বিশেষ করে ঈদের সময় আমাদের এলাকায় ট্রেন ভ্রমনের ক্ষেত্রে এমনটা লক্ষ্য করা যায় যদিও মাঝেমধ্যে আমি রেল লাইনের দিকে গেলে এরকম ট্রেনে ঝুলে ঝুলে জার্নি করতে দেখি তখন অবশ্য নিজের কাছেই আফসোস লাগে । আসলে সময়ের মূল্যর চেয়ে জীবনের মূল্য যে অনেক বেশি সেটা অনেকেই বুঝতে চায় না। হ্যাঁ আপনাকে জার্নি করতে হবে তাই বলে জীবনের ঝুঁকে নিয়ে কি জানি করতে হবে?? আসলে এই বিষয়টা আমারও কোনমতে মাথায় ঢুকে না।
আমাদের দেশের মানুষ আসলে সচেতন কম। আগে যাবার প্রবনতা থেকে এরকম অবস্থা হয়।