আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সর্ষে ও ইলিশ রেসিপি তৈরি করে। আসলে ইলিশ মাছ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তবে ইলিশ মাছের ছোট্ট কাঁটা গুলো বাসার সময় বেশ বিরক্ত হয়। তবে আমার আম্মু মাঝে মাঝে আমাকে এই মাছের কাঁটা বেঁচে খাবিয়ে দেয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সব ভালো জিনিস পেতে গেলে কষ্ট করতে হয় ইলিশ মাছে কাটা থাকলেও খেতে দারুণ। আন্টি খাইয়ে দেন কাটা বেছে জেনে হাসিও পেলো আবার ভালোও লাগলো।মায়ের কাছে সন্তান সারাজিবন ছোটই থাকে।