ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ15 hours ago

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৪-১১-২০২৪)

IMG_20241114_133500.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় প্রথমে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে মাছের খাবার দেওয়ার জন্য পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রত্যেকদিন সকাল বেলায় উঠে পুকুরে যখন মাছের খাবার দিতে যাই মাছগুলো যখন এক জায়গায় এসে সবাই মিলে আনন্দে উল্লাসে খাওয়া-দাওয়া করে তখন দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে চেষ্টা করি এই ছবিগুলো দিয়ে মাঝে মধ্যে আপনাদের মাঝে লাইফস্টাইল পোস্ট শেয়ার করার জন্য। বাড়িতে এসে হাতমুখ ধুয়ে সকালের নাস্তা খেয়ে বেশ কিছু সময় বাইরে গিয়েছিলাম ঘোরাঘুরি করতে। দুপুরবেলায় আপু ফোন দিয়ে বলে আপুদের বাড়িতে খেতে যেতে। আসলে আমাদের বাড়ি থেকে আমার আপুদের বাড়ি প্রায় আধা কিলোমিটার দূরে। দুপুরবেলায় গোসল শেষ করে আপুদের বাড়িতে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সেখানে বসে ভাবলাম আজকে আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক...........
ফটোগ্রাফি-১

IMG_20241114_133426.jpg

IMG_20241114_133438.jpg

আপনারা প্রথমে উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি চমৎকারভাবে আপনাদের মাঝে দুটি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করে শেয়ার করেছি। গত দুইদিন আগে আমি এবং আমাদের বাড়ির পাশের কয়েকজন ছেলে মিলে দুপুরবেলায় মাঠের দিকে একটু হাঁটতে গিয়েছিলাম। আসলে আমাদের এলাকায় হালকাই শীতের প্রভাব পড়েছে তাই দুপুরবেলায় উষ্ণ রোধের অনুভূতি নিতে গিয়েছিলাম মাঠের দিকে হাঁটার জন্য। হাঁটতে হাঁটতে প্রায় আমাদের সবজি বাগান পর্যন্ত আমরা সকলেই চলে গিয়েছিলাম। তাই আমি ভাবলাম একটু আমাদের সবজি বাগানটা দেখে আসি। সকলে মিলে আমরা সেখান থেকে আমাদের সবজি বাগান দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেখানে পৌঁছানো মাত্রই আমি আমাদের ঢেঁড়স সবজির ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন ঢেঁড়স গাছে খুবই সুন্দর ভাবে বেশ কিছু ঢেঁড়স ধরে ছিল সেই সময় আমি ফটোগ্রাফি সংগ্রহ করেছি। বর্তমান বাজারে যেকোনো সবজির দাম ঊর্ধ্বগতিতে রয়েছে তাই চেষ্টা করি নিজেরা প্রত্যেকটা সবজি মাঠে চাষ করে খাওয়ার জন্য।
ফটোগ্রাফি-২

IMG_20241114_133521.jpg

IMG_20241114_133512.jpg

আপনারা এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আরো দুইটি ফটোগ্রাফি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার ছোট কাকা মূলত বাংলাদেশ বিজিবি চাকরিতে কর্মরত রয়েছে। প্রায় তিন থেকে চার মাস পর পর বাড়িতে আসে কিন্তু আমার সাথে আমার কাকার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। আসলে বাড়িতে আসার পর থেকে আমরা সব সময় একসাথেই ঘোরাঘুরি করি। সেদিন দুপুরবেলায় আমরা আমাদের মেহেদী গাছ থেকে পাতা ছড়িয়ে মেহেদী বাটার পরে সকলে মাথায় দিয়েছিলাম তারপরে আমরা মাঠের উদ্দেশ্যে হাঁটতে গিয়েছিলাম। সেখানে পৌঁছাতেই আমার কাকা আমাদের ঢেঁড়স গাছ থেকে কয়েকটি ঢেঁড়স ছড়িয়ে খেয়েছিল। তখন আমি ফটোগ্রাফি দুইটি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। আসলে ছোট ছোট কাছা ঢেঁড়স খেতে বেশ ভালো লাগে আপনারা যদি কখনো কেউ না খেয়ে থাকেন খেয়ে দেখবেন বেশ মজা। আমিও বেশ কয়েকটি খেয়েছিলাম। তারপরে সেখানে আমরা বেশ কিছু সময় দাঁড়িয়ে আমাদের সবজি জমি দেখাশোনা করছিলাম।
ফটোগ্রাফি-৩

