৩০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ7 days ago

pu-01.jpeg

নমস্কার,

বন্ধুরা আপনার সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার বছরের ৪৪ তম পাওয়ার আপ নিয়ে হাজির হয়েছি।

স্টিমিট যাত্রার পর থেকেই আমি পাওয়ার আপ করে চলেছি। যা নিয়মিত রূপে শুরু করি ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ অংশগ্রহণ করে ১০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়ে। প্রতিনিয়ত অল্প অল্প পাওয়ার আপ করে ১৭-ই এপ্রিল ২০২২ তারিখে ১০,০০০ SP র লক্ষ্য ছুঁই। সেই লক্ষ্যে পৌঁছে ফের সামনের দিকে এগোতে থাকি। যার ফল স্বরূপ ২০২২ সালেই ট্রিপল ডলফিন হতে সক্ষম হই। ২০২৩ সাল শুরু হওয়ার পর টার্গেট ডিসেম্বর-৩ এ নতুন লক্ষ্যমাত্রা নিলাম ২৫০০০ SP র। যা পূর্ন করার পরে ৩০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, যা আমি বিগত ১৫-ই নভেম্বর ২০২৩ তারিখে পূর্ন করেছি। নতুন বছর শুরু হওয়ার পর নতুন লক্ষ্যমাত্রা ঠিক করে আমি পাওয়ার আপের পথচলা শুরু করি। ২০২৪ সালে আমার লক্ষ্য ছিলো ৪৫,০০০ SP বা নাইন ডলফিন। যা আমার সদ্য পূর্ণ হয়েছে। আর সব কিছুই সম্ভব হয়েছে ফ্যান্টম দার আশীর্বাদআমার বাংলা ব্লগের ভালোবাসায়।


বছর শেষ হতে এখন বেশ কিছুটা সময় বাকি, তাই থেমে না গিয়ে এগোতে থাকবো। সামনের তিন মাসে চেস্টা করবো ৫০,০০০ SP র যত কাছাকাছি পৌঁছে যেতে পারি।


পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ৪৭,৯৭৩ SP। পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ ৪৮,০০৩ SP।


আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!

পাওয়ার আপ প্রক্রিয়া

  • আজকের পাওয়ার আপের পূর্বে আমার ৪৭,৯৭৩ SP ছিলো । (Before Power Up my Steem Power was 47,973 SP)

1000059499.jpg


  • ৩০ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে। (Powered Up 30 STEEM)

30 STEEM.png


  • পাওয়ার আপের পর আমার SP হলো ৪৮,০০৩। (After Power Up my Steem Power is 48,003 SP)

1000059500.jpg


আজকের মতো বিদায় জানালাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

আপনি আপনার ধারা অব্যাহত রেখেছেন দেখে খুবই ভালো লাগে। এর আগেও ৩০ স্টিম করে পাওয়ার বৃদ্ধি করে দেখিয়েছেন। ঠিক সেভাবে আজকেও আমাদের মাঝে উপস্থাপন করেছেন পাওয়ার বৃদ্ধি পোস্ট। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 days ago 

নিজের শক্তি বৃদ্ধি করতে আবারো পাওয়ার আপ করলেন। এভাবেই এগিয়ে যাবেন শুভকামনা রইল দাদা।

 6 days ago 

২০২৪ সালের টার্গেট অর্থাৎ নাইন ডলফিন অর্জন করার জন্য প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করে এগিয়ে চলেছেন সেই ধারাবাহিকতায় ৩০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। এগিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 6 days ago 

আপনি বরাবরই ৩০ স্টিম করে পাওয়ার আপ করেন যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। পাওয়ার আপ করা মানে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করা।আমাদের সবার উচিত একটু একটু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ দাদা পোস্ট টি শেয়ার করার জন্য।

 6 days ago 

৫০ হাজার এসপির অনেকটা কাছে এসে গিয়েছেন আপনি ইতিমধ্যে। এটা দেখেই আমার কাছে খুব ভালো লেগেছে। দাদা আপনার ত্রিশ স্টিম পাওয়ার আপ দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসেম্বর মাসের আগে আশা করছি আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আর না হলে নিজের লক্ষ্যের আরো কাছে আসতে পারবেন। আপনার করা পাওয়ার আপ দেখলে অন্যরাও উৎসাহিত হবে।

 6 days ago 

লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে গেলে সফলতা একসময় আসবে। আর আপনি নিজের লক্ষ্য নির্ধারণ করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো দাদা। ৩০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। শুভকামনা রইলো দাদা।

 6 days ago 

পাওয়ার আপ মানে নিজের ক্ষমতা বৃদ্ধি। পাওয়ার আপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দাদা আপনি ৩০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো।নিজেদের লক্ষ্য অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যান এই কামনাই করি।আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদা।

 6 days ago 

আপনি এই সপ্তাহে ৩০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৪৮,০০৩+ এসপি তে পৌঁছে গেলেন দাদা। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে ভীষণ অনুপ্রাণিত হলাম। আশা করি এই সিজনে আপনি ৫০,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.21
JST 0.038
BTC 96318.64
ETH 3643.35
SBD 3.80