লাইফ স্টাইল // অবশেষে পাসপোর্ট হাতে পেলাম
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২২-১১-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাইফ স্টাইল // অবশেষে পাসপোর্ট হাতে পেলাম। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে হালকা একটু নাস্তা খেয়ে প্রথমেই বাড়ির পাশে বেশ কিছু সময় বসে ছিলাম। তারপরে বাড়ি থেকে বাইক বের করে মাছের খাবার দিতে গিয়েছিলাম। আসলে আজকে মাছের খাবার দিতে গিয়ে দেখি আমাদের পুকুরে প্রায় কয়েকটি মাছ মরে ভেসে আছে। আসলে প্রত্যেক বছর শীতের শুরুতেই পুকুরে মাছ মারে এটা স্বাভাবিক তবে মাছ মরার পরে আমি কয়েকটি ঔষধ কিনে নিয়ে বাড়িতে এসেছিলাম পুকুরে দেওয়ার জন্য। বাড়িতে এসে ভাবলাম আপনাদের মাঝে পোস্ট লেখা শেষ করে জুম্মার নামাজ শেষ করে পুকুরে বিষ দিতে যাব। তবে চলুন আজকের লেখা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.......
আপনারা সকলে জানেন আমি বেশ কিছুদিন আগে পাসপোর্ট করার জন্য আবেদন করেছিলাম। অবশেষে গত দুইদিন আগে আমি আমার পাসপোর্ট হাতে পেয়েছি সত্যি এটা আমার জন্য বেশ খুশির সংবাদ ছিল। পাসপোর্ট নিয়ে আসার জন্য আমি এবং তুহিন মামা দুজন বাড়ি থেকে গিয়েছিলাম। আমি এবং তুহিন মামা বাড়ি থেকে বের হয়েছিলাম গত দুইদিন আগে এগারোটার দিকে পাসপোর্ট নিয়ে আসার জন্য গিয়েছিলাম। আসলে আমাদের বাড়ি থেকে পাসপোর্ট অফিস প্রায় ৪০ কিলোমিটার দূরে তাই সেখানে যেতে আমাদের অনেক সময় প্রয়োজন হয়েছিল। আমি এবং তুহিন মামা সেখানে গিয়েই আমাদের বাইক পাসপোর্ট অফিসের সামনে রেখে আমরা দুজন পাসপোর্ট অফিসের মধ্যে প্রবেশ করেছিলাম। প্রথমে আমি খুবই চমৎকারভাবে আপনাদের মাঝে দুটি ছবি তুলে শেয়ার করেছি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। তুহিন মামা যখন বাইক রেখে সামনের দিকে হাটতেছিলাম তখন আমি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে রেখেছিলাম একটি ছবি।
এবার আপনারা লক্ষ্য করলে ভালোভাবে দেখতে পারবেন আমি যখন পাসপোর্ট অফিসের মধ্যে প্রবেশ করেছিলাম তখন অনেক সুন্দর ভাবে দুটি ছবি আমার মোবাইলে সংগ্রহ করে রেখেছিলাম। পাসপোর্ট অফিসের মধ্যে প্রবেশ করার পরে দেখি অনেক মানুষ পাসপোর্ট নিতে এসেছে আজকে। আমি যেদিন পাসপোর্ট এর আবেদন করেছিলাম ফিঙ্গার এবং ছবি তুলতে এসেছিলাম সেদিন আমাকে একটি স্লিপ দিয়েছিল। পাসপোর্টে সেই স্লিপটা নিয়ে আমাকে লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট সংগ্রহ করতে হয়েছিল। সেখানে কয়েক মিনিট লাইনে দাঁড়ানোর পরে আমার সেই নির্ধারিত সময় যখন চলে এসেছিল তখন আমার স্লিপ আমার কাছ থেকে নিয়ে আমার পাসপোর্ট আমার হাতে দিয়েছিল। পাসপোর্ট যখন হাতে পেয়েছিলাম সত্যি কি যে ভালো লেগেছিল বলে বোঝানো যাবে না। আমাদের অঞ্চলিক পাসপোর্ট অফিস সত্যিই দেখতে বেশ অসাধারণ। জায়গা পরিবর্তনের কারণে এই অফিসটি নতুন কয়েক বছর আগেই উদ্বোধন করা হয়েছে।
