নিক্সি - নতুন আপভোট সার্ভিস

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি একটু ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমরা সকলেই স্টিমিটে নিয়মিত ব্লগিং করে উপার্জন করে চলেছি অথচ অনেকেই কিভাবে উপার্জিত SP র সদ্ব্যবহার করবো সেটাই জানি না। আমাদের মধ্যে অনেকেই তাদের বাড়তি SP গুলো ব্যবহার না করে ফেলেই রাখি। আজ তাই সবার সামনে আমি এক সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হলাম। আপনারা যারা ব্লগিংয়ের পাশাপাশি ডেলিগেশন করে বাড়তি সাপোর্ট পেতে চান তাদের কাছে হাজির হলাম নতুন আপভোট প্রজেক্ট নিয়ে যার নাম @nixiee

nixiee.png

ব্যানার ক্রেডিট : @alsarzilsiam ভাই


@nixiee - the Highest Upvote service.

আজ আমি আপনাদের একাউন্টে পড়ে থাকা স্টিম পাওয়ার ব্যবহার করে কিভাবে বাড়তি সাপোর্ট পেতে পারেন তা নিয়ে বিশদে আলোচনা করবো। জানবো @bangla.witness এবং @roadofrich উইটনেস এর যৌথ উদ্যোগে চালু হওয়া নতুন ও অভিনব আপভোট প্রজেক্ট nixiee সম্পর্কে। আলোচনা করবো কিভাবে nixiee অপভোট থেকে আপনি আপনার স্টিমিটের উপার্জন কয়েক গুণ বাড়াতে পারবেন।

nixiee.png

ব্যানার ক্রেডিট : @hafizullah দা


@nixiee র সুবিধা

১) সর্বাধিক আপভোট সাপোর্ট প্রদানকারী।
@nixiee ডেলিগেশনকারীদের তার ডেলিগেশনের বিশগুণ আপভোট সাপোর্ট দিয়ে থাকে। সহজ ভাষায় ধরুন কোনো ব্যক্তি ১০,০০০ স্টিম পাওয়ার Nixiee প্রজেক্টে ডেলিগেশন করেছেন সে ক্ষেত্রে সেই ডেলিগেশনকারী তার পোস্টে বিশগুণ অর্থাৎ ২,০০,০০০ স্টিম পাওয়ারের সমান ভোট পাবেন, যা স্টিমিট প্ল্যাটফর্মে সর্বাধিক।


২) নিশ্চিত আপভোট।
@nixiee একটি অবিরাম (২৪ ঘন্টা × ৩৬৫ দিন) চলতে থাকা সার্ভিস। আপনি এই সার্ভিসে ডেলিগেশন করলে আপনার পোস্টে আপভোট মিস যাওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না। ২৪ ঘণ্টায় আপনার একটি পোস্টে আপভোট নিশ্চিত ভাবে পবেন।


৩) পোস্ট মিসে রিওয়ার্ড সিস্টেম
সময়াভাবে পোস্ট করে উঠতে পারছেন না বা জরুরি কাজে গেলেন কিংবা বাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠানে স্টিমিটে পোস্ট করার হলো না। চিন্তার কোনো কারণ নেই। nixiee পোস্ট না করা ডেলিগেশনকারীদের প্রতি ২৪ ঘণ্টায় তাদের ডেলিগেশন SP র অনুপাতে লিকুইড স্টিম পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে।


৪) ফলো আপভোট পরিষেবা।
@nixiee তার ডেলিগেশনকারীদের বোনাস আপভোট পাইয়ে দেওয়ার জন্য একটি ফলো আপভোট পরিষেবা তৈরী করেছে। যার মাধ্যমে nixiee ব্যবহারকারীরা বাড়তি আপভোট পাবেন।


৫) নিজস্ব ওয়েবসাইট।
nixiee সম্পর্কিত রিয়াল টাইম তথ্য, সহজে SP ডেলিগেশন এবং প্রত্যাশিত উপার্জনের হার চেক সব কিছুই পাবেন nixiee-র অফিসিয়াল ওয়েবসাইট nixiee.blokfield.io তে।


বিশদে nixiee.blokfield.io
  • nixiee.blokfield.io খুবই উপযোগী এক ওয়েবসাইট। বিশেষ করে যারা nixiee র সার্ভিস নিয়েছেন কিংবা যারা nixiee সার্ভিস নিতে ইচ্ছুক। কারণ এই ওয়েবসাইট ব্যবহার করে যেমন খুব সহজে @nixiee তে ডেলিগেশন করতে পারবেন তেমনি এর ড্যাশবোর্ড থেকেই @nixiee সম্পর্কে যাবতীয় তথ্য রিয়াল টাইমে পেয়ে যাবেন। শুধু মাত্র স্টিম কী চেইনের সাহায্যে লগ ইন করলেই এই ওয়েবসাইটের সমস্ত সুবিধা পেয়ে যাবেন হাতের মুঠোয়।

nixiee_2.png

  • ড্যাশবোর্ডেই খুব সহজ পদ্ধতিতে @nixiee তে ডেলিগেশন করতে পারবেন। শুধু ড্যাশবোর্ডের ডান হাতের উপরের কোণায় Delegate লেখার আগে ফাঁকা জায়গায় আপনার ইচ্ছা অনুযায়ী SP লিখে Delegate ক্লিক করুন। ব্যাস আপনার ডেলিগেশন করা হয়ে গেলো।

Nixiee_4.png

  • খুব সহজেই ওয়েবসাইটের ক্যালকুলেট পেজে গিয়ে আপনি কত স্টিম পাওয়ার ডেলিগেশন করলে ঠিক কত সাপোর্ট পাবেন সেটাও পরিষ্কার বুঝতে পারবেন। নীচের স্ক্রিন শট দেখলে বুঝতে পারবেন ১০,০০০ SP ডেলিগেশন করলে বর্তমান ভোটের কতো শতাংশ ভোট আপনি পাবেন।

Nixiee_3.png


প্রজেক্ট @nixiee কেন?