IMG_20241114_133450.jpg

IMG_20241114_133500.jpg

এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি চমৎকারভাবে দুইটি ঢেঁড়স ফুলের ছবি তুলে আমার মোবাইলের ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে সেখানে দুপুরবেলায় ঢেঁড়স ফুলের ক্যামেরাবন্দি করেছিলাম খুবই চমৎকারভাবে। তখন আমার কাকা বাড়িতে ঢেঁড়স নিয়ে আসার জন্য বেশ কিছু গাছ থেকে প্রায় ২ কেজি মতো ঢেঁড়স সংগ্রহ করেছিল। ছবি তোলা শেষে আমরা আবার ঢেঁড়স গুলো নিয়ে বাড়ির পথের দিকে রওনা দিয়েছিলাম। আসলে মাঠে যেকোনো সবজি ফসল চাষ করতে হলে প্রত্যেকটা কৃষক বেশ পরিশ্রম করে তারা মাথার ঘাম পায়ে ফেলে যেকোনো সবজি ফসল চাষ করে। বাড়িতে এসে দুজন মিলে আবারো আমাদের পুকুরে গোসল করতে গিয়েছিলাম। গোসল করা শেষে বাড়িতে এসে দুপুরবেলায় খাওয়া-দাওয়া শেষ করেছিলাম এভাবেই দুপুর পর্যন্ত আমরা প্রায় বাড়িতেই ছিলাম।
ফটোগ্রাফি-৪

IMG20241112164503.jpg

IMG_20241114_133533.jpg

আপনারা এবার লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আরো কয়েকটি ফটোগ্রাফি আপনাদের মাঝে খুবই চমৎকার ভাবে শেয়ার করেছি। বিকেল বেলার দিকে আমরা দুজন এবং আমাদের পাড়ার আরো দুইজন ছেলে মিলে বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। আমাদের এলাকায় মাঠের মাঝখান দিয়ে খুবই সুন্দর নিরিবিলি একটা রাস্তা রয়েছে সে রাস্তায় আমরা বাইক নিয়ে ঘুরতে গিয়েছিলাম এবং বড়া খাওয়ার জন্য গিয়েছিলাম। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় বিকেল ঘনিয়ে আসছিল। আমরা সেখানে মাঠের মধ্যে সূর্যের আলো যখন ধানের জমিতে পড়ছিল তখন আমি ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম। এবং আমরা সকলে সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটি সেলফি তুলে ছিলাম সত্যি সেখানে বেশ চমৎকার ছবি হচ্ছিল আমার কাছে বেশ ভালো লাগছিল। আশা করি আপনাদের কাছেও প্রত্যেকটি ফটোগ্রাফি ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


পোস্ট তৈরির বিবরণ
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসoppo f21s pro
লেখক@kibreay001
লোকেশনগাংনি,মেহেরপুর, বাংলাদেশ
What3Words Locationlocation
✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  
 7 hours ago 

আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আসলে ভাইয়া প্রিয় মানুষ গুলোর সাথে ঘুরার মজাই আলাদা। আপনার চাচার সাথে আপনার বন্ধুত্বেপূর্ণ সম্পর্ক আছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 14 hours ago 

ফটোগ্রাফি পোস্ট দেখলেই যেন মনে ভালো লাগা শুরু হয়ে যায়। কেননা অনেক সুন্দর ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়। যেমন আপনি ঢেঁড়সের ফুল ঢেঁড়সের ক্ষেতসহ আরো বেশ কয়েকটি চমৎকার ফটোগ্রাফি করে শেয়ার করেছেন। যেগুলো দেখে ভীষণ ভালো লাগলো। বর্ণনা গুলি কিন্তু দুর্দান্ত হয়েছে বটে। যাইহোক ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 13 hours ago 

আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 12 hours ago 

কি সুন্দর ঢ্যাঁড়স গাছের ফল ফুল এসবের ছবি তুলেছেন। আমি যদিও ঢ্যাঁড়স খেতে পছন্দ করি না খুব একটা তবে এই গাছের ফুলটি অপূর্ব লাগে। ঈশ্বরের কি চমৎকার সৃষ্টি দেখুন ফুলের মধ্যে একটা অদ্ভুত শেডিং আছে। ভেতরটা কালচে খয়রি উপরটা অদ্ভুত সুন্দর হলুদ। না পাকা না কাঁচা হলুদ।

 9 hours ago 

ঢ্যাঁড়স ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে ভাই খুব সুন্দর উপস্থাপন করেছেন।তবে ফটোগ্রাফি আরো কিছু যুক্ত করলে ভালো হতো ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 7 hours ago 

আপনার ধারণ করা রেনডম ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে আপনার এত ভালোলাগার ফটোগুলো। যেখানে বিভিন্ন রকমের ফটো উপস্থাপন করেছেন আপনি। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 14 hours ago 
 6 hours ago 

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। যেকোন জায়গায় ঘুরতে গেলে সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিতে পারলে খুবই ভালো লাগে। আপনি ঢেঁড়স বাগানে ঘুরাঘুরি করলেন। ঢেঁড়স ফুল দেখতে আমার খুবই ভালো লাগে। যাক সবাই মিলে বেশ ঘুরাঘুরি করলেন। সেখান থেকে নেওয়া ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

 5 hours ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ঢেঁড়সের ফুল গুলো আমার ভীষণ ভালো লাগে। অনেক বড় জায়গা নিয়ে ঢেঁড়সের চাষ করা হয়েছে দেখে ভালো লাগলো। সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন এবং দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।

 5 hours ago 

ঢেঁড়স খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ঢেঁড়স ফুলের প্রতিটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে । ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ঢেঁড়স ক্ষেত্রে। ঢেঁড়স ফুলের এতো দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 87757.32
ETH 3103.63
USDT 1.00
SBD 2.75