টিভি সিরিজ : রিচার - পাই // ১০% লাজুক 🦊-কে
নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ। আজ আপনাদের সাথে রিচার টিভি সিরিজের অষ্টম ও অন্তিম পর্বের এপিসোড নিয়ে হাজির হয়েছি। রিচার টিভি সিরিজটি সেনাবাহিনীর সদ্য প্রাক্তন হওয়া জ্যাক রিচার ঘিরে তৈরী। জ্যাক রিচার সেনাবাহিনীর জীবন শেষ করে মারগ্রেভ শহরে ব্লুজ সঙ্গীতশিল্পী ব্লাইন্ড ব্লেকের খোঁজে আসে যেখানে পরপর দুটি খুনের সম্মুখীন হয়। তারপর রিচার স্থানীয় পুলিশ রস্কো আর ফিনলের সাথে খুনের তদন্তে জড়িয়ে যায়। খুনের তদন্ত করতে দিয়ে বেরিয়ে আসে আরো অনেক কিছুই অবৈধ কার্যকলাপের কথা।
রিচার পিকার্ডের বলা জায়গায় পৌঁছে দেখে পিকার্ড কেজে, টিল ফিনলেকে বন্দি করে তারই অপেক্ষা করছে। কেজে রিচারকে জানায় সেই মারগ্রেভের সমস্ত খুনের পিছনে দায়ী। তারপর কেজে রস্কো আর হাবলের পরিবারের একটি লাইভ স্ট্রিম দেখিয়ে রিচারকে হাবলকে খুঁজে আনতে বলে।
হাবলকে খুঁজতে রিচারের সাথী হয় পিকার্ড। গাড়িতে ওঠার আগে রিচার কৌশল করে গাড়ির একটা টায়ার ফুটো করে দেয়। টায়ার ফুটো থাকায় কিছুদূর গিয়ে গাড়িটা থেমে যায়। গাড়ি ঠিক করতে নেমে রিচার পিকার্ড দুজনেই দুজনকে গুলি করে। গুলির মধ্যেই পিকার্ড পালাতে সক্ষম হয়।
রিচার তাড়াতাড়িই হাবলকে এক হোটেল থেকে খুঁজে বের করে ফেলে। হাবলকে লুকিয়ে থাকার পেছনের কারণ হিসেবে বলে, সে জো ও জোবলিংয়ের সাথে কাজ করেছিলো ক্লাইনারের অবৈধ কাজকর্ম করার জন্য তাই সন্দেহ ছিলো তাকে হয়তো হত্যা করা হবে।
অন্যদিকে ফিনলেকে পুলিশ স্টেশনে নিয়ে নির্যাতন করা হচ্ছে ঠিক সেই সময় রিচার পুলিশ স্টেশনে গাড়ি ঢুকিয়ে নির্যাতনকারী পুলিশ বেকারকে গাড়ি চাপা দিয়ে ফিনলেকে মুক্ত করে। ফিনলেকে উদ্ধারের পর পর নেগলিও চলে আসে। নেগলি রিচারের সাথে পুলিশ স্টেশনেই প্রয়োজনীয় অস্ত্র জোগাড় করে নেয়।
রিচার নেগলি, ফিনলে ও হাবলকে নিয়ে ক্লাইনারের কারখানায় আক্রমণ করে যেখানে রস্কো ও হাবলের পরিবারকে আটকে রাখা হয়েছে।
পিকার্ড কারখানার ভেতরে ফিনলেকে আক্রমণ করলে ফিনলে পিকার্ডকে এক হাইড্রোলিক প্রেস দিয়ে মেরে ফেলতে সমর্থ হয়। বিপদ বুঝে রস্কোকে হত্যা করতে উদ্যত হয় টিলে। উল্টে রস্কোই টিলেকে মারতে সক্ষম হয়। সবশেষে রিচারের সাথে কেজের লড়াই হয় যেখানে রিচার কেজেকে লাথি মেরে আগুনে ফেলে দেয়।
লড়াই মিটে গেলে রস্কো ও রিচার পাশাপাশি বসে গল্প করে যখন রস্কো রিচারকে তার নম্বর দেয়। রস্কো বলে যে সে মারগ্রেভে থেকে মারগ্রেভ পুনর্নির্মাণের পরিকল্পনা করছে তখন রিচার রস্কোকে মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে বলে। অন্যদিকে ফিনলে বস্টন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরিশেষে রিচারও মারগ্রেভ থেকে বিদায় নেয়।
রোমাঞ্চ আমার সবসময়ই ভালো লাগে আর পুরো রিচার সিরিজটাই ছিলো রোমাঞ্চে ভরপুর তাই পুরো সিরিজটা খুবই উপভোগ করেছি। পরিচালনা, অভিনয়, চরিত্র নির্বাচন প্রতিটি দিক বেশ ভালো ছিলো।
রিচারের চরিত্রে অ্যালান রিচসনকে দারুন মানিয়েছে কারণ গল্পের জ্যাক রিচারের সাথে তার শারীরিক সাদৃশ্য ছিলো প্রচুর। ফিনলের চরিত্রে ম্যালকম গুডউইন ও রস্কোর চরিত্রে উইলা ফিটসজেরাল্ড নিজেদের অভিনয় দক্ষতা দেখিয়েছেন।
পরিচালনা | ৯ |
কাহিনী | ১০ |
অভিনয় | ৮ |

পর্ব ৭ : রিচার সেড নাথিং
পর্ব ৬ : পাপিয়ের
পর্ব ৫ : নো এপলজিস
পর্ব ৪ : ইন আ ট্রি
পর্ব ৩ : স্পুনফুল
পর্ব ২ : ফার্স্ট ডান্স
পর্ব ১ : ওয়েলকাম টু মারগ্রেভ

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাহ চমৎকার সিরিজ তো। দেখতে হবে সময় করে। আমি এখনো এই সিরিজ দেখি নাই তবে আমি গেম অফ থ্রোনস তারপর Witcher এই সিরিজগুলো দেখেছি।
গেম অফ থ্রোনস আমিও দেখেছি তবে উইচার টা আমার দেখা হয়নি। নাম শুনেছি অনেক তাহলে এইবার দেখবো।