হ্যাপি নিউ ইয়ার, ২০২৫ 🎊

in আমার বাংলা ব্লগ6 days ago

নমস্কার বন্ধুরা,

পুরোনো বছরকে ফেলে রেখে নতুন বছরের আগমন আমাদের জীবনে এক অনন্য উদ্দীপনা ও আশা নিয়ে আসে। যখন আমরা পুরনো বছরের ভুল-ভ্রান্তি, দোষ সবকিছু থেকে শিক্ষা গ্রহণ করে নতুন উদ্যমে আবার এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা বদ্ধ হই। নতুন বছর মানে নতুন সম্ভাবনার দরজা খুলে যাওয়া, নতুন ভাবে পরিকল্পনা শুরু করা এবং জীবনের প্রতি ক্ষেত্রে সাফল্যের দিকে আরো কিছুটা এগিয়ে যাওয়ার এক নতুন অধ্যায়। তাই নতুন বর্ষের শুরুতে শুভেচ্ছা জানানো আমার কাছে এক বিশেষ অনুভূতি।

1000077052.png

Copyright free Image Pixabay </>

আমরা আরো একটি গ্রেগোরিয়ান ইংরেজি বছর কাটিয়ে নতুন ইংরেজি বছরে পদার্পণ করলাম। শুরুতেই তাই সবাইকে “Happy New Year”। এই তিনটি শব্দগুচ্ছ শুধুমাত্র শুভেচ্ছা বার্তা নয়। আমার আপনাদের প্রতি আসন্ন বছরের ভালোবাসা, আশা, একসাথে পথচলা এবং নতুন উদ্যমের প্রতীক।

বাংলা সংস্কৃতিতে নতুন বছর উদযাপন বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। পহেলা বৈশাখ পালন করা আমাদের সংস্কৃতির গভীর শেকড়ে আবদ্ধ হয়ে আছে, তেমনি ইংরেজি নববর্ষও আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। ইংরেজ আমলে শুরু হলেও বর্তমানে কাজের সূত্র ধরে ওতপ্রোতভাবে ইংরেজি নববর্ষ আমাদের জীবনের সাথে জুড়ে গেছে। তাই ইংরেজি নববর্ষ আসলেই, আমরা উৎসবে মেতে উঠি, পরিবার পরিজনদের সাথে সময় কাটাই ও আসন্ন বছরের জন্য নানান পরিকল্পনা শুরু করি। সেসব পরিকল্পনা করতে থাকি নিজেদের মতো করে। তবে আমি বহু আশা নিয়ে বছরটা শুরু করেছি।

1000077049.png

Copyright free Image Pixabay </>

আমার বহু আশা, নতুন বছরে পৃথিবী থেকে দুঃখ-কষ্ট অনেকটাই দূর হবে। যুদ্ধ থেমে শান্তি ফিরে আসবে। আমার বাংলা ব্লগের প্রত্যেকে ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি ও সাফল্য পাবে। আসুন, নতুন বছরে সবাই পুরনো বছরের সব গ্লানি ভুলে প্রথম দিন থেকে বছড়টাকে আনন্দময় ও অর্থবহ করে তুলি। আমরা প্রত্যেকে একে অপরের প্রতি সহানুভূতিশীল হই। নতুন বছরে একটি সুন্দর পৃথিবী গড়ার শপথ গ্রহণ করি।

"শুভ নববর্ষ! জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ভালোবাসা অবিরাম।"


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

দাদা আপনাকেও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি এই নতুন বছর আপনার জীবনে আনন্দ হাসি আর সুখ নিয়ে আসবে

 5 days ago 

হ্যাঁ বাংলা নববর্ষ আমরা বেশি আনন্দের সাথে উদযাপন করে থাকি। তবে ইংরেজি নববর্ষটা আমরা খুব ভালোভাবে চিনি ও জানি। তবে সেভাবে উদযাপন হয় না গ্রামে। তবুও ২০২৫ সাল নতুন বছর কে আমরা স্বাগত জানিয়েছি এবং আশা করছি অনেক সুন্দর অতিবাহিত করব।

 5 days ago 

নতুন বছরের শুভেচ্ছা রইলো দাদা। পুরনো দিনের সকল দুঃখ কষ্ট ভুলে সবাই এগিয়ে যাবে, সেই কামনা করছি। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.27
JST 0.045
BTC 102228.51
ETH 3688.34
SBD 2.80