কবিতা : ‘সঙ্গী’ - ফ্যান্টম | আবৃত্তিতে : নির্মাল্যsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

songi.jpeg

Copyright & Royalty Free Image : Pixabay

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরো একটি নতুন কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম।

আজ আপনাদের কাছে আমাদের সকলের প্রিয় ফ্যান্টম দার একটি কবিতা আবৃত্তি রূপে পরিবেশন করছি। আবৃত্তি সিরিজে এটি আমার দ্বাদশতম উপস্থাপনা। আমার আজকের পরিবেশন, সঙ্গী। সঙ্গী কবিতাটি আদ্যোপান্তে ভালবাসার আবেগে ভরপুর। আদপে কবিতাটি দাদা তনুজা দিকে উৎসর্গ করে লিখেছিলেন। দাদা যেমন একজন প্রেমিকের বিরহের দিকটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারেন তেমনি প্রিয়জনের প্রতি ভালোবাসার অনুভুতির প্রকাশ করতে তিনি সমান সার্থক। যেটা অভিমত পর্যায়ে গিয়ে আরো আলোচনা করা হবে। আর দেরি করা ঠিক হবেনা, তাহলে চলুন শুরু করা যাক।


"সঙ্গী"

ফ্যান্টম

এক নির্জন পথের পথিক আমি,
হেঁটে চলেছি, ক্লান্তিহীন দীর্ঘ এক পথ-পরিক্রমায়;
একা, নিঃসঙ্গ এ চলার মাঝে সঙ্গী করতে চাইনি কাউকেই।
তবু তুমি এলে, নিঃসঙ্গ জীবনের সঙ্গী হতে,
একা এক মানুষের চলার পথের সঙ্গী হয়ে ।
তুমি ছাড়া হয়তোবা এই তেপান্তরের মাঠে,
খুঁজে পেতাম না কোনো দিশা ।

মরীচিকার পিছে ছোটা, আলেয়ার আলোয় দিশেহারা
যখন আমার হৃদয়, ক্লান্ত রক্তাত ক্ষতবিক্ষত দুটি চরণ,
তখন রাত জাগা এ পোড়া চোখের পাতায় তোমার শীতল চুম্বন;
সোহাগের নদী বাঁধ ভেঙে যায় পাগল করা সুখের আবেশে ।
স্বপ্ন দেখায় তোমার হাতের ছোঁয়া, বুকের মাঝে উষ্ণতার স্পর্শে।

আগে ছিলাম একা ছিলাম, ভালোই ছিলাম বেশ
এখন বন্ধু তোকে ছাড়া কাটে না আমার এক মুহূর্তেরও রেশ ।
আমার এক চোখে হাসি, আরেক চোখে জল
তোর বিহনে, তোকে ছাড়া বন্ধু বাঁচবো কি করে বল ?

আমার মতামত

'সঙ্গী' কথাটি কতো ছোট তাই না? অথচ ছোট্ট এই কথাটির দাম অনেকটাই। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সময়ে সঙ্গীর বিশেষ প্রয়োজন হয়। সে সঙ্গীটি হবে আপনার কোনো প্রিয়জন। যার সাথে সম্পর্ক হবে, আত্মার। আর সঙ্গী কবিতায় দাদা যে অর্থে কথাটি ব্যবহার করেছেন সেটা হলো সারা জীবনের একসাথে পাশাপাশি চলার মতো একটি মানুষের।

আসলে দিনের শেষে প্রত্যেকটা মানুষ খুব একা। তাই সব শেষে আমরা যেটা খুঁজি সেটা হলো একটি আশ্রয়। যা সভ্য সমাজের এটাই হল প্রধান বৈশিষ্ট্য। জীবনের ক্ষেত্রেও আমরা দিনের শেষে সেই আশ্রয় চাই, যেটা দিতে পারে কোনো এক প্রিয়জন।

সঙ্গী কবিতার প্রত্যেকটা লাইনেই লুকিয়ে রয়েছে প্রিয়জনের প্রতি আবেগের কথা, তার প্রতি অনুভূতির কথা। কবি তার জীবন নামক নির্জন পথটিতে একা চলছিলেন, ঠিক সেই সময়েই তার নিঃসঙ্গ জীবনে প্রিয় মানুষটি আসলেন দিশা রূপে। আর কবির জীবনের সাথে জুড়ে গেলেন তিনি। হয়ে উঠলেন চলার পথের সঙ্গী।

