির ইতিহাস ও গুরুত্ব। গতকালই আপনার পোস্ট পড়েছিলাম কিন্তু ট্রেনে এত টাওয়ার ঠিকমতো থাকে না তাই রাতের দিকে আর কমেন্ট করতে পারিনি। মাঝেমধ্যে আমি এটাও ভাবি আমাদের চোখে সংবিধান না থাকতো তাহলে কি হতো!!

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.036
BTC 98327.91
ETH 3042.37
SBD 4.91