"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৪ || শেয়ার করো তোমার সেরা প্রাকৃতিক দৃশ্য অংকন।
নমস্কার,
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের মাঝে চলে এলাম আমার বাংলা ব্লগ এর আরো একটি নতুন প্রতিযোগিতা নিয়ে। আমি আপনাদের সামনে আমার বাংলা ব্লগের ৪৪ তম প্রতিযোগিতা নিয়ে হাজির হয়েছি। সে সূত্র ধরেই আজকের পোস্টের মাধ্যমে আমি প্রতিযোগিতার বিষয়বস্তু ও সংশ্লিষ্ট নিয়মাবলী আপনাদের সাথে ভাগ করে নেবো।
আমাদের পোস্টের টাইটেল এবং ব্যানার দেখেই আপনারা নিশ্চই ধারণা করে ফেলতে পেরেছেন যে আমরা এবার কোন বিষয়ের উপর প্রতিযোগিতা করবো। বেশি হেঁয়ালি না করে আপনাদের বলেই ফেলি আমাদের এবারের বিষয়। আমার বাংলা ব্লগ সদস্যদের সবসময় তাদের শৈল্পিক দিকটা তুলে ধরার অনুপ্রেরণা দিয়ে আসছে। সেই ভাবনা থেকে আমাদের এবারের বিষয় বস্তু প্রাকৃতিক দৃশ্য অংকন। আমরা সবসময়ই কমিউনিটিতে আপনাদের হাতে আঁকা সুন্দর ছবি, নানা প্রকারের ম্যান্ডেলা আর্ট দেখতে পাই। বর্তমানে আমাদের দেশ গুলিতে যে ঋতুটি চলছে সেটি হলো বর্ষা। আর বর্ষায় মাতৃসমা প্রকৃতি সবুজ রঙে ছেয়ে যায়। আমাদের শস্য শ্যামলা মাটি ভরে ওঠে প্রাণে। মাটিতে চলে সবুজের খেলা সেখানে আকাশও কম যায় না, সেও মেঘেদের নিয়ে খেলায় মত্ত। দুই মিলিয়ে এক অপরূপ দৃশ্যের স্বাক্ষী হই আমরা।
যদিও পুরো বর্ষা ঋতু জুড়েই প্রকৃতি আমাদের নানান রূপ দেখায় তবে আমাদের প্রত্যেকেই প্রকৃতিকে কিছুটা হলেও আলাদা চোখে দেখি। তাই প্রত্যাশা রইলো যে আপনাদের শৈল্পিক দিকটা অবশ্য আমাদের সামনে তুলে ধরবেন। তাহলে চলুন প্রতিযোগিতার নিয়ম গুলো দেখে নেওয়া যাক।
নির্দেশিকাঃ
- প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
- পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
- কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
- Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- ছবি ট্রেসিং করে আঁকলে সেই পোস্ট বাতিল বলে গণ্য হবে।
- শুধুমাত্র হাতে আঁকা ছবি গণ্য করা হবে।
- পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুইবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।
- অংশগ্রহনের সময়সীমা ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯ টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-44, #art-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
- ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
- আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।
- আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
- প্রথম স্থান অধিকারী - ১০০ স্টিম
- দ্বিতীয় স্থান অধিকারী - ৭০ স্টিম
- তৃতীয় স্থান অধিকারী - ৫০ স্টিম
- চতুর্থ স্থান অধিকারী - ৩০ স্টিম
- পঞ্চম স্থান অধিকারী - ২০ স্টিম
- ষষ্ঠ স্থান অধিকারী- ১৫ স্টিম
- সপ্তম স্থান অধিকারী- ১৫ স্টিম
- বিশেষ পুরস্কার- ২৫ স্টিম
প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:
ID | Designation |
---|---|
@rme | ✠ Founder 🔯 |
@blacks | Co-Founder♛🇮🇳【IND】 |
@rupok | Community Moderator 🇧🇩 |
@kingporos | Community Moderator 🇮🇳 |
@alsarzilsiam | Community Moderator 🇧🇩 |
@tangera | Community Moderator 🇧🇩 |
@ayrinbd | Community Moderator 🇧🇩 |
আমার অংশগ্রহণ
অংশগ্রহণ ২১
https://steemit.com/hive-129948/@tasonya/or-or-d43a4828f9104
অংশগ্রহণ ৩
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@bristy1/or-or-424a1f6c03fac
অংশগ্রহণ ২২
https://steemit.com/hive-129948/@nevlu123/or-or-4856e207cc23f
অংশগ্রহণ ১০
এইবারের প্রতিযোগিতায় বিষয়টি দারুণ।বৃষ্টিতে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে,আর সবুজ প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে আমার।চেষ্টা করবো হাতে একে ছবি শেয়ার করার।ধন্যবাদ দাদা।
বলতেই হয়, আমার বাংলা ব্লগ মানেই নতুন নতুন কোন প্রতিযোগিতা নতুন নতুন কোন আকর্ষণ। এবারের বিষয়টি আমার কাছে দারুন লেগেছে। এবারের বিষয় প্রাকৃতিক দৃশ্য অংকন। এর অর্থ হলো আমরা এবার দেখতে পাবো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য। দেখা অদেখা দৃশ্য গুলো আমার বাংলা ব্লগ প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা দেখতে পারবো। ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতার আয়োজকদের।
আবারও আমার বাংলা ব্লগের নতুন আরেকটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের বিষয়টিও খুবই চমৎকার "শেয়ার করো তোমার সেরা প্রাকৃতিক দৃশ্য অংকন"। এই প্রতিযোগিতার মাধ্যমে ব্লগাররা তাদের সৃজনশীলতা মাধ্যমে খুবই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করবে এবং আমরা তা দেখতে পাবো।আশাকরি,আমিও প্রতিবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবো।অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।
সপ্তাহের মতো এ সপ্তাহ দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।
আমার বাংলা ব্লক ৪৪ তম প্রতিযোগিতা জন্য খুব সুন্দর একটি বিষয় নির্ধারণ করেছে।প্রাকৃতিক দৃশ্য অংকন প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর অংকন দেখার একটি সুযোগ পেলাম। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।আমাদের জন্য এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমার বাংলা ব্লগ মানেই ব্যাতিক্রম আয়োজন। প্রতিবারের ন্যায় এবারও চমৎকার একটি প্রতিযোগীতার আয়োজন করেছে আমার বাংলা ব্লগ পরিবার। আশাকরি সবাই চমৎকার কাজগুলো নিয়ে উপস্থিত হবেন।