"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩০ | শেয়ার করো তোমার পছন্দের শীতকালীন সবজির রেসিপি
নমস্কার...
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করছি সকলে ভালো আছেন। প্রতিযোগিতা, প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা। আপনাদের সামনে চলে এলো আরো এক নতুন প্রতিযোগিতা। আজ আপনাদের সামনে আমরা আমার বাংলা ব্লগের ৩০ তম প্রতিযোগিতা নিয়ে হাজির হলাম। সে সূত্র ধরেই আজকের পোস্টের মাধ্যমে আমি প্রতিযোগিতার বিষয়বস্তু ও সংশ্লিষ্ট নিয়মাবলী আপনাদের সাথে ভাগ করে নেবো।
শীত মানেই হরেক রকমের শাক সবজি। আর শাক সবজি মানেই নানা রঙে নানা পদে ভোজনরসিক বাঙালির রসনা তৃপ্তি। আমি যেমন নিজে শাক সবজি খুব পছন্দ করি, সে নিরামিষ পদেরই হোক কিংবা আমিষ। সবজি হলে আমার আর কিছু চাই না। শাক সবজি যেমন খেতেও ভালো তেমনি শাক সবজিতে আমাদের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং ফাইবার থাকে অনেক বেশি মাত্রায়। খাবারের মধ্যে লুকিয়ে থাকে জীবনের বেঁচে থাকার রসদ, সবজি হয়তো সেই কথারই আক্ষরিক রূপ। আজ আমরা সেই আক্ষরিক রূপকে বাস্তবের থালায় নিয়ে আসতে আপনাদের সামনে শীতকালীন সবজির রেসিপি প্রতিযোগিতা নিয়ে এলাম।
সবজি নানান ভাবে নানান স্বাদে রান্না করে খাওয়া যায় তেমনি আবার কিছু কিছু সবজি কাঁচা অবস্থাতেও বেশ ভালো লাগে। তাই আপনাদের থেকে প্রত্যাশা রইলো সে কাঁচা হোক কিংবা রান্না, সে নিরামিষ হোক কিংবা আমিষ। আপনারা আপনাদের মাঝে লুকিয়ে থাকা রন্ধন শিল্পীর দিকটা অবশ্যই আমাদের সামনে তুলে ধরবেন। তাহলে চলুন প্রতিযোগিতার নিয়ম গুলো দেখে নেওয়া যাক।
নির্দেশিকাঃ
- প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
- পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
- আপনার শীতকালীন সবজির রেসিপি-তে কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
- Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- কারো লেখা কিংবা ফটোগ্রাফ কপি করা যাবে না।
- কপিরাইট প্রটেক্টেড কোন ছবি ব্যবহার করা যাবে না।
- পোষ্ট করার পর আর এডিট করা যাবে না, সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
- অংশগ্রহনের সময়সীমা ৮-ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২ টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য করা হবে।
- আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-30, #recipe-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
- ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
- আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি Subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
- আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
- প্রথম স্থান অধিকারী - ২৫ স্টিম
- দ্বিতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
- তৃতীয় স্থান অধিকারী - ১৮ স্টিম
- চতুর্থ স্থান অধিকারী - ১৫ স্টিম
- পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
- ষষ্ঠ স্থান অধিকারী - ১০ স্টিম
এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ
ID | Designation |
---|---|
@rme | Founder |
@blacks | Co-Founder |
@rupok | Community Moderator 🇧🇩 |
@kingporos | Community Moderator 🇮🇳 |
@alsarzilsiam | Community Moderator 🇧🇩 |
@tangera | Community Moderator 🇧🇩 |
@ayrinbd | Community Moderator 🇧🇩 |
ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@monira999/2xqmcg-or
অংশগ্রহণ ক্রমিক ৩।
বাহ,খুব সুন্দর প্রতিযোগিতার বিষয়।চেষ্টা করবো অবশ্যই অংশগ্রহণ করার জন্য দাদা।আগের বছর ও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।ধন্যবাদ আপনাকে।
আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ, এমন একটি সুন্দর রেসিপি প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য। কারণ শীতকালে অনেক প্রকার শাকসবজি পাওয়া যায়। আমার বাংলা ব্লগের সদস্যগণ তার ইচ্ছামত ভালোলাগার সবজি দিয়ে সুস্বাদু খাবার তরকারি তৈরি করে দেখাতে পারবে খুব সহজেই। আশা করি, আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।
আমার বাংলা ব্লগে এরকম একটা প্রতিযোগিতা দেখে ভীষণ ভালো লাগলো। অনেকদিন পর আবারো রেসিপি প্রতিযোগিতা দেখতে পেলাম। যেহেতু শীতকাল তাহলে মনে হয় সবাই দারুন দারুন রেসিপি নিয়ে আসবে। আমি নিজেও প্রতিযোগিতায় জয়েন করার চেষ্টা করব। সবার সুন্দর সুন্দর রেসিপি দেখার অপেক্ষায় রইলাম।
শীতকালীন শাকসবজি পছন্দ করে না এমন মানুষ অনেক কম রয়েছে। তাই তো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করছি আপনারা সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
শীতকালীন সবজি খেতে ভীষণ সুস্বাদু লাগে। চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশাকরি চমৎকার চমৎকার রেসিপি পোষ্ট দেখতে পারবো। অবশ্যই অংশগ্রহণ করবো।
শীতকালীন সবজি গুলো খেতে অনেক ভালো লাগে। আর শীতকালীন সবজি দিয়ে অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায়। এই প্রতিযোগিতার মাধ্যমে সবাই নিজের সেরা রান্না গুলো তুলে ধরবে। নতুন নতুন রান্না শিখতে পারবো।
আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ। আমার বাংলা ব্লগ সবসময় নতুন কিছু নিয়ে আমাদের সামনে হাজির হয়। ঠিক তেমনি শীতকালীন সবজির খুবই সুন্দর একটি প্রতিযোগিতা এবার আমাদের মাঝে নিয়ে এসেছে। এই প্রতিযোগিতার মধ্যে আমরা নতুন নতুন সবজি রেসিপি পোস্ট দেখব। আমার মনে হয় খুবই মজার একটি প্রতিযোগিতা হবে।
খুবই চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করছি।♥♥
শীত কালিন সবজি অনেক সুস্বাদু ও মজাদার। কারণে শীতকালের ওয়েদার ই এ ধরণের সবজির স্বাদ বাড়িয়ে তুলে।