মোয়ার টানে জয়নগর: যাত্রা শুরু

in আমার বাংলা ব্লগ5 days ago

নমস্কার বন্ধুরা,

জয়নগরের মোয়া পশ্চিমবঙ্গের একটি ভৌগোলিক নির্দেশক। শীত এলেই যার প্যাকেট চারিদিকে ছড়িয়ে যায়। বিগত বছরেই সেরকমই এক প্যাকেট দেখে আমার ইচ্ছে জাগলো সোজা জয়নগর পৌছে সেখান থেকে মোয়া খাবো। কলকাতায় যে সমস্ত জয়নগরের মোয়া বলে বিক্রি হয়, সেগুলো কোন জয়নগর থেকে আসে সে নিয়ে বিস্তর গবেষণা দরকার আছে। ইচ্ছাটা বহুদিন আগের তাই ভুলেই গিয়েছিলাম, এবারের শীত শুরু হতেই সেই ইচ্ছেটা জেগে উঠল। কিন্তু কিছুতেই যেতে পারছিলাম না, প্রত্যেক সপ্তাহেই যাবো যাবো করে কেটে যাচ্ছিল। আর জয়নগর যেতে হলে আমাকে শীতকালের মধ্যেই যেতে হবে। কারণ জয়নগরের মোয়ার বিশেষত্ব হলো নলেন গুড় যেটা শুধুমাত্র শীতকালেই মেলে।

1000088657.jpg

পরিকল্পনা করতে করতে দিন পেরিয়ে যাচ্ছিলো এদিকে কদিন গেলেই শীত ফুড়ুৎ হয়ে যাবে। এক শনিবারের রাতে স্থির করে ফেললাম, পরদিন সকালে উঠেই বেরিয়ে পড়বো জয়নগরের উদ্দেশ্যে। যেমন ভাবা তেমন কাজ, স্কুটারটা ছিল তাই সকালবেলা তেই বেরিয়ে পড়া সম্ভব হলো। যদিও পরিকল্পনা অনেক রাতেই করে রেখেছিলাম তবুও প্রয়োজনীয় জিনিস পত্র ব্যাগেই ঢুকিয়ে রেখেছিলাম। গুছিয়ে শুতে একটু দেরী হলো, তবে রাত্তিরে কিছুতেই ঘুম আসছিল না। মূলত আমার কোথাও যাওয়া থাকলে এমনটাই হয়। আগের রাতে কিছুতেই ঘুম আসতে চায় না।

1000088658.jpg

সকালবেলায় ঘুম ভাঙতে অল্প দেরি হল। সকাল ৮ টার এলার্ম ছিলো সেটা পরপর তিনবার বাজার পরে ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে হিসেব করলাম রাতে মাত্র ৫ ঘন্টা ঘুম হয়েছে। ঘুম থেকে উঠতে অল্প দেরী হওয়ার ফল? প্রাথমিক ভাবে সকাল ৯ টাতে আমার বেরোনোর পরিকল্পনা ভেস্তে গেল। ঘুম ভাঙতে অল্প দেরি হলেও বেশি তাড়াহুড়ো করিনি, কিছুটা ধীরে সুস্থে প্রস্তুতি নিলাম। কিছু ছাড়া পড়লে রাস্তা থেকে ঘুরে আসতে হবে। গায়ে জ্যাকেট জড়িয়ে সব প্রস্তুতি সম্পূর্ন করে বেরিয়ে পড়লাম। ঘড়িতে তখন ৯ টা বেজে ১০ মিনিট।

1000088659.jpg

কলকাতার রবিবারে হালকা শীতের আমেজ নিয়ে স্কুটার ধীরে ধীরে চালাতে শুরু করলাম। কলকাতা থেকে জয়নগরের পথ প্রায় ৬০ কিলোমিটার, গুগল ম্যাপে যা আড়াই ঘণ্টা সময় দেখাচ্ছিল। কলকাতার বাইপাস পৌঁছে স্কুটার ছুটিয়ে দিলাম, মাঝে মধ্যে জ্যামে দাঁড়িয়ে অল্প রোদে গা সেঁকে নিচ্ছিলাম। মূল গন্তব্য জয়নগর, মাঝপথে সোনারপুর পৌঁছানোর আগে স্কুটারে কিছুটা তেল ভরে নিলাম। সেখান থেকে সোজা চলে গেলাম রাজপুর বিপত্তারিণী চন্ডি মায়ের মন্দিরে।

1000088660.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

মোয়া খাওয়ার জন্য জয়নগর গিয়েছেন ৬০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে। শুনে তো অবাক হয়ে গেলাম দাদা। তবে এটা ঠিক, স্পেশাল কিছু খেতে চাইলে একটু কষ্ট করতেই হয়। নলেন গুড়ের মোয়া বলে কথা,একবার খেলে লং জার্নির কষ্ট একেবারেই ভুলে যাবেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.035
BTC 99162.19
ETH 2792.47
SBD 3.25