$PUSS কয়েনের পাঁচ মাস পূর্তি 😻🐾🚀
নমস্কার বন্ধুরা,
$PUSS কয়েন, যাত্রার ১৫০ দিন বা ৫ মাস পূর্ণ করে ফেললো। আর এই অল্প সময়ের মধ্যেই $PUSS অনেক গুলি কার্যকারিতা এনে এক গুরুত্বপূর্ণ দিক উদ্ভাবন করে ফেলেছে, মিম কয়েনে যুক্ত হয়েছে ইউটিলিটি। যা ক্রিপ্টোকারেন্সি জগতে প্রথম নজির, $PUSS এক অনন্য উদাহরণ হয়ে উঠছে ইনভেস্টর ও ব্যবহারকারীদের জন্য। মজার উদ্দেশ্যে $PUSS চালু হয়ে ভবিষ্যতে একসময় সম্পূর্ণরূপে ইউটিলিটি নির্ভর হয়ে উঠবে। ব্লকচেইন প্রযুক্তির সাথে #Web3 এর সংযুক্তি। শুরুর দুই মাসের ভলাটিলিটি কাটিয়ে $PUSS উল্লেখযোগ্য উন্নতি করে দারুন স্টেবলিটি দেখাচ্ছে। SunPump এ মার্কেট ক্যাপের দিকে $PUSS বর্তমানে তৃতীয় পজিশনে। মূলত দামের উপরে সবটা নির্ভর করছে এমন নয় তবে দাম কিছুটা হলেও ইনভেস্টর দের আশ্বাস দেয়। প্রজেক্টের স্থিরতা কতটা বেশি সেটা বর্তমান সময়ে খুব ভালোই বোঝা যাচ্ছে।
$PUSS কে আমরা সবসময়ই একটু ভিন্নধারার মিম কয়েন হিসেবে গড়ে তুলতে চেয়েছি। আজ পাঁচ মাস পরে বেশ কিছু ইউটিলিটিস নিয়ে $PUSS কে শুধু মাত্র মিম কয়েন বলা হলে তাহলে $PUSS এর সাথে অবিচার হবে। যেখানে বেশিরভাগ মিম কয়েনের সে অর্থে কোনো রকমের ব্যবহার নেই, $PUSS এর সে ক্ষেত্রে বেশ কিছু কার্যকারিতা এখনই চালু হয়েছে এবং ভবিষ্যতে আরো আসতে চলছে। এই বিষয়ে সময়ের সাথে আরো খোলসা করা হবে। যে ভাবনা গুলো নিয়ে $PUSS কয়েনকে এগিয়ে নিয়ে যাওয়া সেগুলোর প্রথম পদক্ষেপ আমরা কিছুটা হলেও সফল করতে পেরেছি। পাঁচ মাসের মধ্যেই আমরা অনেক গুলো কার্যকারিতা নিয়ে চলে আসতে সক্ষম, যা সবটাই দাদার তত্ত্বাবধানে।
$PUSS কে আবর্ত করে আরো যেসব ভবিষ্যৎ চিন্তা হচ্ছে সেদিকেও খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। $PUSS এভাবেই সফলতার দিকে যেতে সক্ষম হবে। আমরা-আপনারা সকলেই নতুন কিছু জানার মধ্যে, নতুন কিছু শেখার মধ্যে $PUSS কে নিয়ে সামনে এগিয়ে যাবো। সেটার মাধ্যমেই হবে আমাদের আমার বাংলা ব্লগের সফলতা। দাদার স্বপ্নের সুন্দর পরিণতি।
৫ মাস পূর্ণ হওয়ার এই মুহূর্তটি শুধুমাত্র উদযাপনের জন্য নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনাগুলি নিয়ে চিন্তা করারও সময়। $PUSS কয়েন ভবিষ্যতে আরো নতুন ফিচার এবং উদ্ভাবন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। যা সঠিক পরিকল্পনা, দাদার গাইডেন্স এবং ব্যবহারকারীদের দায়বদ্ধতা $PUSS কে দ্রুত সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
দেখতে দেখতে ৫ মাস অতিবাহিত হয়ে গেলো। মনে হচ্ছে এইতো সেদিন পুস কয়েন লঞ্চ করা হলো। অনেক চড়াই উৎরাই পার করে পুস কয়েনের মার্কেট এখন স্থিতিশীল বলা যায়। ইউটিলিটি গুলো পুস কয়েনকে সবসময়ই বাঁচিয়ে রাখবে বলে আমি মনে করি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।