আসলেই তো ছবি দেখে বোঝা যাচ্ছে মানুষের লম্বা সিরিয়াল। মূলত স্বল্প সময়ে মেট্রোরেলে যানজট বিহীন ট্রাভেল করা যায় যার কারণে সবার কাছেই মেট্রোরেলটা সহজ মনে হয় এজন্যই এত ভিড়। তোমার পোস্ট থেকে ভালো তথ্য পেলাম শুক্রবারে মেট্রোরেল তাহলে এড়িয়ে চলতে হবে কেননা শুক্রবারে বেশি ভিড় থাকে।