অবশেষে আমি যখন পাসপোর্ট হাতে পেয়ে গেলাম তখন পাসপোর্ট নিয়ে আমি এবং তুহিন মামা বাড়ির উদ্দেশ্যে আবারো যখন রওনা দিয়েছিলাম তখন পাসপোর্ট নিয়েই পাসপোর্ট অফিসের মধ্যেই দুজন একটি সেলফি তুলে ছিলাম। তারপরে আমরা মামা-ভাগ্নে বেশ কিছু সময় আমাদের মেহেরপুর শহরে বাইক নিয়ে ঘোরাঘুরি করেছিলাম। আসলে আমার একটা পেইন্টিং রং খুঁজেছিলাম কিন্তু আমাদের শহরে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে বাড়ির উদ্দেশ্যে আমরা আবারো রওনা দিয়েছিলাম। অবশেষে পাসপোর্ট তাহলে হাতেই পেয়ে গেলাম দেখা যাক এবার পাসপোর্ট দিয়ে কি করা যায় এখনো পরবর্তী চিন্তাভাবনা নেওয়া হয়নি হয়তো কোথাও ভ্রমণ করতে যাব বা ঘুরতে যাব। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
x-promotion
বেশ দীর্ঘ সময় অপেক্ষা করার পর পাসপোর্ট হাতে পেয়েছেন, দেখে বেশ ভালো লাগলো। আশা করছি এই পাসপোর্ট ভবিষ্যতে আপনার অনেক কাজে দিবে। আপনি পাসপোর্ট অফিসে গিয়ে প্রতিটি কাজ সম্পন্ন করে পাসপোর্ট টি পেয়েছেন। আসলে, পাসপোর্ট এর কাজ গুলো অনেক ঝামেলার কাজ। যাইহোক, আপনি পাসপোর্ট পেয়েছেন সঠিকভাবে।
ভবিষ্যতের কথা মাথায় রেখে পাসপোর্ট করেছি ভাই।
বর্তমান সময়ে পাসপোর্ট হাতে পাওয়া যেন একটা সোনার হরিণের মতো হয়ে গিয়েছে। জয় হোক দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আপনি পাসপোর্ট হাতে পেয়েছেন সেটা দেখে খুবই ভালো লাগলো। তুহিন ভাইয়ের সাথে গিয়েছিলেন দেখছি পাসপোর্ট আনতে।
পাসপোর্ট আনা থেকে শুরু করে পাসপোর্ট এর সকল কার্যক্রম তুহিন আমাকে সাথে করেই গিয়েছিলাম।
জেনে ভালো লাগলো মামা তুমি পাসপোর্ট হাতে পেয়েছ। আসলে এই কাগজটা হাতে পেতে হলে কত যে ভোগান্তির শিকার হতে হয় তার নেই ঠিক। যাইহোক তোমার স্বপ্ন পূরন হোক সে দোয়া রইল।
ঠিক বলেছেন মামা আসলে পাসপোর্ট করতে গিয়ে বিভিন্ন মানুষ অনেক ধরনের ভোগান্তিতে শিকার হচ্ছে।
প্রতিটি প্রাপ্ত বয়স্ক মানুষের পাসপোর্ট থাকাটা জরুরী। কারণ কখন পাসপোর্ট প্রয়োজন হয়ে যায়, সেটা বলা যায় না। আমি গত বছর আমার পাসপোর্ট রিনিউ করেছিলাম। যাইহোক পাসপোর্ট হাতে পেয়েছেন,জেনে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাই আপনি আসলে প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের পাসপোর্ট থাকা জরুরি।