"ঘুরে আসলাম মেট্রোরেলে"

হঠাৎ সিদ্ধান্ত হলো ঢাকা যেতে হবে। যে সিদ্ধান্ত সেই কাজ। বুধবার সন্ধ্যায় আমাদের কুষ্টিয়া কোট স্টেশন থেকে ঢাকাগামী সুন্দরবন ট্রেনে ওঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। ঢাকায় গিয়ে পৌঁছলাম চব্বিশ তারিখ সকাল পাঁচটায়। সেখান থেকে চলে গেলাম মগবাজার। মগবাজারে গিয়ে আমি আর আমার কলিগ টু বেডের একটা এসি রুম ভাড়া করলাম। একটু ফ্রেশ হয়ে দুইজন বাইরে গেলাম নাস্তা করতে। নাস্তা করে দুজন রুমে ফিরে এসে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বের হলাম মেট্রোরেল ওঠার জন্য। প্রথমে গেলাম আগারগাঁও মেট্রো রেল স্টেশন । স্টেশনে পৌঁছানোর পর দুইটা টিকিট সংগ্রহ করলাম আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্ত। তারপর ট্রেনের জন্য অপেক্ষা করলাম কিছুক্ষণের মধ্যে চলে আসলো সেই স্বপ্নের মেট্রোরেল। আমরা এক ঘণ্টার পথ মাত্র ১০ মিনিটে পৌঁছে গেলাম। ঐদিন অনেক সুন্দর সময় কাটিয়েছি সেই সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম।
শুভেচ্ছান্তে
কাজী মারুফ হোসেন
খোকসা কুষ্টিয়া।
"ভুল হলে ক্ষমাশীল"
IMG20231125165858.jpg

IMG20231125165845.jpg

IMG-20231125-WA0006.jpg

IMG-20231125-WA0007.jpg

IMG-20231125-WA0000.jpg

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56758.93
ETH 3033.46
USDT 1.00
SBD 2.30