প্রজেক্ট @nixiee র উদ্দেশ্যেই হলো STEEM ইকোসিস্টেমে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। নতুন বিনিয়োগকারীদের জন্য ইকোসিস্টেমে এক সুরক্ষিত জায়গা তৈরী করে তাদের সর্বাধিক ROI প্রদান করা। যাতে ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য STEEM হয়ে ওঠে আকর্ষণীয় সুযোগ।

যাত্রা শুরু - New Upvote Service "Nixiee": Delegate Steem Power and Experience High ROI.




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা @nixiee নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। এটি একটি অসাধারণ উদ্যোগ যা মাধ্যমে সবাই লাভবান হতে পারবে। এখানে সবথেকে দারুন বিষয়টি হলো কেউ পোস্ট করতে না পারলেও তার ভোটিং অনুপাতে রিওয়ার্ড দিয়ে দেয়া। ইনশাআল্লাহ এভাবেই স্টিমিট এগিয়ে যাবে।

 2 years ago 

@nixiee এর আপডেট পেয়ে অনেক বেশি খুশি হলাম এবং@nixiee এ ধরনের সুযোগ সুবিধা সবার পছন্দ হবে বলে আশা করছি। আর চেষ্টা করব আমি নিজেও কিছু ডেলিগেশন করতে। ধন্যবাদ আবারো আপডেট জানানোর জন্য।

 2 years ago 

অনেক সুন্দর করে বুঝিয়ে গুছিয়ে লিখেছেন দাদা ৷কিছুদিন আগেও রুপক ভাই লিখেছিল এই বিষয়ে ৷ সর্বোপরি দাদার প্রতিটি উদ্যেগে অনেক ভালো ৷
আশা করি অনেক বিনিয়োগ কারি ইনভেস্ট করবে ৷ অসংখ্য এমন সুন্দর একটি টপিক তুলে ধরার জন্য ৷

 2 years ago 

বাহ, @nixiee একটি দারুণ আপভোট প্রজেক্ট ।যেটা সকলকে দারুণ উৎসাহ দেবে।এছাড়া আমি নিজেও চেষ্টা করবো কিছু স্টিম জমিয়ে ডেলিগেশন করার জন্য।দাদা আপনি বেশ সুন্দর করে বিষয়টি তুলে ধরেছেন, যেটা বুঝতে সুবিধা হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

nixiee এর উদ্দেশ্য টা বেশ দারুণ এবং চমৎকার। এবং সঙ্গে সঙ্গে এর ডেলিগেশন সিস্টেম টা আমার কাছে বেশ ভালো এবং লাভ মনে হয়েছে। nixiee সম্পর্কে কিছুটা শুনেছিলাম এখন আপনার পোস্ট থেকে পুরোটা ক্লিয়ার হলাম। পোস্ট করতে না পারলে লিকুইড স্টিম প্রদান এই সিস্টেম টা অন‍্যদের আকর্ষীত করবে। ধন্যবাদ দাদা বিস্তারিত টা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

nixiee ডেলিগেশন প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জেনে অনেক ভালো লাগলো ৷ সত্যিই এটি দারুণ একটি ডেলিগেশন প্রজেক্ট ৷ এতো সুযোগ সুবিধা রয়েছে এতে , আমি আশা করি সবাই এখানে ডেলিগেশন করবে এবং ভালো একটি সাপোর্ট প্রতি নিয়ত পাবেন ৷ nixiee ডেলিগেশন প্রজেক্ট ভবিষ্যতে স্টিমিটের উন্নয়নে কারণ হবে বলে আমি মনে করি ৷

 2 years ago 

নতুন এই ডেলিগেশন সার্ভিস সম্পর্কে দারুন তথ্য আমাদের মাঝে শেয়ার করলেন। এই পোষ্টের মাধ্যমে জানতে পারলাম ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি করা হয়েছে। আমিও মনে করি স্টিমের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এটা দারুন একটা উদ্যোগ।

 2 years ago 

@nixiee দারুণ একটা প্রজেক্ট। এই প্রজেক্ট আমাদের সকলকে দারুণ ভাবে উৎসাহিত করবে।আমি নিজে ও চেষ্টা করব কিছু ডেলিগেশন করার জন্য। দাদা আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ দাদা পুরো পোস্টটি সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

@nixiee প্রজেক্টে আমাদের সবার ডেলিগেশন করা উচিত। তাহলে আমরা ব্লগিং এর পাশাপাশি বাড়তি ইনকাম করতে পারবো। এতে করে আমরা প্রচুর লাভবান হব। এতো সুন্দর ভাবে গুছিয়ে এই পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

nixiee দারুন একটি ডেলিগেশন প্রজেক্ট। এর মাধ্যমে আমরা সবাই অনেক উপকৃত হব। আসলে এত সুন্দর ভাবে সম্পূর্ণ পদ্ধতি এবং খুঁটিনাটি বিষয় তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। দাদা আপনি কিন্তু প্রতিটি ধাপ দারুন ভাবে তুলে ধরেছেন। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং আমাদেরকে ডেলিগেশনের জন্য আরো উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 88380.57
ETH 3082.21
USDT 1.00
SBD 2.72