এক মাস না যেতেই চশমার ফ্রেম বদলে নিতে হলো!
নমস্কার বন্ধুরা,
আমার নতুন চশমা গুলো কেনা এক মাসও হয়ে ওঠেনি। মাঝে ঠিক পুজোর কদিন আগে চশমা নিয়ে খুব সমস্যায় ভুগছিলাম, ভেবেছি চশমার পাওয়ারে ভুলভাল হয়েছে। কিন্তু তিন তিনটে ডাক্তার দেখানোর পরে জানতে পারলাম যে আসলে বেশি স্ক্রিন টাইম হয়ে যাওয়ার জন্য চোখের হালকা ড্রাইনেস চলে এসেছে! তারপর আর কি প্রেসক্রিপশন অনুযায়ী রোজ ছয় বার চোখের ড্রপ দিয়ে চলেছি। পরিস্থিতি এখন অনেকটাই ভালো হয়েছে তবে বিষয়টা যে মোটেই সুবিধের নয় সেটা বুঝতে অসুবিধা হয়নি। তা ওই তিনখানা চশমার একখানা ছিল শুধু বাড়িতে ব্যবহার করার জন্য। পুজোর সময়ে যখন বাড়িতে ছিলাম তখন এক বিকেলে সেই চশমাটা চোখে দিতেই পুট করে ভেঙে গেলো। তখন বুঝতে পারিনি হঠাৎ কি হলো। চোখের ড্রপ দিতে গিয়ে চশমা চোখ থেকেই খুলেছি মাত্র চশমার একদিন মাটিতে পড়ে গেলো!
নতুন চশমা একমাসও বয়স হয়নি! সেজন্য সেটাকে বাক্সবন্দী করে রেখে দিলাম আর কলকাতা আসার পরে সোজা চলে গেলাম যেখান থেকে চশমা বানাই, লালবাজারের সেই দোকানটা। কোলকাতা পুলিশের নাকের ডগায় ঠকিয়ে দেবে এতো আর হতে পরে না। খিক খিক। দোকানের জেঠুকে চশমা দেখাতে নিজে থেকেই চশমার ফ্রেম পাল্টে দেওয়ার কথা বললেন। সেটা গত শনিবারের আগের শনিবার।
চশমা পাওয়ার কথা ছিল মঙ্গলবারে। সময় কিছুতে করে উঠতে পারছিলাম না, এ কাজ সে কাজ এরম হতে হতে দিন চলে যাচ্ছিল। তাছাড়া আরো দুটো চশমা হাতে থাকায় সেগুলো দিয়ে কাজ চলছিলো। তারপর হঠাৎ করে খেয়াল হলো এই বৃহস্পতিবার থেকে ফের তিন চার দিনের টানা ছুটি থাকবে তার আগেই চশমাটা নিয়ে চলে আসা উচিত হবে। দুপুরের খেতে বেরিয়ে হাতে কিছুটা বেশি সময় নিয়ে চলে গিয়েছিলাম লালবাজারের কাছাকাছি। হাতে বিশেষ সময় নেই তাই যাওয়ার আগে জেঠুকে ফোন করে গিয়েছিলাম! শুনলাম আমার চশমাটা রেডি হয়ে গেছে! প্রশস্তি পেলাম।
দুপুরের হালকা কিছু খাবার কোনো ভাবে নাকে মুখে দিয়ে চশমার দোকানে পৌঁছলাম। ওমা! গিয়ে দেখি আমার চশমার ফ্রেম তো লাগানো হয়েছে তবে সেটা একটা লাল রঙের। রং দেখে একটুও পছন্দ হলো না! আবার ফ্রেম বাছাবাছি শুরু, পছন্দ হলো সেটাও ম্যাট ব্ল্যাক। কিছু সময় বসে থাকা তারপর হাতে পেলাম! ঘরে পরার জন্য বেশ ভালই। জানিনা এটা কত দিন টিকবে। হাতে আর সময় নেই বেরিয়ে পড়লাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
আসলে স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখের সমস্যা দেখা দিবেই। প্রতিদিন ছয় বার চোখের ড্রপ দেওয়া, সেটা তো বিশাল ব্যাপার। যাইহোক চশমার ফ্রেম বদলে নিয়েছেন,এটা খুব ভালো হয়েছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।