সঙ্গীটি তার জীবনে এতোটাই পরিবর্তন নিয়ে এসেছেন যে কবি শেষ স্তবকে বলছেন। তিনি যখন একা ছিলেন তখন খুব যে একটা মন্দ ছিলেন না তা নয়, কিন্তু যখন সঙ্গীটি তার জীবনে এলো তারপর থেকে তাকে ছাড়া জীবন যেন স্তব্ধ। তাকে ছাড়া কবির আর এক মুহূর্তও কাটতে চায় না। কবির তাকে নিয়েই লুকিয়ে আছে জীবনের হাসি কান্নাগুলো।

আবৃত্তি


Made with VEED.IO

ধন্যবাদ




Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 2 years ago 

অসাধারণ উপস্থাপনা। এত সুন্দর একটি কবিতা এত সুন্দর ভাবে আবৃত্তি করে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জীবন সান্নিধ্যতে জীবন সঙ্গীর বিকল্প কিছু নেই। সেটা হোক বা নারী হোক বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। সেই সঙ্গীকে নিয়ে আপনি অসাধারণ ঠিক কবিতা লিখেছেন দাদা। আবৃত্তিতে নির্মূল্য দাদাও চমৎকার প্রতিভা দেখিয়েছেন। উভয়ের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দাদা নমস্কার
আপনি বড় দাদার লেখা সঙ্গি কবিতাটি বেশ চমৎকার করে উপস্থাপন করেছেন ৷আমি মুগ্ধ হয়ে শুনছিলাম ৷
আর ঠিক কবিতার প্রতিটি লাইন অনেক বুঝার কিছু আছে ৷জীবনে চলার পথে একটা প্রিয় মানুষ দরকার যে কী না সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু ভাগ করবে ৷যে মানুষটি শক্ত করে ধরে সাহস জোগাবে ৷
ধন্যবাদ দাদা চমৎকার করে কবিতাটি উপস্থাপন করার জন্য ৷

 2 years ago 

সঙ্গী শব্দটা ছোট হলেও কিন্তু দাদা একজন সঙ্গী ছাড়া বেঁচে থাকা বেশ কঠিন। দাদার কবিতা এবং আপনার আবৃত্তি সত্যি দারুণ। চমৎকার আবৃত্তি করেছেন। অনেক ভালো লাগছে।।।

 2 years ago 

আসলেই সঙ্গী কথাটির দাম অনেক বেশি। দাদার লেখা বৌদির জন্য কবিতাটি আমার কাছে অসাধারণ লেগেছিল। কিন্তু আপনি আজকের কবিতাটি সম্পর্কে মতামত এবং কবিতা আবৃত্ত ি দুটোই বেশ ভালো লেগেছে। কবিতা আবৃত্তি শুনতে অনেক সুমধুর লেগেছে। আসলেই মানুষের জীবনের সঙ্গী এরকমই হয়।

 2 years ago 

যেমন আমাদের দাদার কাবিতার হাত,তেমনি অসাধারণ আপনার অবৃত্তি।শুনে হৃদয় জুড়িয়ে যায়।ধন্যবাদ দাদা আমাদের কানে শুধা বর্ষণ করার জন্য।

 2 years ago 

সঙ্গী কবিতাটি ছোট হলেও এর গভীরতা অনেক ৷ কবিতার প্রতিটি শব্দে মিশে আছে অনেক অনের অর্থ ৷ দাদার লেখা প্রতিটি কবিতাই অনেক ভালো লাগে ৷ দাদার হাতে লেখা আর আপনার আবৃত্তি সত্যি অসাধারণ হয়েছে ৷ অবেক অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সত্যি দাদা প্রিয় জনকে নিয়ে দারুণ একটা কবিতা লিখেছেন। সবার জীবনে সঙ্গীর প্রয়োজন। সঙ্গী ছাড়া জীবন অচল হয়ে পড়ে। আর সঙ্গী কবিতার প্রতিটি লাইনের মধ্যে লুকিয়ে রয়েছে আবেগের কথা, অনুভুতির কথা। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

দাদার কবিতার ত কোন তুলনা নেই। আর ভাইয়া আপনার আবৃত্তিরও কোন তুলনা হয় না। দুজন দুদিকে পারফেক্ট। যেমন লেখা, তেমন আবৃত্তি। অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

দাদার লেখা কবিতা আর তোমার উপস্থাপনা খুব সুন্দর হয়। একজন সঠিক সঙ্গী ছাড়া জীবন সত্যিই অচল হয়ে পড়ে। কবিতার ভিতর রয়েছে দুঃখ, সুখ, আবেগ, অনুভূতি। সত্যিই খুব সুন্দর হয়েছে নির্মাল্য দা।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 94003.99
ETH 3310.95
USDT 1.00
SBD 3.12